ETV Bharat / state

Mamata Banerjee: লক্ষ্মীবারে ইংরেজবাজারে তৃণমূলে নবজোয়ার কর্মসূচিতে একমঞ্চে মমতা ও অভিষেক - তৃণমূল কংগ্রেস

তৃণমূলে নবজোয়ার কর্মসূচি নিয়ে আজ থেকে মালদায় থাকছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ আগামিকাল বৃহস্পতিবার মালদায় ওই কর্মসূচির শেষদিন ৷ সেই দিনই ইংরেজবাজারের সভায় অভিষেকের সঙ্গে উপস্থিত থাকবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্য়ায়ও ৷

Trinamoole Nabo Jowar Campaign
Trinamoole Nabo Jowar Campaign
author img

By

Published : May 3, 2023, 2:15 PM IST

কলকাতা, 3 মে: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নবজোয়ার কর্মসূচিতে যোগ দেবেন তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় । আজ বুধবার মালদা যাচ্ছেন তিনি । আগামিকাল বিকেলে তিনি নবজোয়ার কর্মসূচিতে যোগ দেবেন বলে তৃণমূল কংগ্রেসের সূত্রে থেকে জানা গিয়েছে ৷

প্রসঙ্গত, গত 25 এপ্রিল কোচবিহার থেকে নবজোয়ার কর্মসূচি শুরু করেছিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় । আগামিকাল অর্থাৎ বৃহস্পতিবার এই নবজোয়ার কর্মসূচিতে উত্তরবঙ্গে শেষ দিন তাঁর । আজ, বুধবার মালদাতে একাধিক কর্মসূচি রয়েছে অভিষেকের । আগামিকালও মালদাতেই থাকবেন তিনি ।

তৃণমূল কংগ্রেসের সূত্রে খবর, আগামিকালই অভিষেকের নবজোয়ার কর্মসূচিতে যোগ দেবেন তৃণমূল সুপ্রিমো । এ দিন বিকেলে প্রশাসনিক সভা ছাড়াও একাধিক শিলান্যাস ও সরকারি পরিষেবা প্রদানের অনুষ্ঠান রয়েছে বাংলার মুখ্যমন্ত্রীর । আগামিকাল ইংরেজবাজারের সভায় বিকেল চারটের সময় যোগ দেবেন মমতা বন্দ্যোপাধ্য়ায় । ইংরেজবাজারের এই সভায় তিনি বক্তব্য রাখবেন বলেও খবর ।

উল্লেখ্য, আগামী বছর লোকসভা নির্বাচনের আগে উত্তরবঙ্গকে বাড়তি গুরুত্ব দিচ্ছে তৃণমূল কংগ্রেস ৷ কারণ, 2019 সালের লোকসভা নির্বাচনে উত্তরবঙ্গে একটিও আসন জিততে পারেনি মমতা বন্দ্যোপাধ্য়ায়ের দল ৷ 2021 সালের বিধানসভা নির্বাচনেও ভালো ফল হয়নি তৃণমূলের ৷ উত্তরের অধিকাংশ আসনেই জেতে বিজেপি ৷ কিন্তু লোকসভা নির্বাচনে সেই খারাপ ফলের অতীত মুছতে চায় তৃণমূল ৷ আবার উত্তরবঙ্গে স্বমহিমায় ফিরতে মরিয়া বাংলার শাসক দল ৷ আর সেই কারণেই তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তাঁর এই জনসংযোগ কর্মসূচির মাধ্যমে উত্তরবঙ্গের বিভিন্ন প্রান্তে এই ক’দিন ধরে ঘুরছেন ৷ এবার সেই কর্মসূচিতে উপস্থিত হবেন মমতা বন্দ্যোপাধ্য়ায় ৷

স্বাভাবিকভাবেই এর গুরুত্ব আরও বাড়তে চলেছে ৷ ফলে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের মধ্যে দিয়েই উত্তরবঙ্গে তৃণমূল কংগ্রেসের নবজোয়ার কর্মসূচি আনুষ্ঠানিকভাবে সমাপ্তি ঘোষণা হবে । বিগত কয়েকদিনে অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রায় 40টির বেশি সভা করেছেন । এবার মমতা ও অভিষেক এক মঞ্চে ৷ দলের দুই শীর্ষ নেতৃত্ব কী বার্তা দেন, সেই দিকেই তাকিয়ে তৃণমূলের কর্মী-সমর্থকরা ৷

আরও পড়ুন: হেলিকপ্টার নয়, সরাইঘাট এক্সপ্রেসে মালদা সফরে মমতা; সঙ্গী আধিকারিকরাও

কলকাতা, 3 মে: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নবজোয়ার কর্মসূচিতে যোগ দেবেন তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় । আজ বুধবার মালদা যাচ্ছেন তিনি । আগামিকাল বিকেলে তিনি নবজোয়ার কর্মসূচিতে যোগ দেবেন বলে তৃণমূল কংগ্রেসের সূত্রে থেকে জানা গিয়েছে ৷

প্রসঙ্গত, গত 25 এপ্রিল কোচবিহার থেকে নবজোয়ার কর্মসূচি শুরু করেছিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় । আগামিকাল অর্থাৎ বৃহস্পতিবার এই নবজোয়ার কর্মসূচিতে উত্তরবঙ্গে শেষ দিন তাঁর । আজ, বুধবার মালদাতে একাধিক কর্মসূচি রয়েছে অভিষেকের । আগামিকালও মালদাতেই থাকবেন তিনি ।

তৃণমূল কংগ্রেসের সূত্রে খবর, আগামিকালই অভিষেকের নবজোয়ার কর্মসূচিতে যোগ দেবেন তৃণমূল সুপ্রিমো । এ দিন বিকেলে প্রশাসনিক সভা ছাড়াও একাধিক শিলান্যাস ও সরকারি পরিষেবা প্রদানের অনুষ্ঠান রয়েছে বাংলার মুখ্যমন্ত্রীর । আগামিকাল ইংরেজবাজারের সভায় বিকেল চারটের সময় যোগ দেবেন মমতা বন্দ্যোপাধ্য়ায় । ইংরেজবাজারের এই সভায় তিনি বক্তব্য রাখবেন বলেও খবর ।

উল্লেখ্য, আগামী বছর লোকসভা নির্বাচনের আগে উত্তরবঙ্গকে বাড়তি গুরুত্ব দিচ্ছে তৃণমূল কংগ্রেস ৷ কারণ, 2019 সালের লোকসভা নির্বাচনে উত্তরবঙ্গে একটিও আসন জিততে পারেনি মমতা বন্দ্যোপাধ্য়ায়ের দল ৷ 2021 সালের বিধানসভা নির্বাচনেও ভালো ফল হয়নি তৃণমূলের ৷ উত্তরের অধিকাংশ আসনেই জেতে বিজেপি ৷ কিন্তু লোকসভা নির্বাচনে সেই খারাপ ফলের অতীত মুছতে চায় তৃণমূল ৷ আবার উত্তরবঙ্গে স্বমহিমায় ফিরতে মরিয়া বাংলার শাসক দল ৷ আর সেই কারণেই তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তাঁর এই জনসংযোগ কর্মসূচির মাধ্যমে উত্তরবঙ্গের বিভিন্ন প্রান্তে এই ক’দিন ধরে ঘুরছেন ৷ এবার সেই কর্মসূচিতে উপস্থিত হবেন মমতা বন্দ্যোপাধ্য়ায় ৷

স্বাভাবিকভাবেই এর গুরুত্ব আরও বাড়তে চলেছে ৷ ফলে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের মধ্যে দিয়েই উত্তরবঙ্গে তৃণমূল কংগ্রেসের নবজোয়ার কর্মসূচি আনুষ্ঠানিকভাবে সমাপ্তি ঘোষণা হবে । বিগত কয়েকদিনে অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রায় 40টির বেশি সভা করেছেন । এবার মমতা ও অভিষেক এক মঞ্চে ৷ দলের দুই শীর্ষ নেতৃত্ব কী বার্তা দেন, সেই দিকেই তাকিয়ে তৃণমূলের কর্মী-সমর্থকরা ৷

আরও পড়ুন: হেলিকপ্টার নয়, সরাইঘাট এক্সপ্রেসে মালদা সফরে মমতা; সঙ্গী আধিকারিকরাও

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.