কলকাতা, 7 নভেম্বর : NRC ইশুই 21-এর নির্বাচনে BJP-র বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায়ের তুরুপের তাস ।
আজ তৃণমূলের কার্যনির্বাহী কমিটির বৈঠকে এমনই ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী । সূত্রের খবর, বৈঠকে প্রশান্ত কিশোর এই পরামর্শ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে । প্রশান্তের তৈরি করা NRC বিরোধী ব্লু-প্রিন্টকে হাতিয়ার করে মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠকে দলীয় নেতৃত্বকে আরও বেশি সক্রিয় হতে নির্দেশ দিলেন ।
21-এর ভোটের আগে দলকে ঝাঁকুনি দিতে আজ এই বৈঠকের ডাক দিয়েছিলেন মমতা । তপসিয়া তৃণমূল ভবনে দু'দফা বৈঠকের দ্বিতীয়টায় বিধায়ক, সাংসদদের পাশাপাশি উপস্থিত ছিলেন গুরুত্বপূর্ণ নেতা-নেত্রীরা ও ভোট কুশলী প্রশান্ত কিশোর । প্রথম থেকেই তাঁর উপস্থিতি স্পষ্ট বুঝিয়ে দেয় 21-এর ভোটকে সামনে রেখেই আজকের এই রুদ্ধদ্বার বৈঠক । ঘাড়ে নিঃশ্বাস ফেলছে BJP । তাদের মোকাবিলা করতে NRC ইশু ও দিদিকে বলো কর্মসূচিতে জোর দিতে বলেছে PK-10 ।
উত্তরবঙ্গে NRC ইশু নিয়ে ইতিমধ্যেই জোর প্রচার চালাতে শুরু করেছে BJP । 21-এর ভোটে NRC ইশু তাদেরও হাতিয়ার । সূত্রের খবর, তৃণমূল এবার বুথ পর্যায়ে নাগরিক পঞ্জি বিষয়টি নিয়ে যেতে বদ্ধপরিকর । দিদিকে বলো কর্মসূচিতেও অতিরিক্ত জোর দেওয়া হবে ।
বৈঠক শেষে NRC নিয়ে মমতা বলেন, "মানুষ আর ক'টা কার্ড করবে ? আধার কার্ড, NRC কার্ড । NRC কখনই মানব না । NRC নিয়ে আমরা ব্যাপক প্রচার চালাব । যারা এখানের নাগরিক তারা এখানেই থাকবেন । যারা ওপার বাংলা থেকে এসেছে তাদের কতবার প্রমাণ করতে হবে । তারা ইতিমধ্যেই নাগরিক এই দেশের, এই রাজ্যেরই নাগরিক । আমাদের আজকের কার্যনির্বাহী কমিটির বৈঠকে এই বিষয়ে রাজ্যে রাজ্যে আন্দোলনে নামতে বলা হয়েছে সব জেলার নেতৃত্বকে । "
আজ অযোধ্যা মামলার রায়ও বৈঠকে আলোচ্য বিষয় ছিল । এই প্রসঙ্গে মমতা বলেন, "অযোধ্যার রায় বেরলে সকলকে শান্ত থাকতে হবে ।" দলীয় নেতৃত্বকে কোনও মন্তব্য না করারও পরামর্শ দেন তিনি ।
এদিকে, গত কয়েক মাস ধরেই রাজ্য - রাজ্যপাল সংঘাত সামনে এসেছে একাধিকবার । বিভিন্ন ইশুতে মতপার্থক্য নিয়ে সরব হয়েছেন জগদীপ ধনকড় । পালটা তাঁকে ইঙ্গিত করে বিভিন্ন মন্তব্য করেছেন তৃণমূলের নেতা-মন্ত্রীরা । পার্থ চট্টোপাধ্যায়ের মতো নেতাও রাজ্যপালকে BJP নেতা বলতে পিছপা হননি । সম্প্রতি তাঁর বাড়ির কালীপুজোয় সস্ত্রীক রাজ্যপালকে দেখে অনেকেই মনে করেছিলেন হয়তো এবার পরিস্থিতি কিছুটা ঠান্ডা হচ্ছে । কিন্তু আজ মমতাকে রাজ্যপাল প্রসঙ্গে প্রশ্ন করতেই সরাসরি তাঁকে BJP- র লোক বলে মন্তব্য করলেন মমতা । সাংবাদিকদের প্রশ্ন এড়িয়ে গিয়ে তিনি বলেন, "BJP-র পার্টি ম্যান নিয়ে আমাকে কোনও প্রশ্ন করবেন না । আমি কোনও উত্তর দেব না । উনি BJP-র লোক ।"
এ বিষয়ে BJP রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ঘনিষ্ট মহলে জানান, এতদিন তাঁদের তরফ থেকে বলা হচ্ছিল, রাজ্যপাল ভুল ধরাচ্ছেন তাই মমতা বন্দ্যোপাধ্যায় রেগে যাচ্ছেন । রাজ্যপালকে BJP নেতা বলে এবার বিষয়টি তিনি নিজেই প্রমাণ করলেন ।