ETV Bharat / state

Mamata Banerjee: মুখ্যমন্ত্রী নয়, দলনেত্রী হিসেবে জি-20-র প্রস্তুতি বৈঠকে যোগ দিতে যাচ্ছেন মমতা - জি টোয়েন্টি বৈঠক

মুখ্যমন্ত্রী হিসেবে নয়, দলনেত্রী হিসেবে জি-20-র (G20) প্রস্তুতি বৈঠকে (Mamata to Attend G-20 Meeting) যোগ দিতে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)৷ আগামী 5 ডিসেম্বর তিনি দিল্লি যাচ্ছেন ৷

Mamata Banerjee to attend G20 meeting as party leader, not as chief minister
মুখ্যমন্ত্রী হিসেবে নয়, দলনেত্রী হিসেবে জি-টোয়েন্টি বৈঠকে যোগ দিতে যাচ্ছেন মমতা
author img

By

Published : Nov 24, 2022, 2:18 PM IST

Updated : Nov 24, 2022, 7:20 PM IST

কলকাতা, 24 নভেম্বর: জি-20 (G20)-র প্রস্তুতি বৈঠকে যোগ দিতে (Mamata to Attend G-20 Meeting) 5 ডিসেম্বর দিল্লি যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বিধানসভায় নিজেই এ কথা জানালেন তিনি ৷ তবে তিনি জানিয়েছেন, মুখ্যমন্ত্রী হিসেবে নয়, দলনেত্রী হিসেবে জি-20-র প্রস্তুতি বৈঠকে যোগ দেবেন তিনি ৷

আগামী বছর জি-20 শীর্ষ সম্মেলন রয়েছে ভারতে । আমাদের রাজ্যেও তিনটি গুরুত্বপূর্ণ বৈঠক হওয়ার কথা । যে সব রাজ্যে বৈঠক হবে, সেখানকার রাজনৈতিক দলগুলির প্রধানদের সঙ্গে বৈঠক করতে দিল্লিতে ডেকেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ সেই বৈঠকে যোগ দিতেই মুখ্যমন্ত্রীর দিল্লি যাত্রা । তবে এ বারের দিল্লি সফরে মমতার আলাদা করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকের কোনও সূচি নির্ধারিত হয়নি । ফলে এ বার প্রধানমন্ত্রীর সঙ্গে আলাদা করে মুখ্যমন্ত্রীর বৈঠক হচ্ছে সে কথা এখনই বলা যাবে না ।

এ দিন মুখ্যমন্ত্রী জানিয়েছেন, এ বারে তাঁর দিল্লি সফর আরও একটি কারণে ভীষণ গুরুত্বপূর্ণ ৷ তিনি এই সফরের ফাঁকেই আজমের শরিফ ঘুরে আসতে চান । তিনি যখন রেলমন্ত্রী ছিলেন, রেল যোগাযোগের ব্যবস্থা তাঁর তত্ত্বাবধানে হয়েছিল । সেই সময় থেকে আজমের শরিফে যাওয়ার ইচ্ছা ছিল মুখ্যমন্ত্রীর । এ বার দিল্লি যাত্রার সুযোগে তাই আজমের শরিফ ঘুরে আসতে চান মুখ্যমন্ত্রী । সঙ্গে তাঁর পুষ্কর যাওয়ারও ইচ্ছা রয়েছে ।

আরও পড়ুন: দুয়ারে রেশন চালু রাখতে যতদূর যাওয়ার যাব, বিধানসভায় জানালেন মমতা

এ দিন মুখ্যমন্ত্রী স্পষ্ট ভাষায় জানিয়ে দেন, এ বারের দিল্লি যাত্রায় প্রধানমন্ত্রীর ডাকে যে বৈঠক রয়েছে, তাতে মুখ্যমন্ত্রী হিসেবে তিনি যোগ দিচ্ছেন না । জি-20 বৈঠক সফল করার জন্য সমস্ত রাজনৈতিক দলের চেয়ারপার্সনকে ডেকে পাঠানো হয়েছে । ভারতীয় তৃণমূল কংগ্রেসের চেয়ারপার্সন হিসেবে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বৈঠকে যোগ দেবেন ।

কলকাতা, 24 নভেম্বর: জি-20 (G20)-র প্রস্তুতি বৈঠকে যোগ দিতে (Mamata to Attend G-20 Meeting) 5 ডিসেম্বর দিল্লি যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বিধানসভায় নিজেই এ কথা জানালেন তিনি ৷ তবে তিনি জানিয়েছেন, মুখ্যমন্ত্রী হিসেবে নয়, দলনেত্রী হিসেবে জি-20-র প্রস্তুতি বৈঠকে যোগ দেবেন তিনি ৷

আগামী বছর জি-20 শীর্ষ সম্মেলন রয়েছে ভারতে । আমাদের রাজ্যেও তিনটি গুরুত্বপূর্ণ বৈঠক হওয়ার কথা । যে সব রাজ্যে বৈঠক হবে, সেখানকার রাজনৈতিক দলগুলির প্রধানদের সঙ্গে বৈঠক করতে দিল্লিতে ডেকেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ সেই বৈঠকে যোগ দিতেই মুখ্যমন্ত্রীর দিল্লি যাত্রা । তবে এ বারের দিল্লি সফরে মমতার আলাদা করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকের কোনও সূচি নির্ধারিত হয়নি । ফলে এ বার প্রধানমন্ত্রীর সঙ্গে আলাদা করে মুখ্যমন্ত্রীর বৈঠক হচ্ছে সে কথা এখনই বলা যাবে না ।

এ দিন মুখ্যমন্ত্রী জানিয়েছেন, এ বারে তাঁর দিল্লি সফর আরও একটি কারণে ভীষণ গুরুত্বপূর্ণ ৷ তিনি এই সফরের ফাঁকেই আজমের শরিফ ঘুরে আসতে চান । তিনি যখন রেলমন্ত্রী ছিলেন, রেল যোগাযোগের ব্যবস্থা তাঁর তত্ত্বাবধানে হয়েছিল । সেই সময় থেকে আজমের শরিফে যাওয়ার ইচ্ছা ছিল মুখ্যমন্ত্রীর । এ বার দিল্লি যাত্রার সুযোগে তাই আজমের শরিফ ঘুরে আসতে চান মুখ্যমন্ত্রী । সঙ্গে তাঁর পুষ্কর যাওয়ারও ইচ্ছা রয়েছে ।

আরও পড়ুন: দুয়ারে রেশন চালু রাখতে যতদূর যাওয়ার যাব, বিধানসভায় জানালেন মমতা

এ দিন মুখ্যমন্ত্রী স্পষ্ট ভাষায় জানিয়ে দেন, এ বারের দিল্লি যাত্রায় প্রধানমন্ত্রীর ডাকে যে বৈঠক রয়েছে, তাতে মুখ্যমন্ত্রী হিসেবে তিনি যোগ দিচ্ছেন না । জি-20 বৈঠক সফল করার জন্য সমস্ত রাজনৈতিক দলের চেয়ারপার্সনকে ডেকে পাঠানো হয়েছে । ভারতীয় তৃণমূল কংগ্রেসের চেয়ারপার্সন হিসেবে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বৈঠকে যোগ দেবেন ।

Last Updated : Nov 24, 2022, 7:20 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.