ETV Bharat / state

CAA-র প্রতিবাদে মমতার কলমে 'অধিকার'

CAA, NRC-র বিরুদ্ধে প্রথম থেকেই দলীয় কর্মীদের শান্তিপূর্ণ আন্দোলনের পরামর্শ দিয়েছিলেন ৷ এবার সোশাল মিডিয়ায় কবিতা লিখে প্রতিবাদ করলেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷

মমতা বন্দ্যোপাধ্যায়
মমতা বন্দ্যোপাধ্যায়
author img

By

Published : Dec 27, 2019, 5:47 PM IST

Updated : Dec 27, 2019, 6:11 PM IST

কলকাতা, 27 ডিসেম্বর : ফের কবিতা লিখে প্রতিবাদ জানালেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ নোটবন্দী থেকে শুরু করে কেন্দ্রের বিরুদ্ধে বিভিন্ন পদক্ষেপ, সব ক্ষেত্রেই এ'ভাবে প্রতিবাদ করতে দেখা গেছে তাঁকে ৷ এবার, নাগরিকত্ব সংশোধনী আইন 2019 (CAA) ও জাতীয় নাগরিকপঞ্জির (NRC) বিরুদ্ধেও একইভাবে প্রতিবাদ করলেন তিনি ৷ সোশাল মিডিয়ায় পোস্ট করেছেন সেই কবিতা ৷

কবিতার নাম 'অধিকার' ৷ 29 লাইনের এই কবিতা লিখে জানিয়ে দিলেন, আন্দোলনটা শান্তিপূর্ণই হবে ৷ প্রথম থেকেই দলীয় কর্মীদের প্রতি তাঁর আদেশ ছিল, CAA ও NRC-র বিরুদ্ধে আন্দোলনটা যেন শান্তি বজায় রেখেই হয় ৷ টায়ার জ্বালিয়ে, বিক্ষোভ দেখিয়ে আন্দোলন চলবে না ৷ ছবি এঁকে, কবিতা ও গানের মাধ্যমে এই প্রতিবাদী আন্দোলন চলবে ৷

Mamata Banerjee
সোশাল মিডিয়ায় মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা কবিতা

কয়েকদিন আগে রানি রাসমণি এভিনিউয়ের সভামঞ্চে ছবি এঁকে প্রতিবাদ জানিয়েছিলেন তিনি ৷ আর এবার কবিতা ৷ কবিতার প্রথম চার লাইন, "আমি তো এই দেশটাকে চিনি না ৷ আমি তো এইখানে জন্মায়নি ৷ আমি জন্মেছি ভারতবর্ষে, বিভেদ করতে শিখিনি ৷"

কলকাতা, 27 ডিসেম্বর : ফের কবিতা লিখে প্রতিবাদ জানালেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ নোটবন্দী থেকে শুরু করে কেন্দ্রের বিরুদ্ধে বিভিন্ন পদক্ষেপ, সব ক্ষেত্রেই এ'ভাবে প্রতিবাদ করতে দেখা গেছে তাঁকে ৷ এবার, নাগরিকত্ব সংশোধনী আইন 2019 (CAA) ও জাতীয় নাগরিকপঞ্জির (NRC) বিরুদ্ধেও একইভাবে প্রতিবাদ করলেন তিনি ৷ সোশাল মিডিয়ায় পোস্ট করেছেন সেই কবিতা ৷

কবিতার নাম 'অধিকার' ৷ 29 লাইনের এই কবিতা লিখে জানিয়ে দিলেন, আন্দোলনটা শান্তিপূর্ণই হবে ৷ প্রথম থেকেই দলীয় কর্মীদের প্রতি তাঁর আদেশ ছিল, CAA ও NRC-র বিরুদ্ধে আন্দোলনটা যেন শান্তি বজায় রেখেই হয় ৷ টায়ার জ্বালিয়ে, বিক্ষোভ দেখিয়ে আন্দোলন চলবে না ৷ ছবি এঁকে, কবিতা ও গানের মাধ্যমে এই প্রতিবাদী আন্দোলন চলবে ৷

Mamata Banerjee
সোশাল মিডিয়ায় মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা কবিতা

কয়েকদিন আগে রানি রাসমণি এভিনিউয়ের সভামঞ্চে ছবি এঁকে প্রতিবাদ জানিয়েছিলেন তিনি ৷ আর এবার কবিতা ৷ কবিতার প্রথম চার লাইন, "আমি তো এই দেশটাকে চিনি না ৷ আমি তো এইখানে জন্মায়নি ৷ আমি জন্মেছি ভারতবর্ষে, বিভেদ করতে শিখিনি ৷"

Intro:কলকাতা, ২৭ ডিসেম্বর: এবারে CAA এবং NRC নিয়ে কবিতা লিখে প্রতিবাদ জানালেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । "অধিকার" নাম দিয়ে ২৯ লাইনের একটি আস্ত কবিতা লিখেছেন তিনি ।



Body:মমতা বন্দ্যোপাধ্যায় দলের কর্মী- সমর্থকদের বার বারই পরামর্শ দিয়েছেন কোনও হিংসাত্মক ভাবে আন্দোলন চালানো যাবে না । ছবি এঁকে, কবিতা ও গানের মধ্যে গণতান্ত্রিক উপায়ে CAA এবং NRC -র বিরুদ্ধে প্রতিবাদ চালাতে হবে । দলীয় কর্মীদের উদ্দেশ্যে এই পরামর্শ থাকলেও মমতা নিজেই তা আগে ভাগে করে দেখালেন । গত কয়েকদিন আগে রানি রাসমণি এভেনিউয়ের সভা মঞ্চে ছবি এঁকে প্রতিবাদ জানিয়েছিলেন তিনি । প্রতিবাদ স্বরূপ আগেও লিখেছেন কবিতা । এবারে আবারও একটি দীর্ঘ কবিতা লিখলেন তৃণমূল সুপ্রিমো। নাম দিয়েছেন অধিকার । কবিতার প্রথম চার লাইন হলো "আমি তো এই দেশটাকে চিনি না । আমি তো এই খানে জন্মায়নি । আমি জন্মেছি ভারত বর্ষে, বিভেদ করতে লিখিনি ।"



Conclusion:
Last Updated : Dec 27, 2019, 6:11 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.