কলকাতা, 30 মার্চ: রামনবমীতে অস্ত্র ব্যবহার নিয়ে আপত্তি করতে চাইছে না রাজ্য সরকার । এমনটা করে বিরোধী রাজনৈতিক দলের হাতে অস্ত্র তুলে দিতে চাইছেন না রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । আর সেই কারণেই প্রতিবার রেড রোড থেকে রামনবমীর মিছিল যারা বের করেন, তাঁদের উদ্দেশ্যে শান্তি বজায় রাখার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী ৷
তিনি বলেন, ‘‘রামনবমী মিছিল সবাই মিলে করুন আপত্তি নেই ।’’ শান্তিতে মিছিল করার কথা বলেন তিনি ৷ তাঁর কথায়, ‘‘রমজান মাস চলছে ৷ রোজার মাস চলছে । পারলে মুসলিম এলাকাটাকে এড়িয়ে যান । পায়ে পা লাগিয়ে ঝগড়া করবেন না ।’’
এই নিয়ে বিজেপিকেও নিশানা করেছেন মুখ্যমন্ত্রী ৷ তাঁর দাবি, তিনি শুনেছেন বিজেপির নেতারা নাকি অস্ত্র নিয়ে বের হবেন ৷ আর সেই কারণেই যে অশান্তি তৈরি করা হতে পারে, সেই আশঙ্কার কথাই তিনি জানান ৷ এর পর তিনি বলেন, ‘‘আমি বলছি সবকিছু নিয়ে তুমি বের হও । তবে কারও মাথায় কোপ তুমি দিওনা । কারণ, কোপ দিলে কিন্তু রেহাই পাওয়া যাবে না ।’’
যাঁরা এই ধরনের কাজ করবেন, তাঁদের হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, ‘‘ক্রিমিনাল অফেন্স ইজ ক্রিমিনাল অফেন্স । রাজনীতির নামে দুষ্কর্ম করা যায় না । এটা অপরাধ । ভালোভাবে রামনবমী পালন করো । এস আমরা সবাই সব উৎসব একসঙ্গে সুন্দরভাবে পালন করি ।’’
প্রসঙ্গত, বিগত বছরগুলি রামনবমীকে কেন্দ্র করে শাসক এবং বিরোধী মধ্যে একটা রাজনৈতিক তরজা চলতে দেখা গিয়েছে । অতীতে রামনবমীর মিছিলে অস্ত্র ব্যবহার আটকাতে পুলিশকে সক্রিয় ভূমিকা নিতেও দেখা গিয়েছে । এদিন মুখ্যমন্ত্রীর কথা থেকেই স্পষ্ট সংঘাতে না গিয়ে শান্তির আর্জি করে এই পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করলেন তিনি ।
রাজনৈতিক মহল বলছে যে, যাতে তাঁর প্রশাসনের কোনও ভুল পদক্ষেপের জন্য বিজেপি হাতে নতুন রাজনৈতিক অস্ত্র না পায়, সেটাই নিশ্চিত করার চেষ্টা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । এই অবস্থায় দেখার বিরোধী রাজনৈতিক দলগুলো মমতার এই অবস্থান নিয়ে কী প্রতিক্রিয়া দেয় !
আরও পড়ুন: ডিএ আন্দোলনকারীদের বেশিরভাগেরই চিরকুটে চাকরি, অভিযোগ মমতার