ETV Bharat / state

Mamata Banerjee Slams PM Modi: 'ঘর ঘর মে এক হি ডাক, মোদি যাক মোদি যাক'; বিজেপিকে বিঁধে লোকসভার ডঙ্কা বাজালেন মমতা - মমতা

আগামী লোকসভা ভোটে তৃণমূল যে মূল শত্রু হিসাবে বিজেপিকেই তাক করে লড়াইয়ের ময়দানে নামছে, একুশের মঞ্চ থেকে তাও কার্যত শুক্রবার স্পষ্ট করে দিলেন মমতা ৷ একই সঙ্গে, লড়াইয়ের ময়দানে যে নরেন্দ্র মোদিকেও রেয়াত করবে না তৃণমূল, মমতার বক্তব্য থেকে সেটাও স্পষ্ট হয়ে গিয়েছে ৷

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Jul 21, 2023, 3:12 PM IST

Updated : Jul 21, 2023, 11:07 PM IST

বিজেপিকে বিঁধে লোকসভার ডঙ্কা বাজালেন মমতা

কলকাতা, 21 জুলাই: মোদি বনাম বিরোধী ছবিই দেখা যাবে লোকসভা ভোটে ৷ 21 জুলাইয়ের মঞ্চ থেকে সেই সুর বেঁধে দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্য়ায় ৷ আগামী লোকসভা ভোটে তৃণমূল যে মূল শত্রু হিসাবে বিজেপিকেই তাক করে লড়াইয়ের ময়দানে নামছে, তাও কার্যত শুক্রবার স্পষ্ট করে দিলেন মমতা ৷ একইসঙ্গে, মণিপুর ইস্যু নিয়েও যে বিরোধীরা রীতিমতো কেন্দ্রীয় সরকার এবং বিশেষত প্রধানমন্ত্রী মোদিরে বিরুদ্ধে ঝাপাবে তাও সাফ করে দিয়েছেন তিনি ৷ এদিন একুশের মঞ্চ থেকে লোকসভা ভোটের স্লোগানও তুলে দিলেন তৃণমূল সুপ্রিমো ৷ মমতা বলেন, "ঘর ঘর মে এক হি ডাক, মোদি যাক মোদি যাক" ৷

একুশের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী যে লোকসভা ভোটের সলতে পাকাবেন, তা একরকম নিশ্চিত ছিলই ৷ তবে সরাসরি যে তিনি প্রধানমন্ত্রীকে রীতিমতো ঝাঁঝালো আক্রমণ করে বসবেন তা অবশ্য তাবড় রাজনৈতিক বিশ্লেষকরাও কল্পনা করতে পারেনি ৷ একইসঙ্গে, যেভাবে বাম এবং কংগ্রেস নিয়ে যেভাবে নিশ্চুপ রইলেন তৃণমূল সুপ্রিমো তাতেও অবশ্য জল্পনা বেড়েছে ৷ জোটের প্রতি দায়বদ্ধতা থেকেই এদিন বাম এবং কংগ্রেস নিয়ে সেভাবে এদিন আক্রমণাত্মক দেখা যায়নি তৃণমূল নেত্রীকে, এমনটাই মত দলেরই একাংশের ৷ তবে সরাসরি প্রধানমন্ত্রীকে নিশানা করে আদতে সেই বিরোধী জোটকেই আরও মজবুত করতে চাইলেন মমতা ৷

এদিন মমতা বলেন, "বিজেপি সন্ত্রাসের সওদাগর, খুনের সওদাগর ৷ দেশ ভাঙার চেষ্টা করছে ৷ দাঙ্গার পরিকল্পানা করছে বিজেপি ৷ আপনি (প্রধানমন্ত্রী) বাংলাকে বদনাম করছেন, অসম্মান করছেন ৷" এর সঙ্গেই তাঁর সংযোজন, "মহিলাদের ইজ্জত লুট করা হচ্ছে ৷ মা-বোনদের ইজ্জত লুট হলে সামনের ভোটে এই মহিলারাই বিজেপিকে রাজনৈতিকভাবে দূরে ছুঁড়ে ফেলে দেবে ৷ আমরা শুধু চাই দেশ থেকে বিজেপি রাজনৈতিকভাবে বিদায় নিক ৷ বিজেপিকে আর সহ্য করা যাচ্ছে না ৷"

আরও পড়ুন: 'বেটি বাঁচাও' স্লোগানের পরও দেশের মেয়েরা জ্বলছে, বিজেপিকে ঝাঁঝালো আক্রমণ মমতার

অন্যদিকে, মোদিকে বিঁধে জোটের পক্ষে সওয়াল করে তিনি বলেন, "আমি চেয়ার চাই না ৷ দেশকে বাঁচাতে চাই ৷ দেশে শান্তি যাতে বজায় থাকে সেটাই চাই ৷ ইন্ডিয়া লড়বে, তৃণমূল পাশে সৈনিকের মতো শুধু ঝান্ডা নিয়ে দাঁড়িয়ে থাকবে ৷ আমাদের কিছু চাওয়ার নেই ৷ ইন্ডিয়া জিতেগা, মোদি হারেগা ৷"

বিজেপিকে বিঁধে লোকসভার ডঙ্কা বাজালেন মমতা

কলকাতা, 21 জুলাই: মোদি বনাম বিরোধী ছবিই দেখা যাবে লোকসভা ভোটে ৷ 21 জুলাইয়ের মঞ্চ থেকে সেই সুর বেঁধে দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্য়ায় ৷ আগামী লোকসভা ভোটে তৃণমূল যে মূল শত্রু হিসাবে বিজেপিকেই তাক করে লড়াইয়ের ময়দানে নামছে, তাও কার্যত শুক্রবার স্পষ্ট করে দিলেন মমতা ৷ একইসঙ্গে, মণিপুর ইস্যু নিয়েও যে বিরোধীরা রীতিমতো কেন্দ্রীয় সরকার এবং বিশেষত প্রধানমন্ত্রী মোদিরে বিরুদ্ধে ঝাপাবে তাও সাফ করে দিয়েছেন তিনি ৷ এদিন একুশের মঞ্চ থেকে লোকসভা ভোটের স্লোগানও তুলে দিলেন তৃণমূল সুপ্রিমো ৷ মমতা বলেন, "ঘর ঘর মে এক হি ডাক, মোদি যাক মোদি যাক" ৷

একুশের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী যে লোকসভা ভোটের সলতে পাকাবেন, তা একরকম নিশ্চিত ছিলই ৷ তবে সরাসরি যে তিনি প্রধানমন্ত্রীকে রীতিমতো ঝাঁঝালো আক্রমণ করে বসবেন তা অবশ্য তাবড় রাজনৈতিক বিশ্লেষকরাও কল্পনা করতে পারেনি ৷ একইসঙ্গে, যেভাবে বাম এবং কংগ্রেস নিয়ে যেভাবে নিশ্চুপ রইলেন তৃণমূল সুপ্রিমো তাতেও অবশ্য জল্পনা বেড়েছে ৷ জোটের প্রতি দায়বদ্ধতা থেকেই এদিন বাম এবং কংগ্রেস নিয়ে সেভাবে এদিন আক্রমণাত্মক দেখা যায়নি তৃণমূল নেত্রীকে, এমনটাই মত দলেরই একাংশের ৷ তবে সরাসরি প্রধানমন্ত্রীকে নিশানা করে আদতে সেই বিরোধী জোটকেই আরও মজবুত করতে চাইলেন মমতা ৷

এদিন মমতা বলেন, "বিজেপি সন্ত্রাসের সওদাগর, খুনের সওদাগর ৷ দেশ ভাঙার চেষ্টা করছে ৷ দাঙ্গার পরিকল্পানা করছে বিজেপি ৷ আপনি (প্রধানমন্ত্রী) বাংলাকে বদনাম করছেন, অসম্মান করছেন ৷" এর সঙ্গেই তাঁর সংযোজন, "মহিলাদের ইজ্জত লুট করা হচ্ছে ৷ মা-বোনদের ইজ্জত লুট হলে সামনের ভোটে এই মহিলারাই বিজেপিকে রাজনৈতিকভাবে দূরে ছুঁড়ে ফেলে দেবে ৷ আমরা শুধু চাই দেশ থেকে বিজেপি রাজনৈতিকভাবে বিদায় নিক ৷ বিজেপিকে আর সহ্য করা যাচ্ছে না ৷"

আরও পড়ুন: 'বেটি বাঁচাও' স্লোগানের পরও দেশের মেয়েরা জ্বলছে, বিজেপিকে ঝাঁঝালো আক্রমণ মমতার

অন্যদিকে, মোদিকে বিঁধে জোটের পক্ষে সওয়াল করে তিনি বলেন, "আমি চেয়ার চাই না ৷ দেশকে বাঁচাতে চাই ৷ দেশে শান্তি যাতে বজায় থাকে সেটাই চাই ৷ ইন্ডিয়া লড়বে, তৃণমূল পাশে সৈনিকের মতো শুধু ঝান্ডা নিয়ে দাঁড়িয়ে থাকবে ৷ আমাদের কিছু চাওয়ার নেই ৷ ইন্ডিয়া জিতেগা, মোদি হারেগা ৷"

Last Updated : Jul 21, 2023, 11:07 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.