ETV Bharat / state

"BJP আপনাকে বিকৃত তথ্য দিয়েছে", বিধায়কের মৃত্যু নিয়ে রাষ্ট্রপতিকে চিঠি মুখ্যমন্ত্রীর

author img

By

Published : Jul 15, 2020, 1:00 PM IST

Updated : Jul 15, 2020, 1:54 PM IST

হেমতাবাদের BJP বিধায়কের দেহ উদ্ধারের ঘটনায় রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দকে চিঠি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । বিধায়কের মৃত্যু অত্যন্ত দুঃখজনক বলে চিঠিতে উল্লেখ করেছেন তিনি ।

mamata
mamata

কলকাতা, 15 জুলাই : বিধায়কের মৃত্যুর ঘটনায় CBI তদন্ত চেয়ে গতকালই রাষ্ট্রপতির দ্বারস্থ হয়েছিল BJP । এবার এনিয়ে রাষ্ট্রপতিকে চিঠি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । লেখেন, BJP তাঁকে কিছু বিকৃত তথ্য দিয়েছে । আজ রাষ্ট্রপতির সঙ্গে দেখা করে এই চিঠি তুলে দেন তৃণমূলের মুখপাত্র ডেরেক ও'ব্রায়েন ।

গতকাল BJP-র তরফে একটি প্রতিনিধি দল রাষ্ট্রপতির সঙ্গে দেখা করে । তারা রাজ্যের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে রাষ্ট্রপতির কাছে অভিযোগ জানায় । আর আজ রাষ্ট্রপতির সঙ্গে দেখা করেন ডেরেক ও'ব্রায়েন । তিনি তাঁর হাতে মুখ্যমন্ত্রীর চিঠি তুলে দেন ।

বিধায়কের মৃত্যু অত্যন্ত দুঃখজনক বলে চিঠিতে উল্লেখ করেছেন মুখ্যমন্ত্রী । BJP-র প্রতিনিধি দল তাঁকে বিধায়কের মৃত্যু নিয়ে বিকৃত তথ্য দিয়েছে বলেও অভিযোগ করেছেন তিনি । মুখ্যমন্ত্রী চিঠিতে লেখেন, "BJP-র প্রতিনিধি দল আপনাকে কিছু বিকৃত তথ্য দিয়েছে । সেই বিষয়ে আমি আপনাকে সুনির্দিষ্ট তথ্য দিচ্ছি । গতকাল সকালে আমি বিধায়ক দেবেন্দ্রনাথ রায়ের মৃত্যুর খবর পেয়েছি । একটি মোবাইল দোকানের সামনে তাঁর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়েছে । এই ঘটনা খুবই দুঃখজনক । "

  • Derek O’Brien, MP (RS) & Leader, All India Trinamool Congress Parliamentary Party, Rajya Sabha, called on President Ram Nath Kovind at Rashtrapati Bhavan, today: President’s Secretariat pic.twitter.com/h6k5n7ckTD

    — ANI (@ANI) July 15, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

BJP বিধায়কের ময়নাতদন্তের কথাও চিঠিতে উল্লেখ করেন মুখ্যমন্ত্রী । তিনি লেখেন, প্রাথমিক তদন্তের পর আত্মহত্যা বলেই আশঙ্কা করছেন তদন্তকারীরা । বিধায়কের পকেটে যে সুইসাইড নোট পাওয়া গেছে সেখানে দুই ব্যক্তির নাম রয়েছে ।

যদিও ময়নাতদন্তের রিপোর্ট মানতে নারাজ BJP । ময়নাতদন্তের রিপোর্ট "সাজানো" বলে অভিযোগ করেছে তারা । এমনকী সুইসাইড নোট মৃতের পকেটে ঢুকিয়ে দেওয়া হয়েছে বলে মন্তব্য করেছেন BJP-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ । এই বিষয়টিও চিঠিতে উল্লেখ করেছেন মুখ্যমন্ত্রী । তাঁর অভিযোগ, এই মৃত্যু রাজনৈতিক নয় । অন্তত BJP যেভাবে এই মৃত্যুকে উপস্থাপন করছে ।

কলকাতা, 15 জুলাই : বিধায়কের মৃত্যুর ঘটনায় CBI তদন্ত চেয়ে গতকালই রাষ্ট্রপতির দ্বারস্থ হয়েছিল BJP । এবার এনিয়ে রাষ্ট্রপতিকে চিঠি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । লেখেন, BJP তাঁকে কিছু বিকৃত তথ্য দিয়েছে । আজ রাষ্ট্রপতির সঙ্গে দেখা করে এই চিঠি তুলে দেন তৃণমূলের মুখপাত্র ডেরেক ও'ব্রায়েন ।

গতকাল BJP-র তরফে একটি প্রতিনিধি দল রাষ্ট্রপতির সঙ্গে দেখা করে । তারা রাজ্যের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে রাষ্ট্রপতির কাছে অভিযোগ জানায় । আর আজ রাষ্ট্রপতির সঙ্গে দেখা করেন ডেরেক ও'ব্রায়েন । তিনি তাঁর হাতে মুখ্যমন্ত্রীর চিঠি তুলে দেন ।

বিধায়কের মৃত্যু অত্যন্ত দুঃখজনক বলে চিঠিতে উল্লেখ করেছেন মুখ্যমন্ত্রী । BJP-র প্রতিনিধি দল তাঁকে বিধায়কের মৃত্যু নিয়ে বিকৃত তথ্য দিয়েছে বলেও অভিযোগ করেছেন তিনি । মুখ্যমন্ত্রী চিঠিতে লেখেন, "BJP-র প্রতিনিধি দল আপনাকে কিছু বিকৃত তথ্য দিয়েছে । সেই বিষয়ে আমি আপনাকে সুনির্দিষ্ট তথ্য দিচ্ছি । গতকাল সকালে আমি বিধায়ক দেবেন্দ্রনাথ রায়ের মৃত্যুর খবর পেয়েছি । একটি মোবাইল দোকানের সামনে তাঁর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়েছে । এই ঘটনা খুবই দুঃখজনক । "

  • Derek O’Brien, MP (RS) & Leader, All India Trinamool Congress Parliamentary Party, Rajya Sabha, called on President Ram Nath Kovind at Rashtrapati Bhavan, today: President’s Secretariat pic.twitter.com/h6k5n7ckTD

    — ANI (@ANI) July 15, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

BJP বিধায়কের ময়নাতদন্তের কথাও চিঠিতে উল্লেখ করেন মুখ্যমন্ত্রী । তিনি লেখেন, প্রাথমিক তদন্তের পর আত্মহত্যা বলেই আশঙ্কা করছেন তদন্তকারীরা । বিধায়কের পকেটে যে সুইসাইড নোট পাওয়া গেছে সেখানে দুই ব্যক্তির নাম রয়েছে ।

যদিও ময়নাতদন্তের রিপোর্ট মানতে নারাজ BJP । ময়নাতদন্তের রিপোর্ট "সাজানো" বলে অভিযোগ করেছে তারা । এমনকী সুইসাইড নোট মৃতের পকেটে ঢুকিয়ে দেওয়া হয়েছে বলে মন্তব্য করেছেন BJP-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ । এই বিষয়টিও চিঠিতে উল্লেখ করেছেন মুখ্যমন্ত্রী । তাঁর অভিযোগ, এই মৃত্যু রাজনৈতিক নয় । অন্তত BJP যেভাবে এই মৃত্যুকে উপস্থাপন করছে ।

Last Updated : Jul 15, 2020, 1:54 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.