ETV Bharat / state

Mamata Banerjee: পায়ে সেপটিক হয়েছিল, লড়াই করে ফিরেছেন; জানালেন মমতা

গত এক মাসেরও বেশি সময় ধরে পায়ের চোটের সমস্যায় ভুগছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ শনিবার তিনি জানান, তাঁর পায়ের চোট সেপটিকের পর্যায়ে চলে গিয়েছিল ।

ETV Bharat
মমতা বন্দ্যোপাধ্যায়
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 14, 2023, 7:30 PM IST

কলকাতা, 14 অক্টোবর: তাঁর চোট কতটা ভয়ানক পর্যায়ে চলে গিয়েছিল শনিবার তা খোলসা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ এদিন নজরুল মঞ্চে ছিল তৃণমূলের মুখপত্র জাগো বাংলার উৎসব সংস্থার প্রকাশ অনুষ্ঠান ৷ সেই অনুষ্ঠানে এদিন ভার্চুয়ালি যোগ দেন মমতা ৷ পায়ে চোটের কারণে বর্তমানে চিকিৎসকদের পরামর্শে বাড়িতেই রয়েছেন তিনি ৷ এদিনের অনুষ্ঠানে মমতা জানান, তাঁর পায়ের চোট সেপটিকের পর্যায়ে চলে গিয়েছিল । রীতিমতো লড়াই করেই ফিরে এসেছেন তিনি ।

মুখ্যমন্ত্রীর কথায়, "প্রত্যেক বছর এই অনুষ্ঠানটিতে আমি সশরীরে উপস্থিত থাকি । সুস্থ থাকলে অবশ্যই যেতাম । আমার পায়ের সংক্রমণ এখন অনেকটাই নিয়ন্ত্রণে । কিন্তু অস্ত্রপোচারের পর সংক্রমণ এতটা হয়েছিল আপনারা ভাবতেও পারবেন না । গত ১৫ দিন সংক্রমণ কমাতে রীতিমতো সংঘর্ষ করতে হয়েছে আমাকে । স্যালাইনের চ্যানেল করে আইডি ইনজেকশন পর্যন্ত নিতে হয়েছে । জীবন মৃত্যুর সঙ্গে লড়াই করে আমি এই জায়গায় দাঁড়িয়ে আছি । এখনও ব্যথা আছে, আশা করছি দ্রুত তা সেরে যাবে । আপাতত মানসিকভাবে সুস্থ । আশা করছি কার্নিভালের আগে দ্রুত সুস্থ হয়ে উঠব। কার্নিভালে আপনাদের সঙ্গে আমার দেখা হবে ।

পঞ্চায়েত ভোটের সময় একবার উত্তরবঙ্গ থেকে ফেরার পথে বাম পায়ে চোট পেয়েছিলেন মুখ্যমন্ত্রী । তার পর মাস খানেক আগে বিদেশ সফরে গিয়ে বার্সিলনায় সেই একই জায়গায় চোট পান তিনি । তবে সে সময় চিকিৎসা না করিয়ে কাজকর্ম চালিয়ে যান তিনি । পরে কলকাতায় ফিরে এসে এসএসকেএমে গিয়ে চিকিৎসা করান মমতা বন্দ্যোপাধ্যায় । তারপর থেকে একমাস পেরিয়ে গিয়েছে, এখনও গৃহবন্দী তিনি । শনিবার নজরুল মঞ্চে দলের মুখপত্রের উৎসব সংখ্যা প্রকাশিত হলেও সেখানে হাজির হতে পারেননি মমতা বন্দ্যোপাধ্যায় । মূলত এই চোটের কারণেই বাড়িতে বসে উদ্বোধন সারেন তিনি ।

আরও পড়ুন: গৃহবন্দি কাটবে পুজো, ঘরে বসে চেতলার মায়ের চক্ষুদান সারবেন মমতা

এদিন মুখ্যমন্ত্রী রাজ্যের সাধারণ মানুষের উদ্দেশ্যেও বার্তা দিয়েছেন ৷ তাঁর কথায়, অনেক আনন্দ করুন সকলে মিলে মিশে থাকুন । পুলিশকে তাদের কাজে সহযোগিতা করুন । এদিন নাকতলা উদয়ন সঙ্ঘের পুজোর ভার্চুয়ালি উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । কালীঘাটের বাড়ি থেকে ভার্চুয়ালি দক্ষিণ কলকাতার একাধিক পুজোর উদ্বোধন করেন তিনি । তালিকায় ছিল সেলিমপুর পল্লি, বাবুবাগান কালচারাল, যোধপুর পার্কের পুজো । সব মিলিয়ে এদিন ২৬টি পুজো উদ্বোধন করেন মমতা বন্দ্যোপাধ্যায় ।

কলকাতা, 14 অক্টোবর: তাঁর চোট কতটা ভয়ানক পর্যায়ে চলে গিয়েছিল শনিবার তা খোলসা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ এদিন নজরুল মঞ্চে ছিল তৃণমূলের মুখপত্র জাগো বাংলার উৎসব সংস্থার প্রকাশ অনুষ্ঠান ৷ সেই অনুষ্ঠানে এদিন ভার্চুয়ালি যোগ দেন মমতা ৷ পায়ে চোটের কারণে বর্তমানে চিকিৎসকদের পরামর্শে বাড়িতেই রয়েছেন তিনি ৷ এদিনের অনুষ্ঠানে মমতা জানান, তাঁর পায়ের চোট সেপটিকের পর্যায়ে চলে গিয়েছিল । রীতিমতো লড়াই করেই ফিরে এসেছেন তিনি ।

মুখ্যমন্ত্রীর কথায়, "প্রত্যেক বছর এই অনুষ্ঠানটিতে আমি সশরীরে উপস্থিত থাকি । সুস্থ থাকলে অবশ্যই যেতাম । আমার পায়ের সংক্রমণ এখন অনেকটাই নিয়ন্ত্রণে । কিন্তু অস্ত্রপোচারের পর সংক্রমণ এতটা হয়েছিল আপনারা ভাবতেও পারবেন না । গত ১৫ দিন সংক্রমণ কমাতে রীতিমতো সংঘর্ষ করতে হয়েছে আমাকে । স্যালাইনের চ্যানেল করে আইডি ইনজেকশন পর্যন্ত নিতে হয়েছে । জীবন মৃত্যুর সঙ্গে লড়াই করে আমি এই জায়গায় দাঁড়িয়ে আছি । এখনও ব্যথা আছে, আশা করছি দ্রুত তা সেরে যাবে । আপাতত মানসিকভাবে সুস্থ । আশা করছি কার্নিভালের আগে দ্রুত সুস্থ হয়ে উঠব। কার্নিভালে আপনাদের সঙ্গে আমার দেখা হবে ।

পঞ্চায়েত ভোটের সময় একবার উত্তরবঙ্গ থেকে ফেরার পথে বাম পায়ে চোট পেয়েছিলেন মুখ্যমন্ত্রী । তার পর মাস খানেক আগে বিদেশ সফরে গিয়ে বার্সিলনায় সেই একই জায়গায় চোট পান তিনি । তবে সে সময় চিকিৎসা না করিয়ে কাজকর্ম চালিয়ে যান তিনি । পরে কলকাতায় ফিরে এসে এসএসকেএমে গিয়ে চিকিৎসা করান মমতা বন্দ্যোপাধ্যায় । তারপর থেকে একমাস পেরিয়ে গিয়েছে, এখনও গৃহবন্দী তিনি । শনিবার নজরুল মঞ্চে দলের মুখপত্রের উৎসব সংখ্যা প্রকাশিত হলেও সেখানে হাজির হতে পারেননি মমতা বন্দ্যোপাধ্যায় । মূলত এই চোটের কারণেই বাড়িতে বসে উদ্বোধন সারেন তিনি ।

আরও পড়ুন: গৃহবন্দি কাটবে পুজো, ঘরে বসে চেতলার মায়ের চক্ষুদান সারবেন মমতা

এদিন মুখ্যমন্ত্রী রাজ্যের সাধারণ মানুষের উদ্দেশ্যেও বার্তা দিয়েছেন ৷ তাঁর কথায়, অনেক আনন্দ করুন সকলে মিলে মিশে থাকুন । পুলিশকে তাদের কাজে সহযোগিতা করুন । এদিন নাকতলা উদয়ন সঙ্ঘের পুজোর ভার্চুয়ালি উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । কালীঘাটের বাড়ি থেকে ভার্চুয়ালি দক্ষিণ কলকাতার একাধিক পুজোর উদ্বোধন করেন তিনি । তালিকায় ছিল সেলিমপুর পল্লি, বাবুবাগান কালচারাল, যোধপুর পার্কের পুজো । সব মিলিয়ে এদিন ২৬টি পুজো উদ্বোধন করেন মমতা বন্দ্যোপাধ্যায় ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.