ETV Bharat / state

Mamata On Sagardighi Defeat: অনৈতিক জোটের জয় ! সাগরদিঘি হারিয়েও আত্মবিশ্বাসী মমতা - মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

বাইরন বিশ্বাসের 'হাত' ধরে বিধানসভার টিকিট পেয়েছে কংগ্রেস । সাগরদিঘিতে হারলেও একে বিশেষ গুরুত্ব দিতে রাজি নন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । 'অনৈতিক জোটের জয়', অধীরকে কটাক্ষ করলেন তৃণমূল সুপ্রিমো (Mamata Banerjee says nothing to worry about Sagardighi Defeat)।

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Mar 2, 2023, 7:23 PM IST

কলকাতা, 2 মার্চ: সাগরদিঘি উপ-নির্বাচনে সাফ হয়ে গিয়েছে তৃণমূল । প্রায় 23 হাজার ভোটে জিতেছেন বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী বাইরন বিশ্বাস । এই নিয়ে এবার কংগ্রেসকে কাঠগড়ায় তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । বৃহস্পতিবার নবান্নে সাংবাদিক সম্মেলন করে সাগরদিঘি উপনির্বাচন নিয়ে প্রতিক্রিয়া দেন তৃণমূল সুপ্রিমো । সেখানে কংগ্রেসের জয়কে 'অনৈতিক জোটের জয়' বলে ব্যাখ্যা করেন তিনি । একই সঙ্গে এদিন সাগরদিঘি সম্পর্কে বলতে গিয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীকে আক্রমণ করেছেন তিনি (Mamata Banerjee slams Adhir Ranjan Chowdhury) ।

মমতা বলেন, "সাগরদিঘিতে আমরা হেরেছি । কাউকে দোষারোপ করতে চাই না । ভোটের ক্ষেত্রে মাইনাস-প্লাস হয়েই থাকে । কিন্তু একটি অনৈতিক জোট হয়েছে । এই ঘটনার তীব্র নিন্দা করছি । বিজেপির ভোট এবার কংগ্রেসে গিয়েছে । সিপিএম-কংগ্রেস এক হয়ে গিয়েছে । এখন বিজেপির ভোটও ওরা পাচ্ছে ।"

অধীর চৌধুরীকেও আক্রমণ করেন তিনি । কংগ্রেস নেতার বক্তব্যের পরিপ্রেক্ষিতে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "আমি অধীর চৌধুরীর বক্তব্য দেখেছি । তিনি বলেছেন, বাম-বিজেপি'র সাহায্য পেয়েছেন । আমি তাঁকে ধন্যবাদ জানাতে চাই, সত্যি কথা বলার জন্য । এটা আমরা সবসময় বলতাম । উনি এটা সত্যি প্রমাণ করলেন । মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানোর জন্য বিজেপির সাহায্য নিয়েছেন । 2021 বিধানসভা নির্বাচনেও ওরা এরকম অনৈতিক জোট করেছিল । তখন বাম-কংগ্রেস বিজেপি'কে ভোট দিয়েছিল । এবার বিজেপি ওদের ভোট দিয়েছে । দেওয়া-নেওয়ার সম্পর্ক ।"

একই সঙ্গে সাগরদিঘি হাতছাড়া হলেও আত্মবিশ্বাসের সুর তৃণমূল সুপ্রিমোর গলায় । পঞ্চায়েত নির্বাচনের আগে এই হারকে বিশেষ গুরুত্ব দিতেও রাজি নন তিনি । মমতা জানান, একটা আসনে হয়েছে মানে সর্বত্রই এমন হবে এমনটা ভাবার কারণ নেই । তৃণমূলের ওড়ানোর স্বপ্ন দেখতে হলে চোখে সর্ষে ফুল দেখতে হবে । ওদের রাজনৈতিক নাটক খতম করব । এটা আমার চ্যালেঞ্জ । তবে এই হার থেকে শিক্ষা নেওয়ার কথাও জানিয়েছেন নেত্রী ।

আরও পড়ুন: সাগরদিঘিতে বাইরনের জয়, পঞ্চায়েতের লড়াইয়ের জন্য কি সিঁদুরে মেঘ দেখছে তৃণমূল ?

কলকাতা, 2 মার্চ: সাগরদিঘি উপ-নির্বাচনে সাফ হয়ে গিয়েছে তৃণমূল । প্রায় 23 হাজার ভোটে জিতেছেন বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী বাইরন বিশ্বাস । এই নিয়ে এবার কংগ্রেসকে কাঠগড়ায় তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । বৃহস্পতিবার নবান্নে সাংবাদিক সম্মেলন করে সাগরদিঘি উপনির্বাচন নিয়ে প্রতিক্রিয়া দেন তৃণমূল সুপ্রিমো । সেখানে কংগ্রেসের জয়কে 'অনৈতিক জোটের জয়' বলে ব্যাখ্যা করেন তিনি । একই সঙ্গে এদিন সাগরদিঘি সম্পর্কে বলতে গিয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীকে আক্রমণ করেছেন তিনি (Mamata Banerjee slams Adhir Ranjan Chowdhury) ।

মমতা বলেন, "সাগরদিঘিতে আমরা হেরেছি । কাউকে দোষারোপ করতে চাই না । ভোটের ক্ষেত্রে মাইনাস-প্লাস হয়েই থাকে । কিন্তু একটি অনৈতিক জোট হয়েছে । এই ঘটনার তীব্র নিন্দা করছি । বিজেপির ভোট এবার কংগ্রেসে গিয়েছে । সিপিএম-কংগ্রেস এক হয়ে গিয়েছে । এখন বিজেপির ভোটও ওরা পাচ্ছে ।"

অধীর চৌধুরীকেও আক্রমণ করেন তিনি । কংগ্রেস নেতার বক্তব্যের পরিপ্রেক্ষিতে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "আমি অধীর চৌধুরীর বক্তব্য দেখেছি । তিনি বলেছেন, বাম-বিজেপি'র সাহায্য পেয়েছেন । আমি তাঁকে ধন্যবাদ জানাতে চাই, সত্যি কথা বলার জন্য । এটা আমরা সবসময় বলতাম । উনি এটা সত্যি প্রমাণ করলেন । মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানোর জন্য বিজেপির সাহায্য নিয়েছেন । 2021 বিধানসভা নির্বাচনেও ওরা এরকম অনৈতিক জোট করেছিল । তখন বাম-কংগ্রেস বিজেপি'কে ভোট দিয়েছিল । এবার বিজেপি ওদের ভোট দিয়েছে । দেওয়া-নেওয়ার সম্পর্ক ।"

একই সঙ্গে সাগরদিঘি হাতছাড়া হলেও আত্মবিশ্বাসের সুর তৃণমূল সুপ্রিমোর গলায় । পঞ্চায়েত নির্বাচনের আগে এই হারকে বিশেষ গুরুত্ব দিতেও রাজি নন তিনি । মমতা জানান, একটা আসনে হয়েছে মানে সর্বত্রই এমন হবে এমনটা ভাবার কারণ নেই । তৃণমূলের ওড়ানোর স্বপ্ন দেখতে হলে চোখে সর্ষে ফুল দেখতে হবে । ওদের রাজনৈতিক নাটক খতম করব । এটা আমার চ্যালেঞ্জ । তবে এই হার থেকে শিক্ষা নেওয়ার কথাও জানিয়েছেন নেত্রী ।

আরও পড়ুন: সাগরদিঘিতে বাইরনের জয়, পঞ্চায়েতের লড়াইয়ের জন্য কি সিঁদুরে মেঘ দেখছে তৃণমূল ?

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.