ETV Bharat / state

Mamata Malda Visit: হেলিকপ্টার নয়, সরাইঘাট এক্সপ্রেসে মালদা সফরে মমতা; সঙ্গী আধিকারিকরাও - Abhishek Banerjee

আজ ট্রেনে মালদায় যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ প্রতিবার জেলা সফরে তিনি সাধারণত হেলিকপ্টারেই যান ৷ এবার ট্রেন কেন ? কেউ মনে করছে রাজ্যের আর্থিক সংকটে এই সিদ্ধান্ত ৷ আরেকদলের মতে, এটা তাঁর জনসংযোগের অভিনব পন্থা ৷

Mamata Banerjee
মমতা বন্দ্য়োপাধ্যায়
author img

By

Published : May 3, 2023, 12:46 PM IST

কলকাতা, 3 মে: মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বেশির ভাগ ক্ষেত্রে হেলিকপ্টারে কলকাতা থেকে জেলায় জেলায় গিয়েছেন ৷ এতে যেমন সময় বেঁচেছে, তেমনই একাধিক বৈঠকে যোগ দেওয়ার ক্ষেত্রেও সুবিধে হয়েছে ৷ সম্প্রতি মুখ্যমন্ত্রীকে বারবার বলতে শোনা গিয়েছে, রাজকোষের অবস্থা ভালো নয় ৷ কেন্দ্রীয় সরকার অর্থনৈতিক প্রতিকূলতার মুখে ফেলেছে রাজ্যকে ৷ তাঁকে কষ্ট করে বিভিন্ন প্রকল্প চালিয়ে নিয়ে যেতে হচ্ছে ৷ হয়ত সে কারণেই বুধবার তাঁর ট্রেনে চেপে মালদায় যাচ্ছেন মুখ্যমন্ত্রী ৷

নবান্ন সূত্রে জানা গিয়েছে, দুপুরে তিনি হাওড়া স্টেশন থেকে সরাইঘাট এক্সপ্রেসে মালদার উদ্দেশ্যে রওনা দেবেন ৷ রাতের দিকে পৌঁছে যাবেন। আগামিকাল তাঁর প্রশাসনিক বৈঠক ৷ একইসঙ্গে পরিষেবা প্রদানের একটি অনুষ্ঠানেও যোগ দেওয়ার কথা মমতার ৷ রয়েছে একাধিক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস ৷ এদিকে এই সময় মালদায় জনসংযোগ যাত্রা করছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ তাই এই সময়ে মমতার মালদা সফর ঘিরে রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে ৷

রাজনৈতিক মহলের একাংশ মনে করছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ট্রেন যাত্রার পিছনে তাঁর জনসংযোগ কর্মসূচিও থাকতে পারে ৷ আর আরেক অংশ মনে করছে, এক্ষেত্রে খরচ কমানোর জন্যই হয়ত এই ধরনের সিদ্ধান্ত নিয়েছেন বাংলার প্রশাসনিক প্রধান ৷ তবে ঠিক কী কারণে মমতা বন্দ্যোপাধ্যায়ের ট্রেন যাত্রার সিদ্ধান্ত, তা এখনও স্পষ্ট নয় ৷

নবান্ন সূত্রে খবর, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-সহ প্রশাসনিক আধিকারিকদের যাওয়ার জন্য সরাইঘাট এক্সপ্রেসের একটি বিশেষ বগির ব্যবস্থা করা হয়েছে ৷ বুধবার মালদার জন্য রওনা দিয়ে 5 তারিখ শুক্রবার কলকাতায় ফিরে আসার কথা মুখ্যমন্ত্রীর ৷ সেদিনও কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে কলকাতা ফিরবেন মুখ্যমন্ত্রী ৷

প্রসঙ্গত, এবার মালদা শহরে মমতা বন্দ্যোপাধ্যায়ের একাধিক গুরুত্বপূর্ণ কর্মসূচি রয়েছে ৷ একই সময়ে আবার জনসংযোগ যাত্রা নিয়ে মালদা পৌঁছবেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ তৃণমূল সুপ্রিমোর পাশাপাশি তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের একই সময়ে মালদা আসা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈত্ক মহল ৷ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে মালদা শহরে জনসংযোগ কর্মসূচিতে যোগ দিতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷

আরও পড়ুন: 24-এর লোকসভা নির্বাচন 'পরিবর্তনের ভোট', বিরোধীদের জোটবার্তা মমতার

কলকাতা, 3 মে: মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বেশির ভাগ ক্ষেত্রে হেলিকপ্টারে কলকাতা থেকে জেলায় জেলায় গিয়েছেন ৷ এতে যেমন সময় বেঁচেছে, তেমনই একাধিক বৈঠকে যোগ দেওয়ার ক্ষেত্রেও সুবিধে হয়েছে ৷ সম্প্রতি মুখ্যমন্ত্রীকে বারবার বলতে শোনা গিয়েছে, রাজকোষের অবস্থা ভালো নয় ৷ কেন্দ্রীয় সরকার অর্থনৈতিক প্রতিকূলতার মুখে ফেলেছে রাজ্যকে ৷ তাঁকে কষ্ট করে বিভিন্ন প্রকল্প চালিয়ে নিয়ে যেতে হচ্ছে ৷ হয়ত সে কারণেই বুধবার তাঁর ট্রেনে চেপে মালদায় যাচ্ছেন মুখ্যমন্ত্রী ৷

নবান্ন সূত্রে জানা গিয়েছে, দুপুরে তিনি হাওড়া স্টেশন থেকে সরাইঘাট এক্সপ্রেসে মালদার উদ্দেশ্যে রওনা দেবেন ৷ রাতের দিকে পৌঁছে যাবেন। আগামিকাল তাঁর প্রশাসনিক বৈঠক ৷ একইসঙ্গে পরিষেবা প্রদানের একটি অনুষ্ঠানেও যোগ দেওয়ার কথা মমতার ৷ রয়েছে একাধিক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস ৷ এদিকে এই সময় মালদায় জনসংযোগ যাত্রা করছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ তাই এই সময়ে মমতার মালদা সফর ঘিরে রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে ৷

রাজনৈতিক মহলের একাংশ মনে করছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ট্রেন যাত্রার পিছনে তাঁর জনসংযোগ কর্মসূচিও থাকতে পারে ৷ আর আরেক অংশ মনে করছে, এক্ষেত্রে খরচ কমানোর জন্যই হয়ত এই ধরনের সিদ্ধান্ত নিয়েছেন বাংলার প্রশাসনিক প্রধান ৷ তবে ঠিক কী কারণে মমতা বন্দ্যোপাধ্যায়ের ট্রেন যাত্রার সিদ্ধান্ত, তা এখনও স্পষ্ট নয় ৷

নবান্ন সূত্রে খবর, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-সহ প্রশাসনিক আধিকারিকদের যাওয়ার জন্য সরাইঘাট এক্সপ্রেসের একটি বিশেষ বগির ব্যবস্থা করা হয়েছে ৷ বুধবার মালদার জন্য রওনা দিয়ে 5 তারিখ শুক্রবার কলকাতায় ফিরে আসার কথা মুখ্যমন্ত্রীর ৷ সেদিনও কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে কলকাতা ফিরবেন মুখ্যমন্ত্রী ৷

প্রসঙ্গত, এবার মালদা শহরে মমতা বন্দ্যোপাধ্যায়ের একাধিক গুরুত্বপূর্ণ কর্মসূচি রয়েছে ৷ একই সময়ে আবার জনসংযোগ যাত্রা নিয়ে মালদা পৌঁছবেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ তৃণমূল সুপ্রিমোর পাশাপাশি তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের একই সময়ে মালদা আসা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈত্ক মহল ৷ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে মালদা শহরে জনসংযোগ কর্মসূচিতে যোগ দিতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷

আরও পড়ুন: 24-এর লোকসভা নির্বাচন 'পরিবর্তনের ভোট', বিরোধীদের জোটবার্তা মমতার

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.