ETV Bharat / state

কেন্দ্রীয় বঞ্চনা ইস্যুতে তৃণমূল সাংসদদের নিয়ে মোদির কাছে যাওয়ার ঘোষণা মমতার - প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

Mamata Banerjee: বৃহস্পতিবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে তৃণমূল কংগ্রেসের একটি সাংগঠনিক কর্মসূচি ছিল ৷ সেখানে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফের কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ তোলেন ৷ জানান, আগামী ডিসেম্বরে দলের সাংসদদের নিয়ে দেখা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ৷

Mamata Banerjee-PM Narendra Modi
Mamata Banerjee-PM Narendra Modi
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 23, 2023, 2:37 PM IST

Updated : Nov 23, 2023, 3:33 PM IST

কলকাতা, 23 নভেম্বর: কেন্দ্রীয় বরাদ্দের বিষয়ে পশ্চিমবঙ্গকে বঞ্চনা করা হচ্ছে বলে বারবার অভিযোগ করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ এবার এই ইস্যুতে সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করতে চান তিনি ৷ বৃহস্পতিবার কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে দলের এক সাংগঠনিক কর্মসূচি থেকে এই বিষয়ে বিস্তারিত জানিয়েছেন তৃণমূল নেত্রী ৷

এ দিন মমতা বন্দ্যোপাধ্যায় জানান, আগামী ডিসেম্বরের দ্বিতীয় অথবা তৃতীয় সপ্তাহে তিনি নয়াদিল্লি যাবেন ৷ যে সময় নয়াদিল্লিতে সংসদের অধিবেশন হবে, সেই সময়ই তিনি যাবেন ৷ সেখানে গিয়ে দেখা করবেন প্রধানমন্ত্রীর সঙ্গে ৷ সেই সাক্ষাতের বিষয়ে তিনি সময় চাইবেন ৷

এত দিন প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর মধ্যে একাধিক সাক্ষাৎ হয়েছে ৷ তবে প্রতিবারই তাঁরা একান্ত বৈঠক করেছেন ৷ কিন্তু এ দিন মমতা স্পষ্ট করে দিয়েছেন যে এবার তিনি একা বৈঠক করতে চান না ৷ বরং তিনি সঙ্গে নিয়ে যাবেন তৃণমূল কংগ্রেসের সমস্ত সাংসদকে ৷ আর প্রধানমন্ত্রী সময় না দিলে কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ নিয়ে আবার পথে নেমে আন্দোলন হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷

উল্লেখ্য, কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে চলতি বছরের শুরু থেকেই একাধিকবার সরব হতে দেখা দিয়েছে তৃণমূল কংগ্রেসকে ৷ মমতা বন্দ্যোপাধ্যায় নিজে ধরনা দিয়েছেন রেড রোডে আম্বেদকরের মূর্তির নিচে ৷ তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রথম দিল্লিতে গিয়ে সাংসদদের নিয়ে দেখা করার চেষ্টা করেন কেন্দ্রীয় গ্রামোন্নয়নমন্ত্রীর সঙ্গে ৷ দেখা না হওয়ায় কেন্দ্রীয় প্রকল্পে বঞ্চিতদের নিয়ে ফের দিল্লি যাওয়ার হুঁশিয়ারি দেন ৷

সেই মতো গত 2 অক্টোবর দিল্লিতে গিয়ে ধরনা কর্মসূচি করে তৃণমূল ৷ কেন্দ্রীয় মন্ত্রীর দেখা না পেয়ে দফতরেও ধরনা দেওয়া হয় তৃণমূলের তরফে ৷ তার পর ফিরে রাজভবনের সামনে ধরনা দেয় তৃণমূল ৷ পরে রাজভবনে তৃণমূলের প্রতিনিধি দল রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে দেখা করে ৷ এই আন্দোলনের নেতৃত্বে ছিলেন অভিষেক বন্দ্য়োপাধ্যায় ৷

এবার এই ইস্যুতে দিল্লিতে গিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার ও আন্দোলনের হুঁশিয়ারি দিলেন মমতা বন্দ্য়োপাধ্যায় ৷ পাশাপাশি তিনি তৃণমূলের বিধায়কদেরও নির্দেশ দিয়েছেন আসন্ন শীতকালীন অধিবেশনের সময় বিধানসভা চত্বরে কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে সরব হতে ৷ এ দিনের সভা মঞ্চ থেকে কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ তুলে একাধিক মন্তব্যও করেন তিনি ৷

আরও পড়ুন:

  1. পাপিষ্ঠরা যেখানে যাবে..., ভারতের হার নিয়ে নাম না করে মোদিকে নিশানা মমতার
  2. 'এজেন্সি দিয়ে শিল্পপতিদের গলা টিপে ধরার চেষ্টা হচ্ছে', কেন্দ্রের বিরুদ্ধে তোপ মমতার
  3. 'ক্যাশলেস ইকোনমি কর্মসংস্থান তৈরি করতে পারে না', ডিজিটাল ভারত মডেলকে তীব্র কটাক্ষ মুখ্যমন্ত্রী মমতার

কলকাতা, 23 নভেম্বর: কেন্দ্রীয় বরাদ্দের বিষয়ে পশ্চিমবঙ্গকে বঞ্চনা করা হচ্ছে বলে বারবার অভিযোগ করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ এবার এই ইস্যুতে সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করতে চান তিনি ৷ বৃহস্পতিবার কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে দলের এক সাংগঠনিক কর্মসূচি থেকে এই বিষয়ে বিস্তারিত জানিয়েছেন তৃণমূল নেত্রী ৷

এ দিন মমতা বন্দ্যোপাধ্যায় জানান, আগামী ডিসেম্বরের দ্বিতীয় অথবা তৃতীয় সপ্তাহে তিনি নয়াদিল্লি যাবেন ৷ যে সময় নয়াদিল্লিতে সংসদের অধিবেশন হবে, সেই সময়ই তিনি যাবেন ৷ সেখানে গিয়ে দেখা করবেন প্রধানমন্ত্রীর সঙ্গে ৷ সেই সাক্ষাতের বিষয়ে তিনি সময় চাইবেন ৷

এত দিন প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর মধ্যে একাধিক সাক্ষাৎ হয়েছে ৷ তবে প্রতিবারই তাঁরা একান্ত বৈঠক করেছেন ৷ কিন্তু এ দিন মমতা স্পষ্ট করে দিয়েছেন যে এবার তিনি একা বৈঠক করতে চান না ৷ বরং তিনি সঙ্গে নিয়ে যাবেন তৃণমূল কংগ্রেসের সমস্ত সাংসদকে ৷ আর প্রধানমন্ত্রী সময় না দিলে কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ নিয়ে আবার পথে নেমে আন্দোলন হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷

উল্লেখ্য, কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে চলতি বছরের শুরু থেকেই একাধিকবার সরব হতে দেখা দিয়েছে তৃণমূল কংগ্রেসকে ৷ মমতা বন্দ্যোপাধ্যায় নিজে ধরনা দিয়েছেন রেড রোডে আম্বেদকরের মূর্তির নিচে ৷ তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রথম দিল্লিতে গিয়ে সাংসদদের নিয়ে দেখা করার চেষ্টা করেন কেন্দ্রীয় গ্রামোন্নয়নমন্ত্রীর সঙ্গে ৷ দেখা না হওয়ায় কেন্দ্রীয় প্রকল্পে বঞ্চিতদের নিয়ে ফের দিল্লি যাওয়ার হুঁশিয়ারি দেন ৷

সেই মতো গত 2 অক্টোবর দিল্লিতে গিয়ে ধরনা কর্মসূচি করে তৃণমূল ৷ কেন্দ্রীয় মন্ত্রীর দেখা না পেয়ে দফতরেও ধরনা দেওয়া হয় তৃণমূলের তরফে ৷ তার পর ফিরে রাজভবনের সামনে ধরনা দেয় তৃণমূল ৷ পরে রাজভবনে তৃণমূলের প্রতিনিধি দল রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে দেখা করে ৷ এই আন্দোলনের নেতৃত্বে ছিলেন অভিষেক বন্দ্য়োপাধ্যায় ৷

এবার এই ইস্যুতে দিল্লিতে গিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার ও আন্দোলনের হুঁশিয়ারি দিলেন মমতা বন্দ্য়োপাধ্যায় ৷ পাশাপাশি তিনি তৃণমূলের বিধায়কদেরও নির্দেশ দিয়েছেন আসন্ন শীতকালীন অধিবেশনের সময় বিধানসভা চত্বরে কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে সরব হতে ৷ এ দিনের সভা মঞ্চ থেকে কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ তুলে একাধিক মন্তব্যও করেন তিনি ৷

আরও পড়ুন:

  1. পাপিষ্ঠরা যেখানে যাবে..., ভারতের হার নিয়ে নাম না করে মোদিকে নিশানা মমতার
  2. 'এজেন্সি দিয়ে শিল্পপতিদের গলা টিপে ধরার চেষ্টা হচ্ছে', কেন্দ্রের বিরুদ্ধে তোপ মমতার
  3. 'ক্যাশলেস ইকোনমি কর্মসংস্থান তৈরি করতে পারে না', ডিজিটাল ভারত মডেলকে তীব্র কটাক্ষ মুখ্যমন্ত্রী মমতার
Last Updated : Nov 23, 2023, 3:33 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.