ETV Bharat / state

2021-এ ঘুরে দাঁড়াবই : মমতা - TMC

"যাদের যাওয়ার চলে যাও । দরকারে একা লড়ব । যারা BJP-তে গেছে তাদের আর ফেরাব না ।" তৃণমূল ভবন থেকে কড়া বার্তা তৃণমূল সুপ্রিমোর ।

মমতা
author img

By

Published : Jul 5, 2019, 8:28 PM IST

Updated : Jul 5, 2019, 11:48 PM IST

কলকাতা, 5 জুলাই : লোকসভা নির্বাচনে একপ্রকার ধাক্কা খেয়েছে দল । মুখে ঘুরে দাঁড়ানোর কথা বললেও ঘরেই যে বিভীষণ আছে তা হাড়ে হাড়ে টের পাচ্ছেন মমতা । দলীয় কর্মসূচিতে বারবার তাদের তাড়িয়ে দেওয়ার কথা বলছেন । আজও হল তাই । আজ তৃণমূল ভবনে বাঁকুড়া, ঝাড়গ্রামের খারাপ ফল নিয়ে কাঁটাছেড়া করেন দলনেত্রী । সেখানেই স্পষ্ট বলেন, "যাদের যাওয়ার চলে যাও । দরকারে একা লড়ব । যারা দলে থেকেও ওদের (পড়ুন BJP) সাহায্য করছ, তাদের দল থেকে তাড়াব । যারা BJP-তে গেছে তাদের আর ফেরাব না ।"

তবে, BJP-কে ভয় পেতে নিষেধ করছেন মমতা । দলীয় নেতাদের সামনে প্রশ্ন ছুড়লেন, "কাকে ভয় পাচ্ছেন ? লড়াই করুন ।" ডাক দিলেন ঘুরে দাঁড়ানোর । বললেন, "2021-এ আমরা ঘুরে দাঁড়াবই । ফিরে আসব ।"

কীভাবে ? পথও বাতলে দিলেন মমতা । তৃণমূল ভবনে উপস্থিত অরূপ খাঁ, অরূপ চক্রবর্তী, শম্পা দরিপাদের বললেন, "মানুষের কাছে যান । পাশে দাঁড়ান । দূরে সরে যাবেন না । সবাইকে সাহস জোগান । সুখ-দুঃখের কথা বলুন । জল খান । সরকারি প্রকল্পের সুবিধা পেয়েছে কি না খবর নিন ।"

কিছুদিন আগেই দলীয় নেতাদের কাটমানি ফেরাতে বলেছিলেন মুখ্যমন্ত্রী । এরপর থেকেই দলীয় নেতা, কর্মীদের বাড়িতে চড়াও হচ্ছে সাধারণ মানুষ । ছোটো-বড় নেতারাও দুষছেন মমতাকে । যা নিয়ে আজ মুখ খুললেন খোদ তৃণমূল সুপ্রিমো । বললেন, "আমি কাটমানির কথা এভাবে বলতে চাইনি । BJP বিকৃত করেছে ।"

কলকাতা, 5 জুলাই : লোকসভা নির্বাচনে একপ্রকার ধাক্কা খেয়েছে দল । মুখে ঘুরে দাঁড়ানোর কথা বললেও ঘরেই যে বিভীষণ আছে তা হাড়ে হাড়ে টের পাচ্ছেন মমতা । দলীয় কর্মসূচিতে বারবার তাদের তাড়িয়ে দেওয়ার কথা বলছেন । আজও হল তাই । আজ তৃণমূল ভবনে বাঁকুড়া, ঝাড়গ্রামের খারাপ ফল নিয়ে কাঁটাছেড়া করেন দলনেত্রী । সেখানেই স্পষ্ট বলেন, "যাদের যাওয়ার চলে যাও । দরকারে একা লড়ব । যারা দলে থেকেও ওদের (পড়ুন BJP) সাহায্য করছ, তাদের দল থেকে তাড়াব । যারা BJP-তে গেছে তাদের আর ফেরাব না ।"

তবে, BJP-কে ভয় পেতে নিষেধ করছেন মমতা । দলীয় নেতাদের সামনে প্রশ্ন ছুড়লেন, "কাকে ভয় পাচ্ছেন ? লড়াই করুন ।" ডাক দিলেন ঘুরে দাঁড়ানোর । বললেন, "2021-এ আমরা ঘুরে দাঁড়াবই । ফিরে আসব ।"

কীভাবে ? পথও বাতলে দিলেন মমতা । তৃণমূল ভবনে উপস্থিত অরূপ খাঁ, অরূপ চক্রবর্তী, শম্পা দরিপাদের বললেন, "মানুষের কাছে যান । পাশে দাঁড়ান । দূরে সরে যাবেন না । সবাইকে সাহস জোগান । সুখ-দুঃখের কথা বলুন । জল খান । সরকারি প্রকল্পের সুবিধা পেয়েছে কি না খবর নিন ।"

কিছুদিন আগেই দলীয় নেতাদের কাটমানি ফেরাতে বলেছিলেন মুখ্যমন্ত্রী । এরপর থেকেই দলীয় নেতা, কর্মীদের বাড়িতে চড়াও হচ্ছে সাধারণ মানুষ । ছোটো-বড় নেতারাও দুষছেন মমতাকে । যা নিয়ে আজ মুখ খুললেন খোদ তৃণমূল সুপ্রিমো । বললেন, "আমি কাটমানির কথা এভাবে বলতে চাইনি । BJP বিকৃত করেছে ।"


New Delhi, Jul 05 (ANI): Union Finance Minister Nirmala Sitharaman described the Non-Financial banking Companies (NBFCs) as a "critical component" of the banking system, and said the government has adopted a "comprehensive approach" towards the alternative lending sector. "Non Banking Financial Companies (NBFC) are a critical component of our banking system. The Government has adopted a comprehensive approach for NBFC financing," Sitharaman told reporters after presenting the Union Budget in the Parliament. NBFCs are reeling under massive credit crunch for the last year, and the community has asked the government to take suitable actions to ease up the liquidity flow. Reserve Bank of India had announced earlier this year a separate credit window for NBFCs to address the credit crunch.
Last Updated : Jul 5, 2019, 11:48 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.