ETV Bharat / state

Mamata Banerjee: যোগীরাজ্যের মতোই কলকাতায় গঙ্গারতি দেখতে চান মমতা - প্রিন্সেপ ঘাট

উত্তরপ্রদেশে যদি গঙ্গারতি (Ganga Aarti) হতে পারে, কলকাতায় হবে না কেন ? রবিবার কার্যত এই প্রশ্নই তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ৷ দিলেন কিছু নির্দেশ ৷

Mamata Banerjee wants to arrange Ganga Aarti in Kolkata
Mamata Banerjee: যোগীরাজ্যের মতোই কলকাতায় গঙ্গারতি দেখতে চান মমতা
author img

By

Published : Nov 21, 2022, 7:41 PM IST

কলকাতা, 21 নভেম্বর: বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) স্বপ্ন দেখেছিলেন দিঘাতেও (Digha) তৈরি হবে পুরীর (Puri) মতো জগন্নাথ মন্দির (Jagannath Temple) ৷ ইতিমধ্যেই দিঘায় সেই মন্দির নির্মাণের কাজ শুরু হয়ে গিয়েছে ৷ আর সোমবার মমতা জানালেন, তিনি চান কলকাতাতেও (উত্তপ্রদেশের বারাণসীর মতো) হোক গঙ্গারতি (Ganga Aarti) ! এর জন্য কলকাতার প্রিন্সেপ ঘাট (James Prinsep Ghat) সংস্কার করারও নির্দেশ দেন তিনি ৷ ওয়াকিবহাল মহলের একাংশ মনে করছে, চব্বিশের সাধারণ নির্বাচনের (General Election 2024) কথা মাথায় রেখেই এই মন্তব্য করেছেন তৃণমূল সুপ্রিমো ৷

রবিবার রাজ্যের স্বাস্থ্য পরিষেবা (West Bengal Health SErvice) নিয়ে একটি পর্যালোচনা বৈঠক (Review Meeting) করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় ৷ সেই বৈঠকের মধ্যেই বেশ কিছু বিষয় নিয়ে ক্ষোভ উগড়ে দেন তিনি ৷ কাঠগড়ায় তোলেন সংশ্লিষ্ট বিভিন্ন দফতরের আধিকারিকদের ৷ মমতা বলেন, ওখানে পৌষমেলা হয় ৷ তাই দ্রুত প্রিন্সেপ ঘাট সংস্কার করতে হবে ৷ মুখ্যমন্ত্রীর কথায়, "খুব খারাপ লাগে ৷ এ যেন বাচ্চা ছেলে ! রোজ, রোজ ললিপপ ধরিয়ে দিতে হবে হাতে ! বারবার কেন ললিপপ ধরিয়ে দেওয়ার মতো করে সবকিছু মনে করিয়ে দিতে হবে ? মন্ত্রী, জনপ্রতিনিধি, সরকার পরিবর্তন হয় ৷ কিন্তু আধিকারিকদের দায়িত্ব একই থাকে ৷ 'পলিসি' চেঞ্জ হয় না ৷"

আরও পড়ুন: প্রসূতি রেফার নিয়ে ক্ষুব্ধ মমতা, দিলেন কড়া বার্তা

এদিন মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন, "এমন একটি জায়গা খুঁজে বের করতে হবে, যেখানে মন্দির আছে এবং গঙ্গারতি করা যায় ৷ গঙ্গারতির জন্য এমন একটি ঘাট বেছে নিতে হবে, যেখানে মন্দির থাকবে ৷ বসার জায়গা থাকবে ৷ তাতে সময় লাগে, লাগুক ৷ দু'বছর দেরি হোক ৷ কিন্তু সমস্ত বিষয় খতিয়ে দেখে একটি জায়গা ঠিক করে গঙ্গারতির ব্যবস্থা করা হোক ৷ এমন জায়গা ঠিক করতে হবে, যেখানে উপযুক্ত সুরক্ষাব্যবস্থা থাকবে ৷ কেউ পড়ে যাবেন না ৷"

মমতার কলকাতায় গঙ্গারতি করানোর ইচ্ছা নিয়ে স্বাভাবিকভাবেই কৌতূহল বাড়ছে রাজনৈতিক মহলের ৷ কারণ, মাঝে রয়েছে মাত্র আর একটা বছর ৷ তারপরই লোকসভা নির্বাচন ৷ সেই নির্বাচনে সবথেকে শক্তিশালী দল নিঃসন্দেহে বিজেপি ৷ তাদের মোকাবিলায় অস্ত্র খুঁজতেই কি জগন্নাথ মন্দির, গঙ্গারতির মতো বিষয়গুলিতে জোর দিতে হচ্ছে মমতাকে ? উঠছে প্রশ্ন ৷

কলকাতা, 21 নভেম্বর: বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) স্বপ্ন দেখেছিলেন দিঘাতেও (Digha) তৈরি হবে পুরীর (Puri) মতো জগন্নাথ মন্দির (Jagannath Temple) ৷ ইতিমধ্যেই দিঘায় সেই মন্দির নির্মাণের কাজ শুরু হয়ে গিয়েছে ৷ আর সোমবার মমতা জানালেন, তিনি চান কলকাতাতেও (উত্তপ্রদেশের বারাণসীর মতো) হোক গঙ্গারতি (Ganga Aarti) ! এর জন্য কলকাতার প্রিন্সেপ ঘাট (James Prinsep Ghat) সংস্কার করারও নির্দেশ দেন তিনি ৷ ওয়াকিবহাল মহলের একাংশ মনে করছে, চব্বিশের সাধারণ নির্বাচনের (General Election 2024) কথা মাথায় রেখেই এই মন্তব্য করেছেন তৃণমূল সুপ্রিমো ৷

রবিবার রাজ্যের স্বাস্থ্য পরিষেবা (West Bengal Health SErvice) নিয়ে একটি পর্যালোচনা বৈঠক (Review Meeting) করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় ৷ সেই বৈঠকের মধ্যেই বেশ কিছু বিষয় নিয়ে ক্ষোভ উগড়ে দেন তিনি ৷ কাঠগড়ায় তোলেন সংশ্লিষ্ট বিভিন্ন দফতরের আধিকারিকদের ৷ মমতা বলেন, ওখানে পৌষমেলা হয় ৷ তাই দ্রুত প্রিন্সেপ ঘাট সংস্কার করতে হবে ৷ মুখ্যমন্ত্রীর কথায়, "খুব খারাপ লাগে ৷ এ যেন বাচ্চা ছেলে ! রোজ, রোজ ললিপপ ধরিয়ে দিতে হবে হাতে ! বারবার কেন ললিপপ ধরিয়ে দেওয়ার মতো করে সবকিছু মনে করিয়ে দিতে হবে ? মন্ত্রী, জনপ্রতিনিধি, সরকার পরিবর্তন হয় ৷ কিন্তু আধিকারিকদের দায়িত্ব একই থাকে ৷ 'পলিসি' চেঞ্জ হয় না ৷"

আরও পড়ুন: প্রসূতি রেফার নিয়ে ক্ষুব্ধ মমতা, দিলেন কড়া বার্তা

এদিন মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন, "এমন একটি জায়গা খুঁজে বের করতে হবে, যেখানে মন্দির আছে এবং গঙ্গারতি করা যায় ৷ গঙ্গারতির জন্য এমন একটি ঘাট বেছে নিতে হবে, যেখানে মন্দির থাকবে ৷ বসার জায়গা থাকবে ৷ তাতে সময় লাগে, লাগুক ৷ দু'বছর দেরি হোক ৷ কিন্তু সমস্ত বিষয় খতিয়ে দেখে একটি জায়গা ঠিক করে গঙ্গারতির ব্যবস্থা করা হোক ৷ এমন জায়গা ঠিক করতে হবে, যেখানে উপযুক্ত সুরক্ষাব্যবস্থা থাকবে ৷ কেউ পড়ে যাবেন না ৷"

মমতার কলকাতায় গঙ্গারতি করানোর ইচ্ছা নিয়ে স্বাভাবিকভাবেই কৌতূহল বাড়ছে রাজনৈতিক মহলের ৷ কারণ, মাঝে রয়েছে মাত্র আর একটা বছর ৷ তারপরই লোকসভা নির্বাচন ৷ সেই নির্বাচনে সবথেকে শক্তিশালী দল নিঃসন্দেহে বিজেপি ৷ তাদের মোকাবিলায় অস্ত্র খুঁজতেই কি জগন্নাথ মন্দির, গঙ্গারতির মতো বিষয়গুলিতে জোর দিতে হচ্ছে মমতাকে ? উঠছে প্রশ্ন ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.