কলকাতা, 14 জুলাই: কংগ্রেস নেতৃত্বাধীন বিরোধী জোটের বৈঠকে অংশ নিলেও নৈশভোজে থাকছেন না পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ আগামী 17 এবং 18 জুলাই বেঙ্গালুরুতে দ্বিতীয়বার বৈঠকে বসছে বিরোধীরা ৷ কংগ্রেস নেত্রী সনিয়া গান্ধির নেতৃত্বে 18 জুলাই বৈঠকে অংশ নিলেও, আগেরদিন অর্থাৎ 17 জুলাই নৈশভোজে থাকছেন না মমতা বন্দ্যোপাধ্য়ায় ৷ অবিজেপি 17 দলের শীর্ষ নেতৃত্ব প্রত্যেকেই সেই নৈশভোজে হাজির থাকলেও থাকবেন না একমাত্র মমতা ৷
গত 23 জুন পটনায় প্রথম বিরোধীদের বৈঠক বসেছিল নীতীশ কুমারের নেতৃত্বে ৷ এরপর প্রথমে সিমলা এবং পরে ঠিক হয় বেঙ্গালুরুতে 17 এবং 18 তারিখ দু'দিনের বৈঠকে বসবে অবিজেপি দলগুলি ৷ এও ঠিক হয় যে, 17 তারিখ একপ্রস্থ বৈঠকের পর নৈশভোজে মিলিত হবেন বিরোধী দলের শীর্ষ নেতা-নেত্রীরা ৷ থাকবেন কংগ্রেস নেত্রী তথা ইউপিএ চেয়ারপার্সন সনিয়া গান্ধিও ৷ সেই বিরোধী নৈশভোজেই যোগ দেবেন না মমতা বন্দ্যোপাধ্য়ায় ৷ শনিবার তৃণমূলের তরফে অবশ্য নৈশভোজে না-থাকার পিছনে যুক্তি দেওয়া হয়েছে, মুখ্যমন্ত্রীর অস্ত্রোপচার পরবর্তী বেশ কিছু নিয়ম অনুসরণ করতে হচ্ছে ৷ তবে 18 জুলাই দিনব্যাপী বৈঠকে অংশ নেবেন তিনি ৷
গত 27 জুন উত্তরবঙ্গের সেবক এয়ারবেসে হেলিকপ্টারের জরুরি অবতরণের সময় বাঁ-হাঁটুর লিগামেন্টে আঘাত পেয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্য়ায়। এরপর এসএসকেএম হাসপাতালে মুখ্যমন্ত্রীর বাম হাঁটুতে মাইক্রোসার্জারিও করা হয়। হাঁটুর আঘাতের জেরে পঞ্চায়েত ভোটের প্রচারেও যেতে পারেননি মমতা ৷ তৃণমূল সূত্রে খবর, যদিও মুখ্যমন্ত্রীকে চিকিৎসকরা বিমানে ওঠার এবং বিরোধী বৈঠকে যোগ দেওয়ার অনুমতি দিয়েছেন ৷ একই সঙ্গে, তাঁকে যতটা সম্ভব বিশ্রামেরও পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি একগুচ্ছ বিধিনিষেধও আরোপ করেছেন চিকিৎসকরা ৷ আর সে কারণেই মুখ্যমন্ত্রী রাতের খাবার এড়িয়ে যাবেন বলে জানা গিয়েছে ৷ তবে 18 জুলাই সারাদিনের বৈঠকে অবশ্য যোগ দেবেন মমতা ৷
আরও পড়ুন: অভিষেকের সাংসদ পদ খারিজের দাবিতে লোকসভা অধ্যক্ষকে চিঠি দিলেন সৌমিত্র
অন্যদিকে, জানা গিয়েছে, আগামী 17 জুলাই বেঙ্গালুরুতে কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া বিরোধী দলগুলির জন্য একটি নৈশভোজের পরিকল্পনা করেছেন। কংগ্রেস নেত্রী সনিয়া গান্ধি, রাহুল গান্ধি এবং সর্বভারতীয় কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে-সহ একাধিক নেতা-নেত্রী বেঙ্গালুরুতে বিরোধী দলের দ্বিতীয় বৈঠকে অংশ নেবেন বলে জানা গিয়েছে। আম আদমি পার্টি-সহ 24টি বিরোধী দলকে বৈঠকের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং রাজ্যসভার সাংসদ ডেরেক ও'ব্রায়েন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর সঙ্গেই বিরোধী জোটের বৈঠকে যাবেন ৷ তৃণমূল সূত্রে খবর, মুখ্যমন্ত্রীর প্রতিনিধি হিসাবে অভিষেক বন্দ্যোপাধ্যায় ওই নৈশভোজে অংশ নিতে পারেন ৷ সেই সঙ্গে জানা গিয়েছে, চিকিৎসকের পরামর্শ অনুসারে মমতা বন্দ্যোপাধ্যায় ওই বৈঠকের পরই দ্রুত কলকাতায় ফিরে আসবেন।