কলকাতা, 5 জুলাই : লোকসভা নির্বাচনে একপ্রকার ধাক্কা খেয়েছে দল । মুখে ঘুরে দাঁড়ানোর কথা বললেও ঘরেই যে বিভীষণ আছে তা হাড়ে হাড়ে টের পাচ্ছেন মমতা । দলীয় কর্মসূচিতে বারবার তাদের তাড়িয়ে দেওয়ার কথা বলছেন । আজও হল তাই । আজ তৃণমূল ভবনে বাঁকুড়া, ঝাড়গ্রামের খারাপ ফল নিয়ে কাঁটাছেড়া করেন দলনেত্রী । সেখানেই স্পষ্ট বলেন, "যাদের যাওয়ার চলে যাও । দরকারে একা লড়ব । যারা দলে থেকেও ওদের (পড়ুন BJP) সাহায্য করছ, তাদের দল থেকে তাড়াব । যারা BJP-তে গেছে তাদের আর ফেরাব না ।"
তবে, BJP-কে ভয় পেতে নিষেধ করছেন মমতা । দলীয় নেতাদের সামনে প্রশ্ন ছুড়লেন, "কাকে ভয় পাচ্ছেন ? লড়াই করুন ।" ডাক দিলেন ঘুরে দাঁড়ানোর । বললেন, "2021-এ আমরা ঘুরে দাঁড়াবই । ফিরে আসব ।"
কীভাবে ? পথও বাতলে দিলেন মমতা । তৃণমূল ভবনে উপস্থিত অরূপ খাঁ, অরূপ চক্রবর্তী, শম্পা দরিপাদের বললেন, "মানুষের কাছে যান । পাশে দাঁড়ান । দূরে সরে যাবেন না । সবাইকে সাহস জোগান । সুখ-দুঃখের কথা বলুন । জল খান । সরকারি প্রকল্পের সুবিধা পেয়েছে কি না খবর নিন ।"
কিছুদিন আগেই দলীয় নেতাদের কাটমানি ফেরাতে বলেছিলেন মুখ্যমন্ত্রী । এরপর থেকেই দলীয় নেতা, কর্মীদের বাড়িতে চড়াও হচ্ছে সাধারণ মানুষ । ছোটো-বড় নেতারাও দুষছেন মমতাকে । যা নিয়ে আজ মুখ খুললেন খোদ তৃণমূল সুপ্রিমো । বললেন, "আমি কাটমানির কথা এভাবে বলতে চাইনি । BJP বিকৃত করেছে ।"