কলকাতা, 6 ডিসেম্বর: ‘ইন্ডিয়া’-র বৈঠক নিয়ে তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ফোন করেছিলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি ৷ বুধবার নিজেই এই কথা জানিয়েছেন মমতা ৷ এ দিন তিনি কলকাতা বিমানবন্দর থেকে উত্তরবঙ্গের উদ্দেশে রওনা দেন ৷ তার আগেই রাহুলের ফোনের বিষয়টি প্রকাশ্যে আনেন মমতা ৷
তিনি বলেন, গত পরশুদিন রাহুলজি (রাহুল গান্ধি) ফোন করেছিলেন এবং তিনি বৈঠকের বিষয়ে বলেন ৷ আমি তখন বলি, কেউ তো জানায়নি ৷ আমি তো কিছু জানি না ৷ তাই আমার কর্মসূচি আগে থেকেই ঠিক ছিল ৷ সাত-দশদিন আগে না জানালে অন্য মুখ্যমন্ত্রীরাও ব্যস্ত থাকেন ৷ আমরা খুব তাড়াতাড়ি দেখা করব, যখন তাঁরা ঠিক করবেন ৷ এর জন্য ভয় পাওয়ার কিছু নেই ৷’’
উল্লেখ্য, গত রবিবার রাজ্যের বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশিত হয় ৷ তেলেঙ্গানায় প্রথমবার ক্ষমতা দখল করতে পারলেও হিন্দিবলয়ের তিন রাজ্যে বিজেপির কাছে হেরে যায় কংগ্রেস ৷ তার পরই কংগ্রেসের তরফে ‘ইন্ডিয়া’র বৈঠক ডাকা হয় ৷ কিন্তু আগে থেকে কর্মসূচি ঠিক থাকায় বৈঠকে যাবেন না বলে জানিয়ে দেন মমতা বন্দ্যোপাধ্য়ায় ৷ পরে বৈঠকে না থাকার কথা শোনা যায় নীতীশ কুমার, অখিলেশ যাদব, এম কে স্ট্যালিনদের তরফ থেকেও ৷
ফলে এই নিয়ে জটিলতা তৈরি হয় ৷ প্রশ্ন ওঠে, তাহলে ‘ইন্ডিয়া’য় কংগ্রেসের নেতৃত্ব মানতে নারাজ অন্য শরিকরা ? পরিস্থিতি বুঝে পিছু হটে কংগ্রেসও ৷ আজ বুধবার ওই বৈঠক হওয়ার কথা ছিল ৷ আপাতত তা পিছিয়ে দেওয়া হয়েছে ৷ কবে হবে তা এখনও জানা যায়নি ৷ তবে মমতা বন্দ্যোপাধ্য়ায় এ দিন যা বলেছেন, তা থেকে স্পষ্ট যে খুব শীঘ্রই এই বৈঠক হতে চলেছে ৷
উল্লেখ্য, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এ দিন জানিয়েছেন যে তিনি সরকারি ও ব্যক্তিগত কাজে উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন ৷ ফিরবেন আগামী 12 ডিসেম্বর ৷ এই সময়ের মধ্যে উত্তরবঙ্গের চারটি জেলায় তাঁর কর্মসূচি রয়েছে ৷ তাছাড়া তাঁর পরিবারে একটি বিয়ের অনুষ্ঠান রয়েছে ৷ বিয়ের অনুষ্ঠানের সময় তিনি না থাকলেও নবদম্পতি তাঁর কাছে আশীর্বাদ নেবেন, সেই উপলক্ষ্যেও তিনি এই সময় উত্তরবঙ্গে উপস্থিত থাকবেন ৷
আরও পড়ুন: