ETV Bharat / state

Mamata on ED Notice to Rujira: বিদেশযাত্রায় বাধা দিয়ে রুজিরাকে ইডির নোটিশ দেওয়াকে অমানবিক বললেন মুখ্যমন্ত্রী - মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

রুজিরা বন্দ্যোপাধ্যায়ের বিদেশযাত্রা আটকে দিয়েছে অভিবাসন দফতর ৷ বিমানবন্দরেই তাঁকে ইডি হাজিরার নোটিশ দিয়েছে ৷ সেই ঘটনাকে অমানবিক বললেন মুখ্যমন্ত্রী ৷

Mamata on ED Notice to Rujira
Mamata on ED Notice to Rujira
author img

By

Published : Jun 5, 2023, 4:44 PM IST

Updated : Jun 5, 2023, 6:15 PM IST

কলকাতা, 5 জুন: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে নোটিশ ধরানো নিয়ে এবার মুখ খুললেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । প্রসঙ্গত, সোমবার সকাল থেকেই এই বিষয়টি নিয়ে উত্তাল রাজ্য রাজনীতি । এ দিন নবান্নের নিচে টোল প্লাজায় বালাসোর রেল দুর্ঘটনায় নিহতদের শ্রদ্ধাজ্ঞাপন অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীকে বিষয়টি নিয়ে প্রশ্ন করা হয় । আর সেখানেই মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘অমানবিক বিষয় চলছে । ও একটি পাঞ্জাবী মেয়ে । ওর মা অসুস্থ। ইডিকে জানিয়েই যাচ্ছিল ও । তখনই ওরা বলতে পারতো যাওয়া যাবে না । কিন্তু তা না করে বিমানবন্দরে তাঁকে হাজিরার নোটিশ ধরানো হল ।’’

প্রসঙ্গত, সোমবার সকাল 7টা নাগাদ দুবাই যাওয়ার পথে কলকাতা বিমানবন্দরে ইমিগ্রেশনের সময় বাধা পান অভিষেক স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায় । ইমিগ্রেশনের তরফে তাঁকে আটকে দেওয়া হয় । তার পর বিমানবন্দরেই তাঁকে হাজিরার নোটিশ ধরায় ইডি ৷ আগামী বৃহস্পতিবার তাঁকে হাজিরা দিতে বলা হয়েছে ইডির তরফে ৷ সূত্রের খবর, পুরো বিষয়টি নিয়ে আদালতের দ্বারস্থ হওয়ার প্রস্তুতি নিচ্ছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় । এর মাঝে এই ঘটনা নিয়ে মুখ খুললেন মমতা বন্দ্যোপাধ্যায় ।

মুখ্যমন্ত্রী বলেন, ‘‘ওর (রুজিরা) মা খুব অসুস্থ । ও একটা পাঞ্জাবের মেয়ে । সুপ্রিম কোর্টের অনুমতি দেওয়া ছিল যদি ও কখনও বাইরে যায় তাহলে ইডিকে জানাতে হবে । সেই অনুযায়ী ও ইডিকে জানিয়েও ছিল । তখন ইডি বলতে পারতো তুমি যেও না । কিন্তু এয়ারপোর্টে গিয়ে হাতে নোটিশ ধরালো যে 8 তারিখে তুমি এসো । অমানবিক জিনিস চলছে । এখন মানুষকে সাহায্য করার পরিবর্তে কীভাবে দানব-দৈত্য গিরি করা যায় সেদিকেই ওদের ঝোঁক ।’’

Mamata on ED Notice to Rujira
রুজিরা বন্দ্যোপাধ্যায়কে ইডির নোটিশ দেওয়া নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিক্রিয়া

এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী টেনে আনেন বালাসোরের রেল দুর্ঘটনার প্রসঙ্গও ৷ তিনি বলেন, ‘‘একদিকে মৃত্যুর মিছিল চলছে । কোনও লজ্জা নেই, কোনও সমবেদনা নেই । মৃত্যুর মিছিল মানুষের পাশে না দাঁড়িয়ে কীভাবে তাকে ধামাচাপা দেওয়া যায়, তার প্রতিযোগিতায় নেমেছে । আমি এই প্রতিযোগিতায় যেতে চাই না । আমার জীবনের সব সময় প্রাধান্য পেয়েছে কেউ বিপদে পড়লে, তাঁর পাশে দাঁড়ানোর বিষয়টি ।’’

আরও পড়ুন: অভিষেকের স্ত্রী রুজিরাকে ইডির নোটিশ, 8 জুন তলব দফতরে

কলকাতা, 5 জুন: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে নোটিশ ধরানো নিয়ে এবার মুখ খুললেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । প্রসঙ্গত, সোমবার সকাল থেকেই এই বিষয়টি নিয়ে উত্তাল রাজ্য রাজনীতি । এ দিন নবান্নের নিচে টোল প্লাজায় বালাসোর রেল দুর্ঘটনায় নিহতদের শ্রদ্ধাজ্ঞাপন অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীকে বিষয়টি নিয়ে প্রশ্ন করা হয় । আর সেখানেই মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘অমানবিক বিষয় চলছে । ও একটি পাঞ্জাবী মেয়ে । ওর মা অসুস্থ। ইডিকে জানিয়েই যাচ্ছিল ও । তখনই ওরা বলতে পারতো যাওয়া যাবে না । কিন্তু তা না করে বিমানবন্দরে তাঁকে হাজিরার নোটিশ ধরানো হল ।’’

প্রসঙ্গত, সোমবার সকাল 7টা নাগাদ দুবাই যাওয়ার পথে কলকাতা বিমানবন্দরে ইমিগ্রেশনের সময় বাধা পান অভিষেক স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায় । ইমিগ্রেশনের তরফে তাঁকে আটকে দেওয়া হয় । তার পর বিমানবন্দরেই তাঁকে হাজিরার নোটিশ ধরায় ইডি ৷ আগামী বৃহস্পতিবার তাঁকে হাজিরা দিতে বলা হয়েছে ইডির তরফে ৷ সূত্রের খবর, পুরো বিষয়টি নিয়ে আদালতের দ্বারস্থ হওয়ার প্রস্তুতি নিচ্ছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় । এর মাঝে এই ঘটনা নিয়ে মুখ খুললেন মমতা বন্দ্যোপাধ্যায় ।

মুখ্যমন্ত্রী বলেন, ‘‘ওর (রুজিরা) মা খুব অসুস্থ । ও একটা পাঞ্জাবের মেয়ে । সুপ্রিম কোর্টের অনুমতি দেওয়া ছিল যদি ও কখনও বাইরে যায় তাহলে ইডিকে জানাতে হবে । সেই অনুযায়ী ও ইডিকে জানিয়েও ছিল । তখন ইডি বলতে পারতো তুমি যেও না । কিন্তু এয়ারপোর্টে গিয়ে হাতে নোটিশ ধরালো যে 8 তারিখে তুমি এসো । অমানবিক জিনিস চলছে । এখন মানুষকে সাহায্য করার পরিবর্তে কীভাবে দানব-দৈত্য গিরি করা যায় সেদিকেই ওদের ঝোঁক ।’’

Mamata on ED Notice to Rujira
রুজিরা বন্দ্যোপাধ্যায়কে ইডির নোটিশ দেওয়া নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিক্রিয়া

এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী টেনে আনেন বালাসোরের রেল দুর্ঘটনার প্রসঙ্গও ৷ তিনি বলেন, ‘‘একদিকে মৃত্যুর মিছিল চলছে । কোনও লজ্জা নেই, কোনও সমবেদনা নেই । মৃত্যুর মিছিল মানুষের পাশে না দাঁড়িয়ে কীভাবে তাকে ধামাচাপা দেওয়া যায়, তার প্রতিযোগিতায় নেমেছে । আমি এই প্রতিযোগিতায় যেতে চাই না । আমার জীবনের সব সময় প্রাধান্য পেয়েছে কেউ বিপদে পড়লে, তাঁর পাশে দাঁড়ানোর বিষয়টি ।’’

আরও পড়ুন: অভিষেকের স্ত্রী রুজিরাকে ইডির নোটিশ, 8 জুন তলব দফতরে

Last Updated : Jun 5, 2023, 6:15 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.