কলকাতা, 4 ডিসেম্বর: ডিসেম্বরেই ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে রয়েছে লক্ষ কণ্ঠে গীতাপাঠের আসর । আয়োজক আরএসএস ঘনিষ্ঠ অখিল ভারতীয় সংস্কৃতি পরিষদ । আমন্ত্রিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । আমন্ত্রিত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও । আমন্ত্রণ পেলেও এখনও সেখানে উপস্থিত থাকবেন কি না, তা স্পষ্ট ভাবে বলতে পারছেন না তিনি । সোমবার বিধানসভায় নিজের ঘরে বসে একথাই জানিয়েছেন মুখ্যমন্ত্রী ।
এ দিন বিধানসভায় নিজেই এই সংগঠনের থেকে আমন্ত্রণ পাওয়ার কথা বলেন মমতা বন্দ্যোপাধ্যায় । তিনি বলেন, ‘‘গীতাপাঠের আসরে যাওয়ার আমন্ত্রণ জানিয়েছে আমায় । কিন্তু এই সংগঠন কারা, আমি জানি না । আমায় জানতে হবে । এরা বিজেপির লোক বলেই মনে হয় ।’’
সাংবাদিকদের থেকে কেউ কেউ মুখ্যমন্ত্রীকে জানান, এরাই ত্রিবেণীতে কুম্ভমেলার কথা বলেছিলেন । মুখ্যমন্ত্রী বলেন, ‘‘যে বিষয়টি আমি জানি না, তা নিয়ে কথা বলে লাভ নেই ।’’ কিন্তু বিজেপির যোগ থাকার সম্ভাবনা নিয়ে তিনি বলেন, ‘‘করুক না গীতাপাঠ । গীতাপাঠ নিয়ে কী অসুবিধা ? আমি তো নিজে রোজ চণ্ডীপাঠ করি ।’’
এখনও পর্যন্ত যা খবর, আগামী 24 ডিসেম্বর গীতা জয়ন্তী উপলক্ষে ব্রিগেডে তিন ঘণ্টার একটা অনুষ্ঠানের আয়োজন করেছে গেরুয়াপন্থী সংগঠন অখিল ভারতীয় সনাতন সংস্কৃতি পরিষদ । এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাজ্যের সমস্ত সাংসদ ও বিধায়ককে ।
ব্রিগেডের ওই অনুষ্ঠানে পুরীর শংকরাচার্য নিশ্চলানন্দ সরস্বতী ও দ্বারকার শংকরাচার্য সদানন্দ সরস্বতীর উপস্থিত থাকার কথা । থাকবে মোট 3600 হিন্দুত্ববাদী সংগঠন । এই অনুষ্ঠানে গীতার প্রধান 5টি অধ্যায় পাঠ করা হবে । অন্তত 1 লক্ষ সমবেত কণ্ঠে গীতাপাঠ হবে । ব্রিগেডে এই ধর্মীয় সমাবেশ অখিল ভারতীয় সনাতন সংস্কৃতি পরিষদ করলেও পিছনে পুরোপুরিভাবে বিজেপি ও সংঘ পরিবার রয়েছে বলে কোনও কোনও মহল থেকে দাবি করা হচ্ছে । সেখানে মুখ্যমন্ত্রী আমন্ত্রিত হলেও যে যাবেন না, তা একরকম নিশ্চিত বলে যখন ধরা হচ্ছে, তখন মমতার এই ছোট্ট টিপ্পনী যথেষ্ট অর্থবহ বলেই মনে করছে রাজনৈতিক মহল ।
আরও পড়ুন: