ETV Bharat / state

Mamata Banerjee: ইউনেস্কোর কায়দায় রেড রোডে চন্দ্রাভিযানের সঙ্গে যুক্ত বিজ্ঞানীদের সম্মাননা দিতে চান মমতা - চন্দ্র অভিযানের নায়ক

Mamata Banerjee Wants to felicitate ISRO scientists: ইউনেস্কোকে যে কায়দায় রেড রোডে সংবর্ধনা দেওয়া হয়েছিল, সে ভাবেই চন্দ্রাভিযানের সঙ্গে যুক্ত বিজ্ঞানীদের সম্মাননা দিতে চান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷

Mamata Banerjee
মমতা বন্দ্যোপাধ্যায়
author img

By ETV Bharat Bangla Team

Published : Aug 28, 2023, 7:32 PM IST

কলকাতা, 28 অগস্ট: চন্দ্র অভিযানের নায়কদের রাজ্যে সংবর্ধনা দিতে চান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । এ ক্ষেত্রে শুধু বাংলার ভূমিপুত্রদের সংবর্ধনায় সীমাবদ্ধ থাকতে চান না তিনি । এ ক্ষেত্রে মুখ্যমন্ত্রীর ইচ্ছা, তিনি সংবর্ধনা দেবেন এস সোমনাথ-সহ চন্দ্র অভিযানের সঙ্গে যুক্ত গোটা টিমকেই । অতীতে রেড রোডে যে কায়দায় দুর্গাপুজোর স্বীকৃতি দেওয়ার জন্য ইউনেস্কোকে সম্মান জানানো হয়েছিল, একই কায়দায় ইসরোর বিজ্ঞানীদের সম্মান জানাতে চান মুখ্যমন্ত্রী ।

ইতিমধ্যেই ইসরোর এই বিরল সাফল্যের জন্য শুভেচ্ছা জানিয়ে চিঠি গিয়েছে চন্দ্র অভিযানের সঙ্গে যুক্ত প্রত্যেক বিজ্ঞানীর কাছে । আলাদা করে চিঠি দিয়ে অভিনন্দন জানিয়েছেন এই রাজ্যের 28 ভূমিজাতককে । তবে এ সবের পরেও মুখ্যমন্ত্রী চান, এই চন্দ্র অভিযানের সাফল্যকে স্মরণীয় করে রাখতে বাংলার বুকে আলাদা করে সম্মাননা জ্ঞাপন অনুষ্ঠান হোক । এ ক্ষেত্রে সমস্ত বিজ্ঞানীদের এবং চন্দ্র অভিযানের সঙ্গে যুক্তদের তিনি সম্মান জানাতে চান । ইতিমধ্যেই তাঁর এই আগ্রহের কথা জানিয়ে নবান্ন থেকে একটি চিঠি দেওয়া হয়েছে ইসরোকে ।

এই চন্দ্র অভিযানের দায়িত্বে থাকা ইসরো প্রধান এস সোমনাথকে চিঠি দিয়ে এই আগ্রহের কথা জানিয়েছেন তিনি । একইসঙ্গে তাঁর শংকা, রাজ্য সরকার ইসরোর বিজ্ঞানীদের সম্মান জ্ঞাপন করতে চাইলেও এই সম্মান গ্রহণের অনুমতি হয়তো দেওয়া হবে না ইসরোর বিজ্ঞানীদের । আর যদি অনুমতি দেয়ও তবুও সম্মাননার গোটা বিষয়টি নির্ভর করবে বিজ্ঞানীরা কতটা এই অনুষ্ঠানের জন্য সময় পাবেন তার উপর ।

আরও পড়ুন: চব্বিশের ভোটের আগে গ্রেফতার হবেন অভিষেক ! আশঙ্কার কথা শোনালেন মমতা

প্রসঙ্গত, সোমবার মেয়ো রোডে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠান মঞ্চ থেকেই ইসরোর বিজ্ঞানীদের রেড রোডে সংবর্ধনা প্রদানের বিষয়টি তোলেন মুখ্যমন্ত্রী । সেখানেই তিনি জানান, বিজ্ঞানীদের রেড রোডে সম্মান জানাতে চায় রাজ্য সরকার । কিন্তু পরে এই বিষয়টি আরও স্পষ্ট হয় যখন জানা যায়, ইতিমধ্যেই মুখ্যমন্ত্রীর এই ফেলিসিটেশন সংক্রান্ত চিঠি ইসরোর উদ্দেশে পাঠানো হয়ে গিয়েছে । যদিও এই চিঠি পাঠানোর পরেও কবে এই সম্মাননা জ্ঞাপন অনুষ্ঠান হতে পারে, সে বিষয়ে স্পষ্ট ভাবে বলা যাচ্ছে না । কারণ সবটাই নির্ভর করবে রাজ্য সরকার এবং ইসরোর মধ্যে আলোচনার ভিত্তিতে । তবে এটা স্পষ্ট, চন্দ্র অভিযানের সাফল্য উদযাপন করতে শুধুমাত্র গর্বপ্রকাশ করে টুইটেই থেমে থাকতে চাইছে না রাজ্য সরকার । বরং বিজ্ঞানীদের সম্মাননা জ্ঞাপন অনুষ্ঠানের আয়োজন করে এই উদযাপন আরও একধাপ এগিয়ে নিয়ে যেতে চায় তারা ।

কলকাতা, 28 অগস্ট: চন্দ্র অভিযানের নায়কদের রাজ্যে সংবর্ধনা দিতে চান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । এ ক্ষেত্রে শুধু বাংলার ভূমিপুত্রদের সংবর্ধনায় সীমাবদ্ধ থাকতে চান না তিনি । এ ক্ষেত্রে মুখ্যমন্ত্রীর ইচ্ছা, তিনি সংবর্ধনা দেবেন এস সোমনাথ-সহ চন্দ্র অভিযানের সঙ্গে যুক্ত গোটা টিমকেই । অতীতে রেড রোডে যে কায়দায় দুর্গাপুজোর স্বীকৃতি দেওয়ার জন্য ইউনেস্কোকে সম্মান জানানো হয়েছিল, একই কায়দায় ইসরোর বিজ্ঞানীদের সম্মান জানাতে চান মুখ্যমন্ত্রী ।

ইতিমধ্যেই ইসরোর এই বিরল সাফল্যের জন্য শুভেচ্ছা জানিয়ে চিঠি গিয়েছে চন্দ্র অভিযানের সঙ্গে যুক্ত প্রত্যেক বিজ্ঞানীর কাছে । আলাদা করে চিঠি দিয়ে অভিনন্দন জানিয়েছেন এই রাজ্যের 28 ভূমিজাতককে । তবে এ সবের পরেও মুখ্যমন্ত্রী চান, এই চন্দ্র অভিযানের সাফল্যকে স্মরণীয় করে রাখতে বাংলার বুকে আলাদা করে সম্মাননা জ্ঞাপন অনুষ্ঠান হোক । এ ক্ষেত্রে সমস্ত বিজ্ঞানীদের এবং চন্দ্র অভিযানের সঙ্গে যুক্তদের তিনি সম্মান জানাতে চান । ইতিমধ্যেই তাঁর এই আগ্রহের কথা জানিয়ে নবান্ন থেকে একটি চিঠি দেওয়া হয়েছে ইসরোকে ।

এই চন্দ্র অভিযানের দায়িত্বে থাকা ইসরো প্রধান এস সোমনাথকে চিঠি দিয়ে এই আগ্রহের কথা জানিয়েছেন তিনি । একইসঙ্গে তাঁর শংকা, রাজ্য সরকার ইসরোর বিজ্ঞানীদের সম্মান জ্ঞাপন করতে চাইলেও এই সম্মান গ্রহণের অনুমতি হয়তো দেওয়া হবে না ইসরোর বিজ্ঞানীদের । আর যদি অনুমতি দেয়ও তবুও সম্মাননার গোটা বিষয়টি নির্ভর করবে বিজ্ঞানীরা কতটা এই অনুষ্ঠানের জন্য সময় পাবেন তার উপর ।

আরও পড়ুন: চব্বিশের ভোটের আগে গ্রেফতার হবেন অভিষেক ! আশঙ্কার কথা শোনালেন মমতা

প্রসঙ্গত, সোমবার মেয়ো রোডে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠান মঞ্চ থেকেই ইসরোর বিজ্ঞানীদের রেড রোডে সংবর্ধনা প্রদানের বিষয়টি তোলেন মুখ্যমন্ত্রী । সেখানেই তিনি জানান, বিজ্ঞানীদের রেড রোডে সম্মান জানাতে চায় রাজ্য সরকার । কিন্তু পরে এই বিষয়টি আরও স্পষ্ট হয় যখন জানা যায়, ইতিমধ্যেই মুখ্যমন্ত্রীর এই ফেলিসিটেশন সংক্রান্ত চিঠি ইসরোর উদ্দেশে পাঠানো হয়ে গিয়েছে । যদিও এই চিঠি পাঠানোর পরেও কবে এই সম্মাননা জ্ঞাপন অনুষ্ঠান হতে পারে, সে বিষয়ে স্পষ্ট ভাবে বলা যাচ্ছে না । কারণ সবটাই নির্ভর করবে রাজ্য সরকার এবং ইসরোর মধ্যে আলোচনার ভিত্তিতে । তবে এটা স্পষ্ট, চন্দ্র অভিযানের সাফল্য উদযাপন করতে শুধুমাত্র গর্বপ্রকাশ করে টুইটেই থেমে থাকতে চাইছে না রাজ্য সরকার । বরং বিজ্ঞানীদের সম্মাননা জ্ঞাপন অনুষ্ঠানের আয়োজন করে এই উদযাপন আরও একধাপ এগিয়ে নিয়ে যেতে চায় তারা ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.