কলকাতা, 7 জুন: বাংলায় পৌর-নিয়োগ দুর্নীতি নিয়ে বুধবার সকাল থেকে রাজ্যের বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান চালাচ্ছে সিবিআই ৷ এই নিয়ে কেন্দ্রীয় এই তদন্তকারী সংস্থাকে কটাক্ষ করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তাঁর কটাক্ষ, ‘‘এবার কি বাথরুমেও ঢুকবে নাকি !’’
এ দিন ওড়িশার বালাসোরে রেল দুর্ঘটনায় মৃতদের পরিবার ও আহতদের হাতে রাজ্যের তরফে সাহায্য তুলে দেন মুখ্যমন্ত্রী ৷ কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে হয় ওই সাহায্য প্রদানের অনুষ্ঠান ৷ সেখানেই এই নিয়ে মুখ খোলেন মমতা বন্দ্যোপাধ্য়ায় ৷ সিবিআই ‘বাথরুমে ঢুকবে’ এমন কটাক্ষ ছুঁড়ে দেওয়ার পর অবশ্য মুখ্যমন্ত্রী বলেছেন, ‘‘ওইটুকুই বাকি আছে ৷’’
এখানে উল্লেখ করা প্রয়োজন, বালাসোরের ট্রেন দুর্ঘটনার তদন্তভার সিবিআইয়ের হাতে তুলে দিয়েছে রেল ৷ স্বয়ং রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ঘটনাস্থলে দাঁড়িয়ে এই নিয়ে ঘোষণা করেছেন ৷ মঙ্গলবার ঘটনাস্থলে গিয়ে তদন্তের কাজ শুরু করেছেন কেন্দ্রীয় তদন্তকারী ব্যুরোর আধিকারিকরা ৷ এ দিন মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন যে কেন্দ্রীয় এজেন্সিকে দিয়ে তদন্ত করিয়ে ওই ট্রেন দুর্ঘটনার আসল সত্য ধামাচাপা দিতে চাইছে কেন্দ্রীয় সরকার ৷
আর এই নিয়ে কথা বলতে বলতেই পৌর নিয়োগ দুর্নীতির প্রসঙ্গে চলে আসেন মুখ্যমন্ত্রী ৷ মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘রেল দুর্ঘটনার তদন্ত না করে সকাল থেকে (সিবিআইকে রাজ্যে) পাঠিয়ে দিয়েছে দিল্লি । কলকাতার 14টা থেকে 16টা পৌরসভায় ঢুকে গিয়েছে তারা । নগর উন্নয়নে ঢুকে গিয়েছে । এবার কি বাথরুমেও ঢুকবে নাকি ! জিজ্ঞাসা করুন । এবার কি ওয়াশরুমেও ঢুকবে ! কারণ ওইটুকুই বাকি আছে ।’’
এর পরই তাঁর হুঁশিয়ারি, ‘‘এসব করে এত বড় দুর্ঘটনা ধামাচাপা দেওয়া যায় না । প্রত্যেকটা মৃতের আত্মীয়রা কাঁদছে । আত্মাগুলো কাঁদছে । মনে রাখবেন তাদের শান্তি ফিরিয়ে দিতে হবে । তাদের আপনজনকে আপনারা কেড়ে নিয়েছেন । তারা কোনদিনও ফিরে আসবে না । তবে আমরা চাই সঠিক তদন্ত হোক । মিথ্যে কথা বলে কখনও আগুনকে ছাই চাপা দেওয়া যায় না ।’’
প্রসঙ্গত, স্কুলে নিয়োগ দুর্নীতিতে অয়ন শীলকে গ্রেফতার করার সময় ইডির হাতে পৌরসভায় নিয়োগ দুর্নীতির তথ্য উঠে আসে ৷ এর পর কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চে নির্দেশে সিবিআই তদন্ত শুরু করেছে ৷ তদন্ত ঠেকাতে রাজ্য সরকার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে ৷ তবে শুনানি আগামী মাসে ৷ এই পরিস্থিতিতে বুধবার রাজ্যজুড়ে একাধিক পৌরসভা-সহ বিভিন্ন জায়গায় তল্লাশি শুরু করেছে সিবিআই ৷ সেই তালিকায় অয়ন শীলের বাড়িও রয়েছে ৷
আরও পড়ুন: পৌরসভায় নিয়োগ দুর্নীতি মামলায় বিভিন্ন জায়গায় সিবিআই হানা, অয়নের বাড়িতে ম্যারাথন তল্লাশি