কলকাতা, 24 এপ্রিল: তৃণমূলের জনসংযোগ যাত্রা সফল করার জন্য মানুষের আশীর্বাদ চাইলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ 'তৃণমূলে নবজোয়ার' প্রচেষ্টার ভূয়সী প্রশংসা করে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে টুইটে অভিনন্দন জানিয়েছেন তৃণমূল নেত্রী ৷ তাঁর সেই টুইটকে রিটুইট করে মমতাকে ধন্যবাদ জানিয়েছেন অভিষেক ৷
সোমবার থেকে জনসংযোগ যাত্রা শুরু করছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ তাঁর উদ্যোগকে কুর্নিশ করে এ দিন সকালে টুইট করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তিনি টুইটে লেখেন, "তৃণমূলে নবজোয়ার একটি প্রথম রাজনৈতিক প্রচার ৷ রাজ্যজুড়ে জনসংযোগ যাত্রা শুরু করার জন্য আমি আন্তরিকভাবে অভিনন্দন জানাতে চাই অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং সমস্ত দলীয় কর্মীদের ।"
-
#TrinamooleNaboJowar is a first-of-its-kind political campaign, and I want to heartily congratulate @abhishekaitc & all the party workers for embarking upon #JonoSanjogYatra, which will traverse across the state. (1/2)
— Mamata Banerjee (@MamataOfficial) April 24, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
">#TrinamooleNaboJowar is a first-of-its-kind political campaign, and I want to heartily congratulate @abhishekaitc & all the party workers for embarking upon #JonoSanjogYatra, which will traverse across the state. (1/2)
— Mamata Banerjee (@MamataOfficial) April 24, 2023#TrinamooleNaboJowar is a first-of-its-kind political campaign, and I want to heartily congratulate @abhishekaitc & all the party workers for embarking upon #JonoSanjogYatra, which will traverse across the state. (1/2)
— Mamata Banerjee (@MamataOfficial) April 24, 2023
তাঁর দলের আগামী দিনের লক্ষ্যের কথা জানিয়ে নেত্রী আরও লিখেছেন, "আমরা তৃণমূলে প্রগতি ও উন্নয়নের একটি নতুন তরঙ্গের সূচনা করার লক্ষ্য নিয়েছি, যার জন্য আমরা বিনীতভাবে এই প্রচেষ্টা সফল করার জন্য বাংলার মানুষের আশীর্বাদ কামনা করছি ।"
তৃণমূল নেত্রীর এই টুইটকে রিটুইট করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশে তিনি লিখেছেন, "ধন্যবাদ দিদি ! আমরা আমাদের দৃঢ় প্রচেষ্টায় সংকল্পবদ্ধ যে, আপনার কল্যাণমূলক উদ্যোগগুলি জাতি, গোষ্ঠী, ধর্ম, বা রাজনৈতিক ক্ষেত্র নির্বিশেষে সমস্ত পরিবারের কাছে পৌঁছেছে । পশ্চিমবঙ্গ অন্যদের অনুকরণ করার জন্য আশা এবং অনুপ্রেরণার পথপ্রদর্শক হিসাবে কাজ চালিয়ে যাবে ।"
-
Thank you Didi! We are resolute in our determination to ensure that your welfare initiatives reach all households regardless of their caste, creed, religion, or political association. WB has and will continue to serve as a beacon of hope and inspiration for others to emulate. https://t.co/YqCTBwfQHi
— Abhishek Banerjee (@abhishekaitc) April 24, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Thank you Didi! We are resolute in our determination to ensure that your welfare initiatives reach all households regardless of their caste, creed, religion, or political association. WB has and will continue to serve as a beacon of hope and inspiration for others to emulate. https://t.co/YqCTBwfQHi
— Abhishek Banerjee (@abhishekaitc) April 24, 2023Thank you Didi! We are resolute in our determination to ensure that your welfare initiatives reach all households regardless of their caste, creed, religion, or political association. WB has and will continue to serve as a beacon of hope and inspiration for others to emulate. https://t.co/YqCTBwfQHi
— Abhishek Banerjee (@abhishekaitc) April 24, 2023
তৃণমূলের নবজোয়ার কর্মসূচিতে জনসংযোগ যাত্রা শুরু করতে আজ কলকাতা থেকে রওনা হচ্ছেন অভিষেক বন্দ্য়োপাধ্যায় ৷ 25 তারিখ থেকে জেলায় জেলায় শুরু হচ্ছে গ্রাম বাংলার মতামত নিয়ে তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত নির্বাচনে প্রার্থী নির্বাচন প্রক্রিয়া ৷ উত্তরবঙ্গের কোচবিহার থেকে এই কর্মসূচি শুরু হয়ে চলবে টানা 56 দিন ৷ যাত্রা শেষ করে কলকাতায় ফিরবেন অভিষেক ৷ সোমবার বাগডোগরা হয়ে প্রথমে তিনি তিনদিনের কোচবিহার সফরে যাচ্ছেন ৷
আরও পড়ুন: দুর্নীতির টাকা দিয়ে বিলাসী বাস ও 292 তাঁবু খাটিয়ে জনসংযোগ, অভিষেককে কটাক্ষ দিলীপের