কলকাতা, 23 অগস্ট: দুর্গাপুজো সংক্রান্ত সভায় ভরা স্টেডিয়ামে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ধমক খেলেন দমকলমন্ত্রী তথা শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের পুজো উদ্যোক্তা সুজিত বসু । প্রতি বছরই দুর্গাপুজোর প্যান্ডেলে নতুন নতুন চমক আনে শ্রীভূমি ৷ তা দেখতে লক্ষ লক্ষ মানুষ ভিড় জমান ৷ ফলে পঞ্চমী থেকে দশমী পর্যন্ত ভিড়ে ঠাসা থাকে শ্রীভূমি স্পোর্টিং ক্লাব চত্বর ৷ আর যাবতীয় গোলমাল সেটাকে ঘিরেই।
সুজিত বসুর ক্লাবের পুজো মণ্ডপটি ভিআইপি রোড থেকে মাত্র কয়েকশো মিটারের দূরে অবস্থিত। তাই ভিড় বাড়লে যানজটের সমস্যা তৈরি হয় ভিআইপি রোডে। এবার পুজোর বৈঠকে সেই বিষয় নিয়েই দমকল মন্ত্রীকে সতর্ক করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার এই বৈঠকে তিনি জানান, যানজটের কারণে যদি ভিআইপি রোড অবরুদ্ধ হয়, তবে তিনি তাঁকেও ব্লক করবেন!
মমতার কথায়, "পুজোতে প্রচুর লোক আসে। সবচেয়ে দুষ্টুমি করে সুজিত বোস। এমনভাবে এলাকাটা করে রাখে যে এয়ারপোর্ট থেকে লোক আসতে পারে না। এবার পুলিশকে বলব এয়ারপোর্ট যাতে সমস্যা না হয় সেদিকে খেয়াল রাখতে। সেটা দেখেই সুজিত তুমি পুজো করবে। লোকে শুধু তোমার পুজোতেই যাবে আর অন্যগুলোয় যাবে না, তোমার চালাকিটা আমি বুঝি । তুমি দমকল মন্ত্রী, তোমায় এটা মাথায় রাখতে হবে। তুমি খুব ভাল করে পুজো করো। অভিনন্দন রইল। কিন্তু ভিআইপি এলাকাটা যেন না আটকে যায়। দেখতে হবে, যাতে যানবাহন চলাচলে সমস্যা না হয় । ট্রান্সপোর্ট সিস্টেম যদি ব্লক হয় তাহলে আমি তোমাকেও ব্লক করব ।"
বাংলার মুখ্যমন্ত্রীর স্পষ্ট বার্তা, শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে মানুষের অসুবিধা না করে দুর্গাপুজো হোক তাতে কোনও সমস্যা নেই। মানুষের অসুবিধা হলে মুখ্যমন্ত্রী যে বিষয়টি ভালোভাবে নেবেন না তাও এদিন জানিয়ে দেন। অতীতে একাধিকবার শ্রীভূমির পুজো নিয়ে বিতর্ক হয়েছে। করোনার সময় বহু লোকের জমায়েত হয়েছে এই পুজোয়। তা ঘিরে সংক্রমণ ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছিল চিকিৎসকের একাংশ থেকে শুরু করে প্রশাসনের কর্তাদের মধ্যে। পাশাপাশি, 2021 সালে বুর্জ খালিফা থিম নিয়েও গোলমাল বাঁধে। বিশেষ করে লেজার শো দেখানো নিয়ে প্রবল সমস্যার সৃষ্টি হয়। বেশ কয়েকজন বিমান চালক অভিযোগ করেন, এই লেজার শো-এর জন্য বিমান চালাতে সমস্যা হচ্ছে। পরে শো বন্ধ করে দেওয়া হয়। এমনই আবহে পুজোর বৈঠকে দমকলমন্ত্রীকে কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী।
আরও পড়ুন : আরও বাড়ল ক্লাবগুলির পুজোর অনুদান, বিদ্যুতের বিলে বাড়তি স্বস্তি দিলেন মমতা