ETV Bharat / state

উত্তপ্ত উত্তরপ্রদেশে প্রতিনিধিদল পাঠাচ্ছেন মমতা

উত্তরপ্রদেশে প্রতিনিধিদল পাঠাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় । আগামীকাল সেখানে যাবেন দীনেশ ত্রিবেদী, প্রতিমা মণ্ডল, আবির বিশ্বাস ও নাদিমুল হক । নিহত ও জখমদের পরিবারের সঙ্গে কথা বলবেন তাঁরা ।

mamata banerjee
ছবি
author img

By

Published : Dec 21, 2019, 1:52 PM IST

কলকাতা, 21 ডিসেম্বর : নাগরিকত্ব সংশোধনী বিল আইনের পরিণত হওয়ার পরই পথে নেমেছেন মমতা বন্দ্যোপাধ্যায় । পর পর তিনদিন মিছিলে হেঁটেছেন । সভা করেছেন । সেখান থেকে কেন্দ্রীয় সরকারকে কড়া ভাষায় আক্রমণের পাশাপাশি গণভোটের দাবিও তুলেছেন । এবার উত্তপ্ত উত্তরপ্রদেশে প্রতিনিধিদল পাঠাচ্ছেন তিনি ।

কয়েকদিন ধরেই নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদে উত্তপ্ত উত্তরপ্রদেশের একাধিক এলাকা । বিক্ষোভ দেখাতে গিয়ে এখনও পর্যন্ত 11 জনের মৃত্যু হয়েছে । পুলিশের গুলিতে তাঁদের মৃত্যু হয়েছে বলে অভিযোগ । জখম হয়েছেন অনেকে । এই ঘটনার তীব্র নিন্দা করেছেন তৃণমূল নেত্রী ।

এবার উত্তরপ্রদেশে নিহত ও জখমদের পরিবারের পাশে দাঁড়াতে প্রতিনিধিদল পাঠাচ্ছেন তিনি । আগামীকাল সেখানে যাবেন দীনেশ ত্রিবেদী, প্রতিমা মণ্ডল, আবির বিশ্বাস ও নাদিমুল হক । তাঁরা নিহত ও জখমদের পরিবারের সঙ্গে কথা বলবেন ।

কলকাতা, 21 ডিসেম্বর : নাগরিকত্ব সংশোধনী বিল আইনের পরিণত হওয়ার পরই পথে নেমেছেন মমতা বন্দ্যোপাধ্যায় । পর পর তিনদিন মিছিলে হেঁটেছেন । সভা করেছেন । সেখান থেকে কেন্দ্রীয় সরকারকে কড়া ভাষায় আক্রমণের পাশাপাশি গণভোটের দাবিও তুলেছেন । এবার উত্তপ্ত উত্তরপ্রদেশে প্রতিনিধিদল পাঠাচ্ছেন তিনি ।

কয়েকদিন ধরেই নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদে উত্তপ্ত উত্তরপ্রদেশের একাধিক এলাকা । বিক্ষোভ দেখাতে গিয়ে এখনও পর্যন্ত 11 জনের মৃত্যু হয়েছে । পুলিশের গুলিতে তাঁদের মৃত্যু হয়েছে বলে অভিযোগ । জখম হয়েছেন অনেকে । এই ঘটনার তীব্র নিন্দা করেছেন তৃণমূল নেত্রী ।

এবার উত্তরপ্রদেশে নিহত ও জখমদের পরিবারের পাশে দাঁড়াতে প্রতিনিধিদল পাঠাচ্ছেন তিনি । আগামীকাল সেখানে যাবেন দীনেশ ত্রিবেদী, প্রতিমা মণ্ডল, আবির বিশ্বাস ও নাদিমুল হক । তাঁরা নিহত ও জখমদের পরিবারের সঙ্গে কথা বলবেন ।

Intro:কলকাতা, ২১ ডিসেম্বর: CAA এর প্রতিবাদে আহত ও নিহতদের পরিবারের পাশে দাঁড়াতে উত্তরপ্রদেশে প্রতিনিধি দল পাঠাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় । আগামীকাল তৃণমূল সুপ্রিমোর নির্দেশে উত্তরপ্রদেশ যাচ্ছেন প্রাক্তন সাংসদ দীনেশ ত্রিবেদী, সাংসদ প্রতিমা মন্ডল, আবির বিশ্বাস ও নাদিমূল হক। তৃণমূলের তরফ থেকে একটি বিবৃতি দিয়ে জানানো হয়েছে উত্তরপ্রদেশের পুলিশের গুলিতে যাঁদের মৃত্যু হয়েছে বা যারা আহত হয়েছেন তাঁদের পরিবারের সঙ্গে দেখা করতে যাবেন প্রতিনিধিরা। মানবিক মিশন নিয়ে উত্তরপ্রদেশ যাচ্ছেন তাঁরা।


Body:গত কয়েকদিন যাবত নাগরিকত্ব আইনের প্রতিবাদে রণক্ষেত্র হয়ে উঠেছে উত্তরপ্রদেশ । মৃত্যু হয়েছে ১১ জনের। আজও বেশ উত্তপ্ত গোটা এলাকা । একই ইশুতে বাংলাতেও আন্দোলন চালিয়ে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় । অসম, উত্তরপ্রদেশ, দিল্লি সহ অন্যান্য রাজ্যগুলোর আন্দোলনকে সমর্থন জানিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী । উত্তরপ্রদেশে আন্দোলনকারীদের ওপরে পুলিশি নির্যাতনের ঘটনার তীব্র নিন্দা করেছেন তিনি। এবারে আন্দোলনকারীদের পাশে দাঁড়াতে প্রতিনিধি পাঠিয়ে বার্তা দিতে চলেছেন মমতা । আগামীকাল ৪ জন তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি উত্তরপ্রদেশে গিয়ে আহত এবং নিহতদের পরিবারের সঙ্গে দেখা করে পাশে থাকার বার্তা দেবেন।


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.