ETV Bharat / state

Mamata Banerjee: ঈশ্বরের কৃপা ও মেডিক্যাল টিমের চেষ্টায় সুস্থ হয়ে উঠছি, সকলকে ধন্যবাদ দিতে টুইট মুখ্যমন্ত্রীর

গত মঙ্গলবার খারাপ আবহাওয়ার মধ্যে পড়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হেলিকপ্টার ৷ জরুরি অবতরণের পর কপ্টার থেকে নামতে গিয়ে আঘাত পান তিনি ৷ আপাতত তাঁর চিকিৎসা চলছে বাড়িতেই ৷ বৃহস্পতিবার নিজের শারীরিক অবস্থার কথা জানিয়ে টুইট করেছেন তিনি ৷

Mamata Banerjee
Mamata Banerjee
author img

By

Published : Jun 29, 2023, 2:42 PM IST

Updated : Jun 29, 2023, 3:43 PM IST

কলকাতা, 29 জুন: হেলিকপ্টারের জরুরি অবতরণের জেরে আঘাত পাওয়া নিয়ে প্রথমবার প্রতিক্রিয়া দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় ৷ তাঁর কথায়, ‘‘সর্বশক্তিমানের দয়া ও মেডিক্যাল টিমের নিবেদিত প্রচেষ্টায়, আমি সুস্থ হয়ে উঠছি এবং বাড়িতে ফিজিওথেরাপি সেশন নিচ্ছি ।’’

আহত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়: গত রবিবার পঞ্চায়েত নির্বাচনের প্রচারের জন্য কলকাতা থেকে উত্তরবঙ্গ সফরে যান মুখ্যমন্ত্রী ৷ সোমবার কোচবিহারে তিনি জনসভা করেন ৷ মঙ্গলবার তাঁর জনসভা ছিল জলপাইগুড়ির ক্রান্তিতে ৷ সেই সভা সেরে হেলিকপ্টারে বাগডোগরা আসার কথা ছিল মুখ্যমন্ত্রীর ৷ কিন্তু তাঁর কপ্টার মাঝ আকাশে খারাপ আবহাওয়ার মধ্যে পড়ে ৷ ফলে বাগডোগরার বদলে শালুগাড়া বিমানঘাঁটিতে জরুরি অবতরণ করে তাঁর কপ্টার ৷ কপ্টার থেকে নামতে গিয়ে পায়ে ও কোমরে আঘাত পান মুখ্যমন্ত্রী ৷

  • I am deeply touched by everyone's well wishes for my health.

    I had a close call the day before yesterday when the helicopter made an emergency landing on Sevoke Airbase.

    With Almighty's benevolence and dedicated efforts of the medical team, I am recuperating and undergoing…

    — Mamata Banerjee (@MamataOfficial) June 29, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

সেখান থেকে সড়ক পথে তিনি বাগডোগরা আসেন ৷ তার পর বিমানে কলকাতা ৷ কলকাতায় এসে তিনি সোজা চলে যান এসএসকেএম হাসপাতালে ৷ সেখানে কয়েকঘণ্টা ধরে তাঁর শারীরিক পরীক্ষা হয় ৷ আঘাত লাগা অংশে এমআরআই করানো হয় ৷ চিকিৎসকরা তাঁকে বিশ্রামের পরামর্শ দেন ৷ সেই মতো মঙ্গলবার রাত থেকে তিনি বাড়িতেই রয়েছেন ৷ সেখানেই তাঁর চিকিৎসা চলছে ৷

আরও পড়ুন: ব্যথা না-কমায় চলবে মুখ্যমন্ত্রীর ফিজিওথেরাপি, জানানো হল মেডিক্যাল বুলেটিনে

মমতা বন্দ্যোপাধ্য়ায়ের আঘাত নিয়ে উদ্বেগ: মুখ্যমন্ত্রীর আঘাত পাওয়া নিয়ে উদ্বেগ ছড়িয়েছে বিভিন্ন মহলে ৷ স্বয়ং রাজ্যপাল সিভি আনন্দ বোস দুর্ঘটনার পরপরই মুখ্যমন্ত্রীর সঙ্গে ফোনে কথা বলেন ৷ তাঁর স্বাস্থ্যের খবর নেন ৷ তাঁর আরোগ্য কামনা করেন ৷ এছাড়া আরও অনেকেই মুখ্যমন্ত্রীর আরোগ্য কামনা করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন ৷ বৃহস্পতিবার টুইট করে সেই শুভাকাঙ্খিদের ধন্যবাদ দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷

Mamata Banerjee
টুইট মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের

মুখ্যমন্ত্রীর টুইট: এ দিন দুপুর 2টো 18 মিনিটে একটি টুইট করেন তিনি ৷ সেই টুইটে তিনি লিখেছেন, ‘‘আমার সুস্থতার জন্য সকলের শুভ কামনায় আমি গভীরভাবে মুগ্ধ । গতকালের আগের দিন (মঙ্গলবার) যখন হেলিকপ্টারটি সেভক এয়ারবেসে জরুরি অবতরণ করে, তখন আমি অল্পের জন্য রক্ষা পেয়েছি ৷ সর্বশক্তিমানের দয়া ও মেডিক্যাল টিমের নিবেদিত প্রচেষ্টায়, আমি সুস্থ হয়ে উঠছি এবং বাড়িতে ফিজিওথেরাপি সেশন নিচ্ছি ।’’ ওই টুইটে তিনি ঈদ-উল-আযহার শুভেচ্ছা জানিয়েছেন ৷ উলটো রথেরও শুভেচ্ছা জানিয়েছেন ৷

আরও পড়ুন: দ্রুত সুস্থ হয়ে উঠুক, মমতার আরোগ্য কামনায় জেলবন্দি পার্থ

কলকাতা, 29 জুন: হেলিকপ্টারের জরুরি অবতরণের জেরে আঘাত পাওয়া নিয়ে প্রথমবার প্রতিক্রিয়া দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় ৷ তাঁর কথায়, ‘‘সর্বশক্তিমানের দয়া ও মেডিক্যাল টিমের নিবেদিত প্রচেষ্টায়, আমি সুস্থ হয়ে উঠছি এবং বাড়িতে ফিজিওথেরাপি সেশন নিচ্ছি ।’’

আহত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়: গত রবিবার পঞ্চায়েত নির্বাচনের প্রচারের জন্য কলকাতা থেকে উত্তরবঙ্গ সফরে যান মুখ্যমন্ত্রী ৷ সোমবার কোচবিহারে তিনি জনসভা করেন ৷ মঙ্গলবার তাঁর জনসভা ছিল জলপাইগুড়ির ক্রান্তিতে ৷ সেই সভা সেরে হেলিকপ্টারে বাগডোগরা আসার কথা ছিল মুখ্যমন্ত্রীর ৷ কিন্তু তাঁর কপ্টার মাঝ আকাশে খারাপ আবহাওয়ার মধ্যে পড়ে ৷ ফলে বাগডোগরার বদলে শালুগাড়া বিমানঘাঁটিতে জরুরি অবতরণ করে তাঁর কপ্টার ৷ কপ্টার থেকে নামতে গিয়ে পায়ে ও কোমরে আঘাত পান মুখ্যমন্ত্রী ৷

  • I am deeply touched by everyone's well wishes for my health.

    I had a close call the day before yesterday when the helicopter made an emergency landing on Sevoke Airbase.

    With Almighty's benevolence and dedicated efforts of the medical team, I am recuperating and undergoing…

    — Mamata Banerjee (@MamataOfficial) June 29, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

সেখান থেকে সড়ক পথে তিনি বাগডোগরা আসেন ৷ তার পর বিমানে কলকাতা ৷ কলকাতায় এসে তিনি সোজা চলে যান এসএসকেএম হাসপাতালে ৷ সেখানে কয়েকঘণ্টা ধরে তাঁর শারীরিক পরীক্ষা হয় ৷ আঘাত লাগা অংশে এমআরআই করানো হয় ৷ চিকিৎসকরা তাঁকে বিশ্রামের পরামর্শ দেন ৷ সেই মতো মঙ্গলবার রাত থেকে তিনি বাড়িতেই রয়েছেন ৷ সেখানেই তাঁর চিকিৎসা চলছে ৷

আরও পড়ুন: ব্যথা না-কমায় চলবে মুখ্যমন্ত্রীর ফিজিওথেরাপি, জানানো হল মেডিক্যাল বুলেটিনে

মমতা বন্দ্যোপাধ্য়ায়ের আঘাত নিয়ে উদ্বেগ: মুখ্যমন্ত্রীর আঘাত পাওয়া নিয়ে উদ্বেগ ছড়িয়েছে বিভিন্ন মহলে ৷ স্বয়ং রাজ্যপাল সিভি আনন্দ বোস দুর্ঘটনার পরপরই মুখ্যমন্ত্রীর সঙ্গে ফোনে কথা বলেন ৷ তাঁর স্বাস্থ্যের খবর নেন ৷ তাঁর আরোগ্য কামনা করেন ৷ এছাড়া আরও অনেকেই মুখ্যমন্ত্রীর আরোগ্য কামনা করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন ৷ বৃহস্পতিবার টুইট করে সেই শুভাকাঙ্খিদের ধন্যবাদ দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷

Mamata Banerjee
টুইট মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের

মুখ্যমন্ত্রীর টুইট: এ দিন দুপুর 2টো 18 মিনিটে একটি টুইট করেন তিনি ৷ সেই টুইটে তিনি লিখেছেন, ‘‘আমার সুস্থতার জন্য সকলের শুভ কামনায় আমি গভীরভাবে মুগ্ধ । গতকালের আগের দিন (মঙ্গলবার) যখন হেলিকপ্টারটি সেভক এয়ারবেসে জরুরি অবতরণ করে, তখন আমি অল্পের জন্য রক্ষা পেয়েছি ৷ সর্বশক্তিমানের দয়া ও মেডিক্যাল টিমের নিবেদিত প্রচেষ্টায়, আমি সুস্থ হয়ে উঠছি এবং বাড়িতে ফিজিওথেরাপি সেশন নিচ্ছি ।’’ ওই টুইটে তিনি ঈদ-উল-আযহার শুভেচ্ছা জানিয়েছেন ৷ উলটো রথেরও শুভেচ্ছা জানিয়েছেন ৷

আরও পড়ুন: দ্রুত সুস্থ হয়ে উঠুক, মমতার আরোগ্য কামনায় জেলবন্দি পার্থ

Last Updated : Jun 29, 2023, 3:43 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.