ETV Bharat / state

গুজরাতিতে জয়েন্ট এন্ট্রান্স, বাংলায় নয় কেন ? সরব মমতা - টুইট বার্তায় মুখ্যমন্ত্রী

গুজরাতিতে জয়েন্ট এন্ট্রান্স ৷ সেই ইশুতেই সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ টুইট বার্তায় মুখ্যমন্ত্রী লেখেন,এই পদক্ষেপ একেবারেই প্রশংসনীয় নয় ৷ যদি জয়েন্ট এন্ট্রাসের মাধ্যম হিসেবে গুজরাতি ভাষা থাকে ৷ তাহলে বাংলা সহ সমস্ত আঞ্চলিক ভাষাকেও রাখতে হবে ৷

ছবি
author img

By

Published : Nov 6, 2019, 2:09 PM IST

Updated : Nov 6, 2019, 4:07 PM IST

কলকাতা, 6 নভেম্বর : ইংরেজি ও হিন্দি ভাষার পর এবার গুজরাতিতে জয়েন্ট এন্ট্রান্স ৷ সেই অভিযোগেই সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ দাবি জানালেন বাংলা ভাষার অন্তর্ভুক্তির ৷ আক্রমণ করলেন কেন্দ্রকে ৷ বললেন, "শুধু গুজরাতি কেন ? অন্য আঞ্চলিক ভাষা উপেক্ষিত কেন?

আজ টুইট বার্তায় মুখ্যমন্ত্রী লেখেন,"যদি যথাযথভাবে এই বিষয়ের সমাধান না হয়, তাহলে তীব্র প্রতিবাদের ঝড় উঠবে দেশজুড়ে ৷ কারণ এই অবিচার দেশজুড়ে আঞ্চলিক ভাষায় কথা বলা সমস্ত মানুষের ভাবাবেগে গভীর আঘাত হেনেছে ৷"

  • I love Gujarati language. But, why have other regional languages been ignored?
    Why injustice is being meted out to them?
    If Gujarati has to be there, then all regional languages including Bengali must be there. (3/4)

    — Mamata Banerjee (@MamataOfficial) November 6, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

কেন্দ্রকে আক্রমণ করে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, "আমাদের দেশ নানা ধর্ম, সংস্কৃতি, ভাষা,সম্প্রদায়ের দেশ ৷ কেন্দ্র ইচ্ছাকৃতভাবেই আঞ্চলিক ভাষাকে উপেক্ষা করছে ৷" গুজরাতি ভাষার আচমকা সংযোজন নিয়ে মুখ্যমন্ত্রীর আরও সংযোজন, "এতদিন পর্যন্ত ইংরেজি ও হিন্দি ভাষাতেই জয়েন্ট এন্ট্রাসের পরীক্ষা হত ৷ আশ্চর্যজনকভাবে এখন শুধুমাত্র গুজরাতি ভাষা যুক্ত হয়ে গেল ৷ এই পদক্ষেপ একেবারেই প্রশংসনীয় নয় ৷"

এই পদক্ষেপের কড়া সমালোচনা করেন মমতা ৷ টুইটারে লেখেন, "আমি গুজরাতি ভাষা ভালোবাসি ৷ কিন্তু অন্য আঞ্চলিক ভাষাগুলি এত উপেক্ষিত কেন ? কেন তাঁদের উপর এই অবিচার ৷ যদি জয়েন্ট এন্ট্রাসের মাধ্যম হিসেবে গুজরাতি ভাষা থাকে ৷ তাহলে বাংলা সহ সমস্ত আঞ্চলিক ভাষাকেও রাখতে হবে ৷"

কলকাতা, 6 নভেম্বর : ইংরেজি ও হিন্দি ভাষার পর এবার গুজরাতিতে জয়েন্ট এন্ট্রান্স ৷ সেই অভিযোগেই সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ দাবি জানালেন বাংলা ভাষার অন্তর্ভুক্তির ৷ আক্রমণ করলেন কেন্দ্রকে ৷ বললেন, "শুধু গুজরাতি কেন ? অন্য আঞ্চলিক ভাষা উপেক্ষিত কেন?

আজ টুইট বার্তায় মুখ্যমন্ত্রী লেখেন,"যদি যথাযথভাবে এই বিষয়ের সমাধান না হয়, তাহলে তীব্র প্রতিবাদের ঝড় উঠবে দেশজুড়ে ৷ কারণ এই অবিচার দেশজুড়ে আঞ্চলিক ভাষায় কথা বলা সমস্ত মানুষের ভাবাবেগে গভীর আঘাত হেনেছে ৷"

  • I love Gujarati language. But, why have other regional languages been ignored?
    Why injustice is being meted out to them?
    If Gujarati has to be there, then all regional languages including Bengali must be there. (3/4)

    — Mamata Banerjee (@MamataOfficial) November 6, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

কেন্দ্রকে আক্রমণ করে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, "আমাদের দেশ নানা ধর্ম, সংস্কৃতি, ভাষা,সম্প্রদায়ের দেশ ৷ কেন্দ্র ইচ্ছাকৃতভাবেই আঞ্চলিক ভাষাকে উপেক্ষা করছে ৷" গুজরাতি ভাষার আচমকা সংযোজন নিয়ে মুখ্যমন্ত্রীর আরও সংযোজন, "এতদিন পর্যন্ত ইংরেজি ও হিন্দি ভাষাতেই জয়েন্ট এন্ট্রাসের পরীক্ষা হত ৷ আশ্চর্যজনকভাবে এখন শুধুমাত্র গুজরাতি ভাষা যুক্ত হয়ে গেল ৷ এই পদক্ষেপ একেবারেই প্রশংসনীয় নয় ৷"

এই পদক্ষেপের কড়া সমালোচনা করেন মমতা ৷ টুইটারে লেখেন, "আমি গুজরাতি ভাষা ভালোবাসি ৷ কিন্তু অন্য আঞ্চলিক ভাষাগুলি এত উপেক্ষিত কেন ? কেন তাঁদের উপর এই অবিচার ৷ যদি জয়েন্ট এন্ট্রাসের মাধ্যম হিসেবে গুজরাতি ভাষা থাকে ৷ তাহলে বাংলা সহ সমস্ত আঞ্চলিক ভাষাকেও রাখতে হবে ৷"

Karnal (Haryana), Nov 06 (ANI): The ancient statues were discovered during an excavation in a mining area in Haryana's Karnal district on November 05. The statues were discovered in Faridpur village of Karnal district. Statues belong to the era of Kushan Empire. While speaking to ANI, Archaeology department said, "The size and symbols of the statues suggest that they belong to the era of The Kushan Empire. The area might have been part of a temple."
Last Updated : Nov 6, 2019, 4:07 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.