ETV Bharat / state

Mamata Banerjee on INDIA: চেয়ার নয় বিজেপিকে হারানোই মূল লক্ষ্য, একুশের মঞ্চ থেকে বার্তা মমতার

Mamata Banerjee Attacks BJP from 21 July Rally: একুশে জুলাইয়ের মঞ্চ থেকে বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় ৷ বিরোধীদের জোট ইন্ডিয়ার আসল লক্ষ্য যে বিজেপিকে হারানো, সেটাও তিনি স্পষ্ট করেছেন ৷ তাঁর কথায়, বিজেপিকে হারিয়ে 2024 এ নতুন ভারতের জন্ম হবে ৷

Mamata Banerjee on INDIA
Mamata Banerjee on INDIA
author img

By

Published : Jul 21, 2023, 3:21 PM IST

কলকাতা, 21 জুলাই: 2024 সালের লোকসভা নির্বাচনে বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে জোট তৈরি করেছে বিরোধী রাজনৈতিক দলগুলি ৷ সেই জোটের আসল লক্ষ্য যে শুধুই বিজেপিকে হারানো, শুক্রবার ধর্মতলায় শহিদ দিবসের মঞ্চ থেকে সেটাই স্পষ্ট করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷

তিনি বলেন, ‘‘...আমরা চেয়ারকে কেয়ার করি না ৷ কোনও চেয়ার আমাদের চাই না ৷ আমরা পরিষ্কার বলছি আমরা চাই দেশ থেকে বিজেপি রাজনৈতিক ভাবে বিদায় নিক ৷’’

কেন বিজেপিকে হারাতে চান, এ দিনের মঞ্চ থেকে সেই ব্যাখ্যাও করেছেন মমতা ৷ তাঁর কথায়, ‘‘...বিজেপিকে আর সহ্য করা যাচ্ছে না ৷ সব সীমা পার করে দিয়েছে ৷’’

আরও পড়ুন: একুশে জুলাইয়ের মঞ্চ থেকে দিল্লি চলোর ডাক মমতার, মানুষের ঢল ধর্মতলায়

প্রসঙ্গত, মাস তিনেক আগে নবান্নে এসে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার ও উপ-মুখ্যমন্ত্রী তেজস্বী যাদব ৷ সেই বৈঠকেই মমতা বিরোধীদের নিয়ে একটি বৈঠক আয়োজনের প্রস্তাব দেন নীতীশকে ৷ সেই মতো গত জুনে পটনায় বিরোধীদের প্রথম বৈঠক হয় ৷ তার পর চলতি মাসে বেঙ্গালুরুতে জোটের দ্বিতীয় বৈঠক হয় ৷ সেই বৈঠকে বিরোধী জোটের নাম ঠিক হয় ইন্ডিয়া ৷ এ দিন মমতা সেই নিয়েও মুখ খুলেছেন ৷

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘আজ আমি খুশি 24 এর আগে আমরা ইন্ডিয়া নামে একটি ইনক্লুসিভ জোট তৈরি করতে পেরেছি ৷ আজ ভারতবর্ষে যে লড়াই হোক না কেন সবটা ইন্ডিয়ার ব্যানারে হবে ৷ জিতেগা ভারত এই ব্যানারে হবে ৷’’

তিনি আরও বলেন, ‘‘আগামী চব্বিশে সৃষ্টি হবে৷ ইন্ডিয়ার নতুন করে জন্ম হবে ৷ ইন্ডিয়ার নতুন করে সৃষ্টি হবে উন্নয়নের জন্য, মানুষের জন্য, একতার জন্য, সম্প্রীতির জন্য, সংহতির জন্য ৷’’

আরও পড়ুন: গান্ধি জয়ন্তীতে দিল্লি চলোর ডাক মমতার

পাশাপাশি তিনি বলেন, ‘‘মানুষ ঠিক করবে কোন সরকার আসবে ৷ কিন্তু মোদি সরকার এলে দেশে আর গণতন্ত্র থাকবে না ৷ বিজেপির সরকার এলে জনতা থাকবে না ৷ মা-বোনেদের সম্মান থাকবে না ৷ ওদের ফেলে দাও তার পর শান্তি পাওয়া যাবে ৷’’ তিনি আরও জানান যে তৃণমূল কংগ্রেস চেয়ার নয়, দেশের শান্তি জানান ৷

কলকাতা, 21 জুলাই: 2024 সালের লোকসভা নির্বাচনে বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে জোট তৈরি করেছে বিরোধী রাজনৈতিক দলগুলি ৷ সেই জোটের আসল লক্ষ্য যে শুধুই বিজেপিকে হারানো, শুক্রবার ধর্মতলায় শহিদ দিবসের মঞ্চ থেকে সেটাই স্পষ্ট করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷

তিনি বলেন, ‘‘...আমরা চেয়ারকে কেয়ার করি না ৷ কোনও চেয়ার আমাদের চাই না ৷ আমরা পরিষ্কার বলছি আমরা চাই দেশ থেকে বিজেপি রাজনৈতিক ভাবে বিদায় নিক ৷’’

কেন বিজেপিকে হারাতে চান, এ দিনের মঞ্চ থেকে সেই ব্যাখ্যাও করেছেন মমতা ৷ তাঁর কথায়, ‘‘...বিজেপিকে আর সহ্য করা যাচ্ছে না ৷ সব সীমা পার করে দিয়েছে ৷’’

আরও পড়ুন: একুশে জুলাইয়ের মঞ্চ থেকে দিল্লি চলোর ডাক মমতার, মানুষের ঢল ধর্মতলায়

প্রসঙ্গত, মাস তিনেক আগে নবান্নে এসে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার ও উপ-মুখ্যমন্ত্রী তেজস্বী যাদব ৷ সেই বৈঠকেই মমতা বিরোধীদের নিয়ে একটি বৈঠক আয়োজনের প্রস্তাব দেন নীতীশকে ৷ সেই মতো গত জুনে পটনায় বিরোধীদের প্রথম বৈঠক হয় ৷ তার পর চলতি মাসে বেঙ্গালুরুতে জোটের দ্বিতীয় বৈঠক হয় ৷ সেই বৈঠকে বিরোধী জোটের নাম ঠিক হয় ইন্ডিয়া ৷ এ দিন মমতা সেই নিয়েও মুখ খুলেছেন ৷

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘আজ আমি খুশি 24 এর আগে আমরা ইন্ডিয়া নামে একটি ইনক্লুসিভ জোট তৈরি করতে পেরেছি ৷ আজ ভারতবর্ষে যে লড়াই হোক না কেন সবটা ইন্ডিয়ার ব্যানারে হবে ৷ জিতেগা ভারত এই ব্যানারে হবে ৷’’

তিনি আরও বলেন, ‘‘আগামী চব্বিশে সৃষ্টি হবে৷ ইন্ডিয়ার নতুন করে জন্ম হবে ৷ ইন্ডিয়ার নতুন করে সৃষ্টি হবে উন্নয়নের জন্য, মানুষের জন্য, একতার জন্য, সম্প্রীতির জন্য, সংহতির জন্য ৷’’

আরও পড়ুন: গান্ধি জয়ন্তীতে দিল্লি চলোর ডাক মমতার

পাশাপাশি তিনি বলেন, ‘‘মানুষ ঠিক করবে কোন সরকার আসবে ৷ কিন্তু মোদি সরকার এলে দেশে আর গণতন্ত্র থাকবে না ৷ বিজেপির সরকার এলে জনতা থাকবে না ৷ মা-বোনেদের সম্মান থাকবে না ৷ ওদের ফেলে দাও তার পর শান্তি পাওয়া যাবে ৷’’ তিনি আরও জানান যে তৃণমূল কংগ্রেস চেয়ার নয়, দেশের শান্তি জানান ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.