ETV Bharat / state

রাষ্ট্রায়ত্ত সংস্থার বিলগ্নীকরণের প্রতিবাদে 18 অক্টোবর কলকাতায় মিছিল মমতার

রাষ্ট্রায়ত্ত সংস্থার বিলগ্নীকরণ নিয়ে ফের সরব হলেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ 18 অক্টোবর কলকাতায় মিছিল করবেন তিনি ৷

মমতা বন্দ্যোপাধ্যায়
author img

By

Published : Sep 23, 2019, 5:27 PM IST

Updated : Sep 23, 2019, 6:13 PM IST

কলকাতা, 23 সেপ্টেম্বর : রাষ্ট্রায়ত্ত সংস্থার বিলগ্নীকরণের প্রতিবাদে 18 অক্টোবর কলকাতায় মিছিল করবেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তারপর দিল্লিতেও 48 ঘণ্টার ধরনায় বসতে চলেছেন তৃণমূল সাংসদরা ৷ আজ নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে দলের রাষ্ট্রায়ত্ত সংস্থার শ্রমিক সমাবেশে একথা জানান মমতা বন্দ্যোপাধ্যায় ৷

BSNL,অর্ডিন্যান্স ফ্যাক্টরি, চিত্তরঞ্জন লোকোমোটিভ সহ 45টি রাষ্ট্রায়ত্ত সংস্থার বিলগ্নীকরণের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার ৷ বাজেট বক্তৃতায় কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বলেছিলেন, এর ফলে আর্থিকভাবে লাভবান হবে সরকার ৷ প্রথম থেকেই সরকারের এই সিদ্ধান্তে আপত্তি জানিয়েছে তৃণমূল কংগ্রেস ৷ সংসদে চত্বরে গান্ধিমূর্তির পাদদেশে ধরনায় বসেছিলেন দলীয় সাংসদরা ৷ রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলির বেসরকারিকরণে আপত্তি জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে একাধিকবার চিঠিও লিখেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তাতেও অবশ্য কাজ হয়নি ৷ বিলগ্নীকরণের সিদ্ধান্তেই অটল থাকে কেন্দ্রীয় সরকার ৷

Mamata Banerjee
সুদীপ বন্দ্যোপাধ্যায়কে নির্দেশ মমতা বন্দ্যোপাধ্যায়ের

এরপর আজ তৃণমূল নেত্রী জানান, 18 অক্টোবর কলকাতায় মিছিল হবে ৷ শিয়ালদা থেকে ধর্মতলা হয়ে ফেয়ারলি প্লেস পর্যন্ত যাবে এই মিছিল ৷ দিল্লিতেও কেন্দ্রীয় সরকার বিরোধী আন্দোলন আরও জোরদার করার নির্দেশ দেন তিনি ৷ আলোচনার জন্য সুদীপ বন্দ্যোপাধ্যায়কে প্রধানমন্ত্রী, অর্থমন্ত্রী ও বাণিজ্যমন্ত্রীর থেকে সময় নেওয়ারও নির্দেশ দেন ৷ মমতা বলেন, "13 থেকে 17 অক্টোবরের মধ্যে সময় নিন ৷ দরকারে 18 তারিখের পর দিল্লিতে (আলোচনা) করুন ৷ তখন দিল্লিতে ধরনা হবে ৷ দেখে নেবেন, কোথায় অনুমতি দেয় ৷ " পাশাপাশি, একটি কমিটিও গঠন করে দেন তিনি ৷

ভিডিয়োয় শুনুন বক্তব্য

কলকাতা, 23 সেপ্টেম্বর : রাষ্ট্রায়ত্ত সংস্থার বিলগ্নীকরণের প্রতিবাদে 18 অক্টোবর কলকাতায় মিছিল করবেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তারপর দিল্লিতেও 48 ঘণ্টার ধরনায় বসতে চলেছেন তৃণমূল সাংসদরা ৷ আজ নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে দলের রাষ্ট্রায়ত্ত সংস্থার শ্রমিক সমাবেশে একথা জানান মমতা বন্দ্যোপাধ্যায় ৷

BSNL,অর্ডিন্যান্স ফ্যাক্টরি, চিত্তরঞ্জন লোকোমোটিভ সহ 45টি রাষ্ট্রায়ত্ত সংস্থার বিলগ্নীকরণের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার ৷ বাজেট বক্তৃতায় কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বলেছিলেন, এর ফলে আর্থিকভাবে লাভবান হবে সরকার ৷ প্রথম থেকেই সরকারের এই সিদ্ধান্তে আপত্তি জানিয়েছে তৃণমূল কংগ্রেস ৷ সংসদে চত্বরে গান্ধিমূর্তির পাদদেশে ধরনায় বসেছিলেন দলীয় সাংসদরা ৷ রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলির বেসরকারিকরণে আপত্তি জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে একাধিকবার চিঠিও লিখেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তাতেও অবশ্য কাজ হয়নি ৷ বিলগ্নীকরণের সিদ্ধান্তেই অটল থাকে কেন্দ্রীয় সরকার ৷

Mamata Banerjee
সুদীপ বন্দ্যোপাধ্যায়কে নির্দেশ মমতা বন্দ্যোপাধ্যায়ের

এরপর আজ তৃণমূল নেত্রী জানান, 18 অক্টোবর কলকাতায় মিছিল হবে ৷ শিয়ালদা থেকে ধর্মতলা হয়ে ফেয়ারলি প্লেস পর্যন্ত যাবে এই মিছিল ৷ দিল্লিতেও কেন্দ্রীয় সরকার বিরোধী আন্দোলন আরও জোরদার করার নির্দেশ দেন তিনি ৷ আলোচনার জন্য সুদীপ বন্দ্যোপাধ্যায়কে প্রধানমন্ত্রী, অর্থমন্ত্রী ও বাণিজ্যমন্ত্রীর থেকে সময় নেওয়ারও নির্দেশ দেন ৷ মমতা বলেন, "13 থেকে 17 অক্টোবরের মধ্যে সময় নিন ৷ দরকারে 18 তারিখের পর দিল্লিতে (আলোচনা) করুন ৷ তখন দিল্লিতে ধরনা হবে ৷ দেখে নেবেন, কোথায় অনুমতি দেয় ৷ " পাশাপাশি, একটি কমিটিও গঠন করে দেন তিনি ৷

ভিডিয়োয় শুনুন বক্তব্য
Intro:কলকাতা, ২৩ সেপ্টেম্বর: রাষ্ট্রায়ত্ত্ব সংস্থা বিলগ্নিকরণের প্রতিবাদে ১৮ অক্টোবর পথে নামবেন মমতা বন্দ্যোপাধ্যায়। শিয়ালদহ থেকে ধর্মতলা হয়ে ফেয়ারলিপ্লেস পর্যন্ত হাঁটবেন তিনি। আজ নেতাজি ইন্ডোর সেটডিয়ামে রাষ্ট্রায়ত্ত্ব সংস্থার শ্রমিক সমাবেশে প্রতিবাদ মিছিলের কর্মসূচি ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায় । পাশাপাশি বিলগ্নিকরণ রুখতে বাংলা থেকে গোটা দেশে আন্দোলন ছড়িয়ে দেওয়ার নির্দেশ দিলেন তৃণমূল সুপ্রিমো। প্রতিবাদের মাত্রাকে উচ্চতায় নিয়ে যেতে আজকের মঞ্চ থেকে একটি কমিটিও গঠন করে দেন তিনি ।


Body:ইন্ট্রোতে প্রাথমিক কপি


Conclusion:
Last Updated : Sep 23, 2019, 6:13 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.