ETV Bharat / state

TMC state committee : দোলের পরই পূর্ণাঙ্গ রাজ্য কমিটি ঘোষণা ! প্রবীণ-নবীনের ভারসাম্য চান মমতা - রাজ্য কমিটি নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়

প্রবীণ এবং নবীনের ভারসাম্য বজায় রেখেই আগামীতে রাজ্য কমিটি (TMC state committee) গঠন করতে চান তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee on TMC state committee)৷ দোলের পর রাজ্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করতে পারে তৃণমূল ৷

TMC state committee
TMC state committee
author img

By

Published : Feb 20, 2022, 6:32 PM IST

কলকাতা, 20 ফেব্রুয়ারি : আগেই মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছিলেন, এ বার প্রশাসনের পাশাপাশি দলের কাজকর্মের দিকেও নজর দিতে চান তিনি । যেমনি ভাবা তেমনি কাজ । শুক্রবার জাতীয় স্তরে দলের নেতাদের দায়িত্ব বণ্টনের পর, এ বার জেলা স্তরে দলকে ঢেলে সাজাতে চান তিনি । আর সেই মতো উদ্যোগ শুরু হল রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসে (TMC state committee)। সবকিছু ঠিকঠাক থাকলে দোলের আগেই সেই কাজ সম্পন্ন করে ফেলবেন তৃণমূল সুপ্রিমো (Mamata Banerjee wants perfect balance of new and old generations)।

কিছুদিন ধরেই অভিযোগ উঠছিল, দলের মূল সংগঠনের পাশে সমান্তরালভাবে সংগঠন চালাচ্ছেন দলের কিছু নেতা । সাম্প্রতিক গোষ্ঠীদ্বন্দ্বের পেছনে এই সমান্তরাল সংগঠনের নেতাদের একটা ভূমিকা বারবার উঠে আসছিল । মমতা বন্দ্যোপাধ্যায় চাইছেন দলের অন্দরেই গোষ্ঠী বিভেদ মুছে দিতে । একটাই দলে আলাদা আলাদা শাখা থাকলেও তার মূল চালিকাশক্তি হতে চান মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee on TMC state committee) ৷ আর এই কারণেই ব্লক থেকে জেলা, এমনকী রাজ্য কমিটিতেও বেশকিছু রদবদল আগামী দিনে লক্ষ্য করা যেতে পারে ।

আরও পড়ুন: Mamata and IPAC : আইপ্যাক নিয়ে 'রা' কাড়লেন না মমতা, এড়ালেন পার্থও, সমস্যার বীজ কি আরও গভীরে ?

সম্প্রতি জাতীয় ক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক দায়িত্ব বিন্যাসের সময় ঠিক যে ভাবে অভিজ্ঞদের অভিজ্ঞতা এবং তারুণ্যের গুরুত্ব দিয়ে দায়িত্ব বণ্টন করা হয়েছে । একইভাবে নতুন-পুরনোদের নিয়েই নয়া রাজ্য কমিটি করতে চান মমতা বন্দ্যোপাধ্যায় ।

যদিও এই মুহূর্তে রাজ্যে 108টি পৌরসভার ভোট যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখছে দল । ভোট-পরবর্তী দলের রাজ্য কমিটি ও অন্যান্য শাখা সংগঠনগুলিকে নিয়ে সিদ্ধান্ত নেবেন তৃণমূল সুপ্রিমো । সবচেয়ে বড় কথা এই ভোটের অবসরে অন্দরে নতুন রাজ্য কমিটি, ব্লক তথা জেলা কমিটি গঠনের প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে । এ ক্ষেত্রে প্রবীণ এবং নবীনের ভারসাম্য রেখে কমিটিগুলো তৈরির প্রক্রিয়া চলছে । পৌরভোটের কথা মাথায় রেখে এই মুহূর্তে জেলায় জেলায় ঘুরছেন শীর্ষ নেতৃত্ব । দল এবং শাখা ও গণসংগঠনগুলিকে ঐক্যবদ্ধভাবে ভোটের কাজে লাগানো হচ্ছে । পৌরভোটের পর্ব মেটার পর নতুন কমিটি গঠনের কাজ গতি পাবে বলে দলীয় সূত্রে খবর ।

আরও পড়ুন: UP Assembly Election 2022 : উত্তরপ্রদেশে সপ্তম দফার প্রচারে 3 মার্চ মোদি গড়ে মমতা

এ বার বিভিন্ন পেশাভিত্তিক সেলগুলিকেও আরও বেশি সক্রিয় করতে চাইছে তৃণমূল । একদিকে কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতিগুলির বিরুদ্ধে আন্দোলন, অন্যদিকে বুথভিত্তিক সংগঠন আরও দৃঢ় করা এবং রাজ্য সরকারের প্রকল্পগুলির সুফল 100% পরিবারে পৌঁছে দেওয়া, মূলত এগুলিকেই অগ্রাধিকার দেওয়া হচ্ছে ।

কলকাতা, 20 ফেব্রুয়ারি : আগেই মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছিলেন, এ বার প্রশাসনের পাশাপাশি দলের কাজকর্মের দিকেও নজর দিতে চান তিনি । যেমনি ভাবা তেমনি কাজ । শুক্রবার জাতীয় স্তরে দলের নেতাদের দায়িত্ব বণ্টনের পর, এ বার জেলা স্তরে দলকে ঢেলে সাজাতে চান তিনি । আর সেই মতো উদ্যোগ শুরু হল রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসে (TMC state committee)। সবকিছু ঠিকঠাক থাকলে দোলের আগেই সেই কাজ সম্পন্ন করে ফেলবেন তৃণমূল সুপ্রিমো (Mamata Banerjee wants perfect balance of new and old generations)।

কিছুদিন ধরেই অভিযোগ উঠছিল, দলের মূল সংগঠনের পাশে সমান্তরালভাবে সংগঠন চালাচ্ছেন দলের কিছু নেতা । সাম্প্রতিক গোষ্ঠীদ্বন্দ্বের পেছনে এই সমান্তরাল সংগঠনের নেতাদের একটা ভূমিকা বারবার উঠে আসছিল । মমতা বন্দ্যোপাধ্যায় চাইছেন দলের অন্দরেই গোষ্ঠী বিভেদ মুছে দিতে । একটাই দলে আলাদা আলাদা শাখা থাকলেও তার মূল চালিকাশক্তি হতে চান মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee on TMC state committee) ৷ আর এই কারণেই ব্লক থেকে জেলা, এমনকী রাজ্য কমিটিতেও বেশকিছু রদবদল আগামী দিনে লক্ষ্য করা যেতে পারে ।

আরও পড়ুন: Mamata and IPAC : আইপ্যাক নিয়ে 'রা' কাড়লেন না মমতা, এড়ালেন পার্থও, সমস্যার বীজ কি আরও গভীরে ?

সম্প্রতি জাতীয় ক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক দায়িত্ব বিন্যাসের সময় ঠিক যে ভাবে অভিজ্ঞদের অভিজ্ঞতা এবং তারুণ্যের গুরুত্ব দিয়ে দায়িত্ব বণ্টন করা হয়েছে । একইভাবে নতুন-পুরনোদের নিয়েই নয়া রাজ্য কমিটি করতে চান মমতা বন্দ্যোপাধ্যায় ।

যদিও এই মুহূর্তে রাজ্যে 108টি পৌরসভার ভোট যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখছে দল । ভোট-পরবর্তী দলের রাজ্য কমিটি ও অন্যান্য শাখা সংগঠনগুলিকে নিয়ে সিদ্ধান্ত নেবেন তৃণমূল সুপ্রিমো । সবচেয়ে বড় কথা এই ভোটের অবসরে অন্দরে নতুন রাজ্য কমিটি, ব্লক তথা জেলা কমিটি গঠনের প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে । এ ক্ষেত্রে প্রবীণ এবং নবীনের ভারসাম্য রেখে কমিটিগুলো তৈরির প্রক্রিয়া চলছে । পৌরভোটের কথা মাথায় রেখে এই মুহূর্তে জেলায় জেলায় ঘুরছেন শীর্ষ নেতৃত্ব । দল এবং শাখা ও গণসংগঠনগুলিকে ঐক্যবদ্ধভাবে ভোটের কাজে লাগানো হচ্ছে । পৌরভোটের পর্ব মেটার পর নতুন কমিটি গঠনের কাজ গতি পাবে বলে দলীয় সূত্রে খবর ।

আরও পড়ুন: UP Assembly Election 2022 : উত্তরপ্রদেশে সপ্তম দফার প্রচারে 3 মার্চ মোদি গড়ে মমতা

এ বার বিভিন্ন পেশাভিত্তিক সেলগুলিকেও আরও বেশি সক্রিয় করতে চাইছে তৃণমূল । একদিকে কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতিগুলির বিরুদ্ধে আন্দোলন, অন্যদিকে বুথভিত্তিক সংগঠন আরও দৃঢ় করা এবং রাজ্য সরকারের প্রকল্পগুলির সুফল 100% পরিবারে পৌঁছে দেওয়া, মূলত এগুলিকেই অগ্রাধিকার দেওয়া হচ্ছে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.