কলকাতা, 4 অগস্ট: মোদি পদবি নিয়ে রাহুল গান্ধির আপত্তিকর মন্তব্য করার মামলায় গুজরাতের সুরাত আদালতের রায়ের উপর স্থগিতাদেশ দিয়েছে সুপ্রিম কোর্ট ৷ শুক্রবার শীর্ষ আদালতের নির্দেশ জানতে পেরে খুশি তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ টুইট করে তিনি সেই খুশি ব্যক্তও করেছেন ৷ জানিয়েছেন, দেশের জন্য বিরোধীদের ‘ইন্ডিয়া’ জোটের লড়াই এর ফলে আরও জোরদার হল ৷
টুইটারে মমতা বন্দ্যোপাধ্য়ায় লিখেছেন, ‘‘রাহুল গান্ধির সাংসদ পদ সংক্রান্ত খবরে আমি খুশি ৷ এটি আমাদের মাতৃভূমির জন্য ঐক্যবদ্ধভাবে লড়াই করার এবং জয়ী হওয়ার জন্য ইন্ডিয়া জোটের সংকল্পকে আরও শক্তিশালী করবে । বিচার বিভাগের জয় হয়েছে !’’
-
I am happy with the news about the MP-ship of @RahulGandhi This will further strengthen the resolve of the INDIA alliance to unitedly fight for our motherland and win. A victory of the judiciary!
— Mamata Banerjee (@MamataOfficial) August 4, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
">I am happy with the news about the MP-ship of @RahulGandhi This will further strengthen the resolve of the INDIA alliance to unitedly fight for our motherland and win. A victory of the judiciary!
— Mamata Banerjee (@MamataOfficial) August 4, 2023I am happy with the news about the MP-ship of @RahulGandhi This will further strengthen the resolve of the INDIA alliance to unitedly fight for our motherland and win. A victory of the judiciary!
— Mamata Banerjee (@MamataOfficial) August 4, 2023
সুপ্রিম কোর্টে স্বস্তি রাহুল গান্ধি: 2019 সালের লোকসভা ভোট চলাকালীন কর্ণাটকের একটি প্রচার সভা থেকে রাহুল গান্ধি মোদি পদবি নিয়ে আপত্তিকর মন্তব্য করেন বলে অভিযোগ ৷ তাঁর বিরুদ্ধে ফৌজদারি মানহানির মামলা দায়ের হয় ৷ সেই মামলায় গত মার্চে গুজরাতের সুরাতের আদালত রাহুলকে দোষী সাব্যস্ত করে ৷ তাঁর দু’বছরের সাজা হয় ৷ সেই রায়ের উপর শুক্রবার স্থগিতাদেশ দিয়েছে সুুপ্রিম কোর্ট ৷
আরও পড়ুন: Rahul MP Status: 'সত্যমেব জয়তে', বলছে কংগ্রেস; এবার রাহুলের সাংসদ পদ ফেরাতে তদ্বির লোকসভায়
এর আগে ওই রায়ের বিরুদ্ধে সুরাতের দায়রা আদালত ও গুজরাত হাইকোর্টেও আপিল করেছিলেন কংগ্রেসের এই নেতা ৷ কিন্তু দু’টি আদালতেই তাঁর আরজি খারিজ হয়ে যায় ৷ কিন্তু এবার সুপ্রিম কোর্ট ওই রায়ের উপর স্থগিতাদেশ দিল ৷ যা রাহুল গান্ধির কাছে খুবই স্বস্তির বিষয় ৷
রাহুল গান্ধির সাংসদ পদ খারিজ: জনপ্রতিনিধিত্ব আইন অনুযায়ী, কোনও সাংসদ বা বিধায়কের দু’বছরের সাজা হলে তাঁর পদ খারিজ গয়ে যায় ৷ গত মার্চে যখন মানহানির মামলায় রাহুলের দু’বছরের কারাদণ্ড হয়, তখন স্বাভাবিক নিয়মে তাঁর সাংসদপদ বাতিল হয়ে যায় ৷
এই নিয়ে বিজেপির বিরুদ্ধে রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ তুলেছিল কংগ্রেস ৷ রাহুল গান্ধিও দাবি করেছিলেন যে সংসদে তাঁর কণ্ঠস্বর রুদ্ধ করার জন্যই সাংসদ পদ বাতিল করা হয়েছে ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি লোকসভায় তাঁর মুখোমুখি হতে ভয় পাচ্ছেন বলেও সেই সময় কটাক্ষ করেন রাহুল ৷
শক্তিশালী বিরোধী জোট: রাহুলের সাংসদ পদ যখন খারিজ হয়, তখন বিরোধীদের ইন্ডিয়া জোট তৈরি হয়নি ৷ কিন্তু সেই সময়ও বিরোধী রাজনৈতিক দলগুলি এই ইস্যুতে কেন্দ্রের মোদি সরকারের বিরুদ্ধে তোপ দেগেছিল ৷ রাহুলের সমর্থনে টুইট করেছিলেন মমতা বন্দ্যোপাধ্য়ায় ৷ তার পরবর্তী সময়ে ইন্ডিয়া জোট তৈরি হওয়ার পর বিরোধীরা অনেকটাই একজোট হয়ে বিজেপির মোকাবিলা করছে ৷ তার মধ্যে সুপ্রিম কোর্টের এই রায় বিরোধীদের যে বাড়িতে অক্সিজেন দিল, তা মমতা বন্দ্যোপাধ্যায়ের টুইট থেকেই স্পষ্ট ৷
আরও পড়ুন: শাস্তিতে স্থগিতাদেশ, সুপ্রিম কোর্টে বিরাট স্বস্তি রাহুলের