ETV Bharat / state

দলীয় কর্মীদের CAA, NRC বিরোধী নতুন স্লোগান শেখালেন মমতা - Mamata Banerjee

রাজ্যজুড়ে নাগরিকত্ব সংশোধনী আইন ও জাতীয় নাগরিকপঞ্জির বিরুদ্ধে আন্দোলন ছড়িয়ে দিতে দলীয় কর্মীদের নতুন স্লোগান শেখালেন মমতা বন্দ্যোপাধ্য়ায় ৷ CAA ও NRC বিরোধী নতুন স্লোগান বেঁধে কর্মীদের তা শেখালেনও ৷ তাঁর মতো করে সর্বত্র আন্দোলন চালাতে পরামর্শ দেন ৷

নতুন স্লোগান মমতার
নতুন স্লোগান মমতার
author img

By

Published : Dec 17, 2019, 9:38 PM IST

Updated : Dec 17, 2019, 11:18 PM IST

কলকাতা, 17 ডিসেম্বর : রাজ্যজুড়ে নাগরিকত্ব সংশোধনী আইন ও জাতীয় নাগরিকপঞ্জি বিরোধী আন্দোলন ছড়িয়ে দিতে দলীয় কর্মীদের নতুন স্লোগান শেখালেন মমতা বন্দ্যোপাধ্য়ায় ৷ আজ যাদবপুর বাসস্ট্যান্ড থেকে প্রতিবাদ মিছিল শুরু করেন তিনি ৷ যদুবাবুর বাজারে সেই মিছিল শেষ করে সভা করেন তৃণমূল সুপ্রিমো ৷ সেখানেই CAA ও NRC বিরোধী নতুন স্লোগান বেঁধে কর্মীদের তা শেখালেনও ৷ তাঁর মতো করে সর্বত্র আন্দোলন চালাতে পরামর্শ দেন ৷

আজ ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্বিতীয় দিনের প্রতিবাদ মিছিল ৷ মিছিলে দলনেত্রীর সঙ্গে পা মেলান দলের দুই সাংসদ মিমি চক্রবর্তী ও নুসরত জাহান ৷ তাল মিলিয়ে হাঁটতে দেখা যায় অভিনেতা সোহম সহ কয়েক হাজার কর্মী-সমর্থককে ৷ গতকালের মতো আজও শান্তিপূর্ণভাবে, গণতান্ত্রিক পথে আন্দোলনের নির্দেশ ছিল তাঁর ৷

দলীয় কর্মীদের নতুন স্লোগান শেখালেন মমতা বন্দ্যোপাধ্যায়

হাতে দলীয় পতাকা ও প্ল্যাকার্ড নিয়ে স্লোগান তুলে গোটা পথ হাঁটেন তৃণমূল কর্মী-সমর্থকরা ৷ তবে, এই আন্দোলনে যেন কোনও ভাবেই বিশৃঙ্খলা তৈরি না হয়, বা অশান্তি তৈরি না হয়, তাই দলীয় কর্মীদের নতুন স্লোগান শেখান মমতা ৷ যদুবাবুর বাজারে সভা মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, "আমি একটা ব্যাজ পড়েছি ৷ আপনারও ব্যাজ পড়ে পাড়ায় পাড়ায় প্রতিবাদ করুন ৷ আমি আপনাদের স্লোগান শিখিয়ে দিচ্ছি ৷" এরপরই শুরু তাঁর স্লোগান শেখানোর পালা ৷ আর শুধু শেখানো নয়, কিছুক্ষণ ধরে তা প্রশিক্ষণ করান তিনি ৷

কর্মীদের স্লোগান শেখানোর সময় তিনি বলেন, "আমি বলব NRC, আপনারা বলবেন, ছি ছি ৷ আমি বলব, আমরা সবাই, আপনারা বলবেন, নাগরিক ৷" এভাবেই বলে বলে কর্মীদের স্লোগান শেখালেন তিনি ৷

কলকাতা, 17 ডিসেম্বর : রাজ্যজুড়ে নাগরিকত্ব সংশোধনী আইন ও জাতীয় নাগরিকপঞ্জি বিরোধী আন্দোলন ছড়িয়ে দিতে দলীয় কর্মীদের নতুন স্লোগান শেখালেন মমতা বন্দ্যোপাধ্য়ায় ৷ আজ যাদবপুর বাসস্ট্যান্ড থেকে প্রতিবাদ মিছিল শুরু করেন তিনি ৷ যদুবাবুর বাজারে সেই মিছিল শেষ করে সভা করেন তৃণমূল সুপ্রিমো ৷ সেখানেই CAA ও NRC বিরোধী নতুন স্লোগান বেঁধে কর্মীদের তা শেখালেনও ৷ তাঁর মতো করে সর্বত্র আন্দোলন চালাতে পরামর্শ দেন ৷

আজ ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্বিতীয় দিনের প্রতিবাদ মিছিল ৷ মিছিলে দলনেত্রীর সঙ্গে পা মেলান দলের দুই সাংসদ মিমি চক্রবর্তী ও নুসরত জাহান ৷ তাল মিলিয়ে হাঁটতে দেখা যায় অভিনেতা সোহম সহ কয়েক হাজার কর্মী-সমর্থককে ৷ গতকালের মতো আজও শান্তিপূর্ণভাবে, গণতান্ত্রিক পথে আন্দোলনের নির্দেশ ছিল তাঁর ৷

দলীয় কর্মীদের নতুন স্লোগান শেখালেন মমতা বন্দ্যোপাধ্যায়

হাতে দলীয় পতাকা ও প্ল্যাকার্ড নিয়ে স্লোগান তুলে গোটা পথ হাঁটেন তৃণমূল কর্মী-সমর্থকরা ৷ তবে, এই আন্দোলনে যেন কোনও ভাবেই বিশৃঙ্খলা তৈরি না হয়, বা অশান্তি তৈরি না হয়, তাই দলীয় কর্মীদের নতুন স্লোগান শেখান মমতা ৷ যদুবাবুর বাজারে সভা মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, "আমি একটা ব্যাজ পড়েছি ৷ আপনারও ব্যাজ পড়ে পাড়ায় পাড়ায় প্রতিবাদ করুন ৷ আমি আপনাদের স্লোগান শিখিয়ে দিচ্ছি ৷" এরপরই শুরু তাঁর স্লোগান শেখানোর পালা ৷ আর শুধু শেখানো নয়, কিছুক্ষণ ধরে তা প্রশিক্ষণ করান তিনি ৷

কর্মীদের স্লোগান শেখানোর সময় তিনি বলেন, "আমি বলব NRC, আপনারা বলবেন, ছি ছি ৷ আমি বলব, আমরা সবাই, আপনারা বলবেন, নাগরিক ৷" এভাবেই বলে বলে কর্মীদের স্লোগান শেখালেন তিনি ৷

Intro:কলকাতা, ১৭ ডিসেম্বর: রাজ্যজুড়ে CAA এবং NRC বিরোধী আন্দোলনের উত্তাপ ছড়িয়ে দিতে এবারে দলীয় কর্মীদের নয়া শ্লোগান শেখালেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজ যাদবপুর ৮ বি বাসস্ট্যান্ড থেকে প্রতিবাদ মিছিল শেষ করে যদুবাবুর বাজারে ছোট সভা করেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো। সেখানেই CAA এবং NRC বিরোধী নয়া শ্লোগান বেঁধে কর্মীদের তা শেখালেন তিনি। মঞ্চে নিজে দাঁড়িয়ে থেকে প্র্যাকটিস করান কিছুক্ষণ যাবত । মমতা তাঁদের পরামর্শ দেন, তাঁর মতো করেই সর্বত্র আন্দোলন চালাতে।


Body:আজ ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্বিতীয় দিনের প্রতিবাদ মিছিল। যাদবপুর ৮ বি বাসস্ট্যান্ড থেকে ভবানীপুরের যদুবাবুর বাজার পর্যন্ত প্রায় ৮ কিমি রাস্তা হেঁটে আন্দোলনের ঝড় তোলেন তিনি। তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্বের পাশাপাশি দলনেত্রীর সঙ্গে মিছিলে পা মেলান অভিনেত্রী তথা দলের ২ সাংসদ মিমি এবং নূসরাত। হাঁটেন অভিনেতা সোহম সহ কয়েক হাজার কর্মী-সমর্থক। শান্তিপূর্ণ মিছিলের নির্দেশ ছিল মমতার। সে কারণে হাতে দলীয় পতাকা ও প্ল্যাকার্ড নিয়ে মৃদু শ্লোগান তুলে গোটা পথ হাঁটেন তৃণমূলের কর্মী - সমর্থকেরা। তবে গণতান্ত্রিক এবং শান্তিপূর্ণ পথে আন্দোলন যাতে গোটা রাজ্যে ছড়িয়ে দেওয়া যায় তার জন্য তৃণমূল নেত্রী নতুন শ্লোগান শেখালেন দলীয় কর্মীদের। যদুবাবুর বাজারে সভা মঞ্চ থেকে মমতা তাঁদের বলেন, "আমি একটা ব্যাজ পড়েছি। আপনারও ব্যাজ পড়ে পাড়ায় পাড়ায় সর্বত্র প্রতিবাদ করুন। আমি শ্লোগান শিখিয়ে দিচ্ছি।" শুধুমাত্র শেখানো নয়, বেশ কিছুটা সময় যাবত দলীয় কর্মীদের প্র্যাকটিস করান তিনি।


Conclusion:
Last Updated : Dec 17, 2019, 11:18 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.