কলকাতা, 21 ডিসেম্বর : নাগরিকত্ব সংশোধনী বিল আইনের পরিণত হওয়ার পরই পথে নেমেছেন মমতা বন্দ্যোপাধ্যায় । পর পর তিনদিন মিছিলে হেঁটেছেন । সভা করেছেন । সেখান থেকে কেন্দ্রীয় সরকারকে কড়া ভাষায় আক্রমণের পাশাপাশি গণভোটের দাবিও তুলেছেন । এবার উত্তপ্ত উত্তরপ্রদেশে প্রতিনিধিদল পাঠাচ্ছেন তিনি ।
কয়েকদিন ধরেই নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদে উত্তপ্ত উত্তরপ্রদেশের একাধিক এলাকা । বিক্ষোভ দেখাতে গিয়ে এখনও পর্যন্ত 11 জনের মৃত্যু হয়েছে । পুলিশের গুলিতে তাঁদের মৃত্যু হয়েছে বলে অভিযোগ । জখম হয়েছেন অনেকে । এই ঘটনার তীব্র নিন্দা করেছেন তৃণমূল নেত্রী ।
এবার উত্তরপ্রদেশে নিহত ও জখমদের পরিবারের পাশে দাঁড়াতে প্রতিনিধিদল পাঠাচ্ছেন তিনি । আগামীকাল সেখানে যাবেন দীনেশ ত্রিবেদী, প্রতিমা মণ্ডল, আবির বিশ্বাস ও নাদিমুল হক । তাঁরা নিহত ও জখমদের পরিবারের সঙ্গে কথা বলবেন ।