কলকাতা, 6 নভেম্বর : ইংরেজি ও হিন্দি ভাষার পর এবার গুজরাতিতে জয়েন্ট এন্ট্রান্স ৷ সেই অভিযোগেই সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ দাবি জানালেন বাংলা ভাষার অন্তর্ভুক্তির ৷ আক্রমণ করলেন কেন্দ্রকে ৷ বললেন, "শুধু গুজরাতি কেন ? অন্য আঞ্চলিক ভাষা উপেক্ষিত কেন?
আজ টুইট বার্তায় মুখ্যমন্ত্রী লেখেন,"যদি যথাযথভাবে এই বিষয়ের সমাধান না হয়, তাহলে তীব্র প্রতিবাদের ঝড় উঠবে দেশজুড়ে ৷ কারণ এই অবিচার দেশজুড়ে আঞ্চলিক ভাষায় কথা বলা সমস্ত মানুষের ভাবাবেগে গভীর আঘাত হেনেছে ৷"
-
I love Gujarati language. But, why have other regional languages been ignored?
— Mamata Banerjee (@MamataOfficial) November 6, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
Why injustice is being meted out to them?
If Gujarati has to be there, then all regional languages including Bengali must be there. (3/4)
">I love Gujarati language. But, why have other regional languages been ignored?
— Mamata Banerjee (@MamataOfficial) November 6, 2019
Why injustice is being meted out to them?
If Gujarati has to be there, then all regional languages including Bengali must be there. (3/4)I love Gujarati language. But, why have other regional languages been ignored?
— Mamata Banerjee (@MamataOfficial) November 6, 2019
Why injustice is being meted out to them?
If Gujarati has to be there, then all regional languages including Bengali must be there. (3/4)
কেন্দ্রকে আক্রমণ করে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, "আমাদের দেশ নানা ধর্ম, সংস্কৃতি, ভাষা,সম্প্রদায়ের দেশ ৷ কেন্দ্র ইচ্ছাকৃতভাবেই আঞ্চলিক ভাষাকে উপেক্ষা করছে ৷" গুজরাতি ভাষার আচমকা সংযোজন নিয়ে মুখ্যমন্ত্রীর আরও সংযোজন, "এতদিন পর্যন্ত ইংরেজি ও হিন্দি ভাষাতেই জয়েন্ট এন্ট্রাসের পরীক্ষা হত ৷ আশ্চর্যজনকভাবে এখন শুধুমাত্র গুজরাতি ভাষা যুক্ত হয়ে গেল ৷ এই পদক্ষেপ একেবারেই প্রশংসনীয় নয় ৷"
এই পদক্ষেপের কড়া সমালোচনা করেন মমতা ৷ টুইটারে লেখেন, "আমি গুজরাতি ভাষা ভালোবাসি ৷ কিন্তু অন্য আঞ্চলিক ভাষাগুলি এত উপেক্ষিত কেন ? কেন তাঁদের উপর এই অবিচার ৷ যদি জয়েন্ট এন্ট্রাসের মাধ্যম হিসেবে গুজরাতি ভাষা থাকে ৷ তাহলে বাংলা সহ সমস্ত আঞ্চলিক ভাষাকেও রাখতে হবে ৷"