ETV Bharat / state

ডিএ বাধ্যতামূলক নয় ঐচ্ছিক, বিধানসভায় বললেন মুখ্যমন্ত্রী - মহার্ঘ ভাতা

Mamata Banerjee on DA: বকেয়া ডিএ-র দাবিতে আন্দোলন চলছে দীর্ঘদিন ৷ সুপ্রিম কোর্টে বিষয়টি বিচারাধীনও রয়েছে ৷ কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, ডিএ বাধ্যতামূলক নয় ঐচ্ছিক ৷ বুধবার বিধানসভায় তিনি এই কথা বলেন ৷ আগেও তিনি একই কথা বলেছিলেন ৷

Mamata Banerjee on DA
Mamata Banerjee on DA
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 29, 2023, 6:13 PM IST

কলকাতা, 29 নভেম্বর: আরও একবার বিধানসভায় দাঁড়িয়ে মহার্ঘ ভাতা নিয়ে মুখ খুললেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । আরও একবার তিনি জানিয়ে দিলেন ডিএ দেওয়াটা বাধ্যতামূলক নয়, ঐচ্ছিক । বুধবার বিধানসভায় শীতকালীন অধিবেশনের দ্বিতীয় অর্ধে বিধায়কদের ভাতা বৃদ্ধি নিয়ে আলোচনার সময় উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ৷ সেখানেই তিনি এই নিয়ে মুখ খোলেন ।

মমতার কথায়, ‘‘বামেদের জন্যই এই সমস্যা । ওদের দেনা শোধ করে যেতে হচ্ছে । 2019 সাল পর্যন্ত পঞ্চম বেতন কমিশনকে গুরুত্ব দিয়ে 90 শতাংশ মহার্ঘ ভাতা দিয়েছি । ধাপে ধাপে 1 লক্ষ 66 হাজার 865 কোটি টাকা দেওয়া হয়েছে । ষষ্ঠ পে কমিশনের সুপারিশ কার্যকর করতে গিয়ে 2 লক্ষ 52 হাজার কোটি খরচ হয়েছে । কিন্তু মনে রাখুন, মহার্ঘ ভাতা বাধ্যতামূলক নয়, ঐচ্ছিক । কারও আপত্তি থাকলে কেন্দ্রীয় সরকারে গিয়ে কাজে যোগ দিন । কাউকে বাধা দেওয়া হয়নি । আমরা কাউকে আটকায়নি ।’’

এখানেই শেষ নয় ৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এ দিন বলেন, ‘‘মনে রাখুন কেন্দ্র এতদিন ছুটি দেয় না । আমরা সেখানে 40 থেকে 45 দিন ছুটি দিয়ে থাকি । এই বিষয়গুলো মাথায় রাখবেন। আমরা দশ বছরে একবার বিদেশ যাওয়ার ব্যবস্থা করেছি ।’’

তিনি আরও বলেন, ‘‘কেন্দ্রীয় কর্মীরা তাঁদের কাঠামো অনুযায়ী চলে । সেই অনুযায়ী বেতন বা ডিএ পায় । রাজ্য চলে রাজ্যের নিয়মে । কাজেই এই আবদার গ্রহণযোগ্য নয় ।’’ অতীতেও ডিএ নিয়ে বিধানসভায় একই ধরনের বক্তব্য রেখেছিলেন মুখ্যমন্ত্রী । এ দিন কার্যত মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের তারই পুনরাবৃত্তি শোনা গেল ।

উল্লেখ্য, বকেয়া ডিএ-র দাবিতে সরকারি কর্মচারীরা দীর্ঘদিন ধরে আন্দোলন করছেন ৷ এই নিয়ে আদালতেও জল গড়িয়েছে ৷ এখন পুরো বিষয়টি সুপ্রিম কোর্টে বিচারাধীন ৷

আরও পড়ুন:

  1. এভারেস্টে গিয়ে ডিএ ইস্যুতে বঞ্চনার আওয়াজ তুললেন রাজ্য সরকারি কর্মচারীরা
  2. ডিএ বাধ্যতামূলক নয় ঐচ্ছিক, দাবি মুখ্যমন্ত্রীর
  3. বকেয়া ডিএ'র সমস্যা মেটাতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে গণচিঠি সংগ্রামী যৌথ মঞ্চের সদস্যদের

কলকাতা, 29 নভেম্বর: আরও একবার বিধানসভায় দাঁড়িয়ে মহার্ঘ ভাতা নিয়ে মুখ খুললেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । আরও একবার তিনি জানিয়ে দিলেন ডিএ দেওয়াটা বাধ্যতামূলক নয়, ঐচ্ছিক । বুধবার বিধানসভায় শীতকালীন অধিবেশনের দ্বিতীয় অর্ধে বিধায়কদের ভাতা বৃদ্ধি নিয়ে আলোচনার সময় উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ৷ সেখানেই তিনি এই নিয়ে মুখ খোলেন ।

মমতার কথায়, ‘‘বামেদের জন্যই এই সমস্যা । ওদের দেনা শোধ করে যেতে হচ্ছে । 2019 সাল পর্যন্ত পঞ্চম বেতন কমিশনকে গুরুত্ব দিয়ে 90 শতাংশ মহার্ঘ ভাতা দিয়েছি । ধাপে ধাপে 1 লক্ষ 66 হাজার 865 কোটি টাকা দেওয়া হয়েছে । ষষ্ঠ পে কমিশনের সুপারিশ কার্যকর করতে গিয়ে 2 লক্ষ 52 হাজার কোটি খরচ হয়েছে । কিন্তু মনে রাখুন, মহার্ঘ ভাতা বাধ্যতামূলক নয়, ঐচ্ছিক । কারও আপত্তি থাকলে কেন্দ্রীয় সরকারে গিয়ে কাজে যোগ দিন । কাউকে বাধা দেওয়া হয়নি । আমরা কাউকে আটকায়নি ।’’

এখানেই শেষ নয় ৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এ দিন বলেন, ‘‘মনে রাখুন কেন্দ্র এতদিন ছুটি দেয় না । আমরা সেখানে 40 থেকে 45 দিন ছুটি দিয়ে থাকি । এই বিষয়গুলো মাথায় রাখবেন। আমরা দশ বছরে একবার বিদেশ যাওয়ার ব্যবস্থা করেছি ।’’

তিনি আরও বলেন, ‘‘কেন্দ্রীয় কর্মীরা তাঁদের কাঠামো অনুযায়ী চলে । সেই অনুযায়ী বেতন বা ডিএ পায় । রাজ্য চলে রাজ্যের নিয়মে । কাজেই এই আবদার গ্রহণযোগ্য নয় ।’’ অতীতেও ডিএ নিয়ে বিধানসভায় একই ধরনের বক্তব্য রেখেছিলেন মুখ্যমন্ত্রী । এ দিন কার্যত মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের তারই পুনরাবৃত্তি শোনা গেল ।

উল্লেখ্য, বকেয়া ডিএ-র দাবিতে সরকারি কর্মচারীরা দীর্ঘদিন ধরে আন্দোলন করছেন ৷ এই নিয়ে আদালতেও জল গড়িয়েছে ৷ এখন পুরো বিষয়টি সুপ্রিম কোর্টে বিচারাধীন ৷

আরও পড়ুন:

  1. এভারেস্টে গিয়ে ডিএ ইস্যুতে বঞ্চনার আওয়াজ তুললেন রাজ্য সরকারি কর্মচারীরা
  2. ডিএ বাধ্যতামূলক নয় ঐচ্ছিক, দাবি মুখ্যমন্ত্রীর
  3. বকেয়া ডিএ'র সমস্যা মেটাতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে গণচিঠি সংগ্রামী যৌথ মঞ্চের সদস্যদের
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.