কলকাতা, 29 নভেম্বর: আরও একবার বিধানসভায় দাঁড়িয়ে মহার্ঘ ভাতা নিয়ে মুখ খুললেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । আরও একবার তিনি জানিয়ে দিলেন ডিএ দেওয়াটা বাধ্যতামূলক নয়, ঐচ্ছিক । বুধবার বিধানসভায় শীতকালীন অধিবেশনের দ্বিতীয় অর্ধে বিধায়কদের ভাতা বৃদ্ধি নিয়ে আলোচনার সময় উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ৷ সেখানেই তিনি এই নিয়ে মুখ খোলেন ।
মমতার কথায়, ‘‘বামেদের জন্যই এই সমস্যা । ওদের দেনা শোধ করে যেতে হচ্ছে । 2019 সাল পর্যন্ত পঞ্চম বেতন কমিশনকে গুরুত্ব দিয়ে 90 শতাংশ মহার্ঘ ভাতা দিয়েছি । ধাপে ধাপে 1 লক্ষ 66 হাজার 865 কোটি টাকা দেওয়া হয়েছে । ষষ্ঠ পে কমিশনের সুপারিশ কার্যকর করতে গিয়ে 2 লক্ষ 52 হাজার কোটি খরচ হয়েছে । কিন্তু মনে রাখুন, মহার্ঘ ভাতা বাধ্যতামূলক নয়, ঐচ্ছিক । কারও আপত্তি থাকলে কেন্দ্রীয় সরকারে গিয়ে কাজে যোগ দিন । কাউকে বাধা দেওয়া হয়নি । আমরা কাউকে আটকায়নি ।’’
এখানেই শেষ নয় ৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এ দিন বলেন, ‘‘মনে রাখুন কেন্দ্র এতদিন ছুটি দেয় না । আমরা সেখানে 40 থেকে 45 দিন ছুটি দিয়ে থাকি । এই বিষয়গুলো মাথায় রাখবেন। আমরা দশ বছরে একবার বিদেশ যাওয়ার ব্যবস্থা করেছি ।’’
তিনি আরও বলেন, ‘‘কেন্দ্রীয় কর্মীরা তাঁদের কাঠামো অনুযায়ী চলে । সেই অনুযায়ী বেতন বা ডিএ পায় । রাজ্য চলে রাজ্যের নিয়মে । কাজেই এই আবদার গ্রহণযোগ্য নয় ।’’ অতীতেও ডিএ নিয়ে বিধানসভায় একই ধরনের বক্তব্য রেখেছিলেন মুখ্যমন্ত্রী । এ দিন কার্যত মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের তারই পুনরাবৃত্তি শোনা গেল ।
উল্লেখ্য, বকেয়া ডিএ-র দাবিতে সরকারি কর্মচারীরা দীর্ঘদিন ধরে আন্দোলন করছেন ৷ এই নিয়ে আদালতেও জল গড়িয়েছে ৷ এখন পুরো বিষয়টি সুপ্রিম কোর্টে বিচারাধীন ৷
আরও পড়ুন: