ETV Bharat / state

নাগরিক পঞ্জিকে সামনে রেখেই 21-এর ভোট বৈতরণি পার করতে চান মমতা

21-এর ভোটের আগে দলকে ঝাঁকুনি দিতে আজ এই বৈঠকের ডাক দিয়েছিলেন মমতা । তপসিয়া তৃণমূল ভবনে দু'দফা বৈঠকের দ্বিতীয়টায় বিধায়ক, সাংসদদের পাশাপাশি উপস্থিত ছিলেন গুরুত্বপূর্ণ নেতা-নেত্রীরা ও ভোট কুশলী প্রশান্ত কিশোর ।

মমতা বন্দ্যোপাধ্যায়
author img

By

Published : Nov 7, 2019, 8:38 PM IST

Updated : Nov 7, 2019, 11:23 PM IST

কলকাতা, 7 নভেম্বর : NRC ইশুই 21-এর নির্বাচনে BJP-র বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায়ের তুরুপের তাস ।

আজ তৃণমূলের কার্যনির্বাহী কমিটির বৈঠকে এমনই ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী । সূত্রের খবর, বৈঠকে প্রশান্ত কিশোর এই পরামর্শ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে । প্রশান্তের তৈরি করা NRC বিরোধী ব্লু-প্রিন্টকে হাতিয়ার করে মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠকে দলীয় নেতৃত্বকে আরও বেশি সক্রিয় হতে নির্দেশ দিলেন ।

21-এর ভোটের আগে দলকে ঝাঁকুনি দিতে আজ এই বৈঠকের ডাক দিয়েছিলেন মমতা । তপসিয়া তৃণমূল ভবনে দু'দফা বৈঠকের দ্বিতীয়টায় বিধায়ক, সাংসদদের পাশাপাশি উপস্থিত ছিলেন গুরুত্বপূর্ণ নেতা-নেত্রীরা ও ভোট কুশলী প্রশান্ত কিশোর । প্রথম থেকেই তাঁর উপস্থিতি স্পষ্ট বুঝিয়ে দেয় 21-এর ভোটকে সামনে রেখেই আজকের এই রুদ্ধদ্বার বৈঠক । ঘাড়ে নিঃশ্বাস ফেলছে BJP । তাদের মোকাবিলা করতে NRC ইশু ও দিদিকে বলো কর্মসূচিতে জোর দিতে বলেছে PK-10 ।

উত্তরবঙ্গে NRC ইশু নিয়ে ইতিমধ্যেই জোর প্রচার চালাতে শুরু করেছে BJP । 21-এর ভোটে NRC ইশু তাদেরও হাতিয়ার । সূত্রের খবর, তৃণমূল এবার বুথ পর্যায়ে নাগরিক পঞ্জি বিষয়টি নিয়ে যেতে বদ্ধপরিকর । দিদিকে বলো কর্মসূচিতেও অতিরিক্ত জোর দেওয়া হবে ।

বৈঠক শেষে NRC নিয়ে মমতা বলেন, "মানুষ আর ক'টা কার্ড করবে ? আধার কার্ড, NRC কার্ড । NRC কখনই মানব না । NRC নিয়ে আমরা ব্যাপক প্রচার চালাব । যারা এখানের নাগরিক তারা এখানেই থাকবেন । যারা ওপার বাংলা থেকে এসেছে তাদের কতবার প্রমাণ করতে হবে । তারা ইতিমধ্যেই নাগরিক এই দেশের, এই রাজ্যেরই নাগরিক । আমাদের আজকের কার্যনির্বাহী কমিটির বৈঠকে এই বিষয়ে রাজ্যে রাজ্যে আন্দোলনে নামতে বলা হয়েছে সব জেলার নেতৃত্বকে । "

আজ অযোধ্যা মামলার রায়ও বৈঠকে আলোচ্য বিষয় ছিল । এই প্রসঙ্গে মমতা বলেন, "অযোধ্যার রায় বেরলে সকলকে শান্ত থাকতে হবে ।" দলীয় নেতৃত্বকে কোনও মন্তব্য না করারও পরামর্শ দেন তিনি ।

এদিকে, গত কয়েক মাস ধরেই রাজ্য - রাজ্যপাল সংঘাত সামনে এসেছে একাধিকবার । বিভিন্ন ইশুতে মতপার্থক্য নিয়ে সরব হয়েছেন জগদীপ ধনকড় । পালটা তাঁকে ইঙ্গিত করে বিভিন্ন মন্তব্য করেছেন তৃণমূলের নেতা-মন্ত্রীরা । পার্থ চট্টোপাধ্যায়ের মতো নেতাও রাজ্যপালকে BJP নেতা বলতে পিছপা হননি । সম্প্রতি তাঁর বাড়ির কালীপুজোয় সস্ত্রীক রাজ্যপালকে দেখে অনেকেই মনে করেছিলেন হয়তো এবার পরিস্থিতি কিছুটা ঠান্ডা হচ্ছে । কিন্তু আজ মমতাকে রাজ্যপাল প্রসঙ্গে প্রশ্ন করতেই সরাসরি তাঁকে BJP- র লোক বলে মন্তব্য করলেন মমতা । সাংবাদিকদের প্রশ্ন এড়িয়ে গিয়ে তিনি বলেন, "BJP-র পার্টি ম্যান নিয়ে আমাকে কোনও প্রশ্ন করবেন না । আমি কোনও উত্তর দেব না । উনি BJP-র লোক ।"

এ বিষয়ে BJP রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ঘনিষ্ট মহলে জানান, এতদিন তাঁদের তরফ থেকে বলা হচ্ছিল, রাজ্যপাল ভুল ধরাচ্ছেন তাই মমতা বন্দ্যোপাধ্যায় রেগে যাচ্ছেন । রাজ্যপালকে BJP নেতা বলে এবার বিষয়টি তিনি নিজেই প্রমাণ করলেন ।

কলকাতা, 7 নভেম্বর : NRC ইশুই 21-এর নির্বাচনে BJP-র বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায়ের তুরুপের তাস ।

আজ তৃণমূলের কার্যনির্বাহী কমিটির বৈঠকে এমনই ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী । সূত্রের খবর, বৈঠকে প্রশান্ত কিশোর এই পরামর্শ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে । প্রশান্তের তৈরি করা NRC বিরোধী ব্লু-প্রিন্টকে হাতিয়ার করে মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠকে দলীয় নেতৃত্বকে আরও বেশি সক্রিয় হতে নির্দেশ দিলেন ।

21-এর ভোটের আগে দলকে ঝাঁকুনি দিতে আজ এই বৈঠকের ডাক দিয়েছিলেন মমতা । তপসিয়া তৃণমূল ভবনে দু'দফা বৈঠকের দ্বিতীয়টায় বিধায়ক, সাংসদদের পাশাপাশি উপস্থিত ছিলেন গুরুত্বপূর্ণ নেতা-নেত্রীরা ও ভোট কুশলী প্রশান্ত কিশোর । প্রথম থেকেই তাঁর উপস্থিতি স্পষ্ট বুঝিয়ে দেয় 21-এর ভোটকে সামনে রেখেই আজকের এই রুদ্ধদ্বার বৈঠক । ঘাড়ে নিঃশ্বাস ফেলছে BJP । তাদের মোকাবিলা করতে NRC ইশু ও দিদিকে বলো কর্মসূচিতে জোর দিতে বলেছে PK-10 ।

উত্তরবঙ্গে NRC ইশু নিয়ে ইতিমধ্যেই জোর প্রচার চালাতে শুরু করেছে BJP । 21-এর ভোটে NRC ইশু তাদেরও হাতিয়ার । সূত্রের খবর, তৃণমূল এবার বুথ পর্যায়ে নাগরিক পঞ্জি বিষয়টি নিয়ে যেতে বদ্ধপরিকর । দিদিকে বলো কর্মসূচিতেও অতিরিক্ত জোর দেওয়া হবে ।

বৈঠক শেষে NRC নিয়ে মমতা বলেন, "মানুষ আর ক'টা কার্ড করবে ? আধার কার্ড, NRC কার্ড । NRC কখনই মানব না । NRC নিয়ে আমরা ব্যাপক প্রচার চালাব । যারা এখানের নাগরিক তারা এখানেই থাকবেন । যারা ওপার বাংলা থেকে এসেছে তাদের কতবার প্রমাণ করতে হবে । তারা ইতিমধ্যেই নাগরিক এই দেশের, এই রাজ্যেরই নাগরিক । আমাদের আজকের কার্যনির্বাহী কমিটির বৈঠকে এই বিষয়ে রাজ্যে রাজ্যে আন্দোলনে নামতে বলা হয়েছে সব জেলার নেতৃত্বকে । "

আজ অযোধ্যা মামলার রায়ও বৈঠকে আলোচ্য বিষয় ছিল । এই প্রসঙ্গে মমতা বলেন, "অযোধ্যার রায় বেরলে সকলকে শান্ত থাকতে হবে ।" দলীয় নেতৃত্বকে কোনও মন্তব্য না করারও পরামর্শ দেন তিনি ।

এদিকে, গত কয়েক মাস ধরেই রাজ্য - রাজ্যপাল সংঘাত সামনে এসেছে একাধিকবার । বিভিন্ন ইশুতে মতপার্থক্য নিয়ে সরব হয়েছেন জগদীপ ধনকড় । পালটা তাঁকে ইঙ্গিত করে বিভিন্ন মন্তব্য করেছেন তৃণমূলের নেতা-মন্ত্রীরা । পার্থ চট্টোপাধ্যায়ের মতো নেতাও রাজ্যপালকে BJP নেতা বলতে পিছপা হননি । সম্প্রতি তাঁর বাড়ির কালীপুজোয় সস্ত্রীক রাজ্যপালকে দেখে অনেকেই মনে করেছিলেন হয়তো এবার পরিস্থিতি কিছুটা ঠান্ডা হচ্ছে । কিন্তু আজ মমতাকে রাজ্যপাল প্রসঙ্গে প্রশ্ন করতেই সরাসরি তাঁকে BJP- র লোক বলে মন্তব্য করলেন মমতা । সাংবাদিকদের প্রশ্ন এড়িয়ে গিয়ে তিনি বলেন, "BJP-র পার্টি ম্যান নিয়ে আমাকে কোনও প্রশ্ন করবেন না । আমি কোনও উত্তর দেব না । উনি BJP-র লোক ।"

এ বিষয়ে BJP রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ঘনিষ্ট মহলে জানান, এতদিন তাঁদের তরফ থেকে বলা হচ্ছিল, রাজ্যপাল ভুল ধরাচ্ছেন তাই মমতা বন্দ্যোপাধ্যায় রেগে যাচ্ছেন । রাজ্যপালকে BJP নেতা বলে এবার বিষয়টি তিনি নিজেই প্রমাণ করলেন ।

Intro:কলকাতা, ৭ নভেম্বর: অযোধ্যার রায় নিয়ে শান্তিপূর্ণ থাকার পরামর্শ মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের। আজ তৃণমূল ভবনে বিধায়ক সংসদের বৈঠকে পরামর্শ দেন তিনি। মমতা বলেন, 'যে কোনও সময় অযোধ্যার রায় হতে পারে। সকলকে শান্তিপূর্ণভাবে থাকার কথা বলছি।'Body:প্রাথমিক কপি ইন্ট্রোতেConclusion:
Last Updated : Nov 7, 2019, 11:23 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.