ETV Bharat / state

Mamata Banerjee: চব্বিশের ভোটের আগে গ্রেফতার হবেন অভিষেক ! আশঙ্কার কথা শোনালেন মমতা - তৃণমূল কংগ্রেস

Mamata Banerjee at TMCP Foundation Day: সোমবার ছিল তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস ৷ এই অনুষ্ঠানের মঞ্চ থেকে অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের গ্রেফতারি নিয়ে আশঙ্কার কথা শোনালেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ এই নিয়ে তাঁর কাছে মেসেজ এসেছে বলেও জানিয়েছেন মমতা ৷

Mamata Banerjee Abhishek Banerjee
Mamata Banerjee Abhishek Banerjee
author img

By ETV Bharat Bangla Team

Published : Aug 28, 2023, 6:09 PM IST

Updated : Aug 29, 2023, 7:18 AM IST

কলকাতা, 28 অগস্ট: 2024 সালের আগে গ্রেফতার হতে পারেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ! এমনই আশঙ্কার কথা শোনা গেল তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গলায় ৷ সোমবার তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের মঞ্চ থেকে অভিষেক সম্পর্কে এমনই আশঙ্কার কথা শোনান তিনি ৷ এ দিন ভাষণ দেওয়ার সময় তাঁর ফোনে আসা একটি মেসেজের কথা মমতা বন্দ্যোপাধ্য়ায় তুলে ধরেন । তিনি বলেন, ‘‘আমার ফোনে কাল একটা মেসেজ আসে । সেখানে বলা হয় অভিষেককে 2024 সালের আগে গ্রেফতার করব ।"

এই গ্রেফতারের প্রসঙ্গে টেনে আনেন লিপস অ্যান্ড বাউন্ডস সংস্থার কথা । মমতা বন্দ্যোপাধ্য়ায় বলেন, "ওর কম্পিউটারে যা ছিল, সব নিয়ে নিয়েছে । কাউকে এক ফোঁটা জানায়নি । নিজের ইচ্ছামতো ঢুকে গিয়েছে, নিজের ইচ্ছে মতো সবকিছু করেছে । তারপর কতগুলো ফাইল সেটা নিজেরা তৈরি করে নিয়ে গিয়ে ওই কম্পিউটার ভেতরে ঢুকিয়ে দিয়েছে ।’’

তিনি আরও বলেন, ‘‘আমরা সেই সব তথ্য বের করে নিয়েছি । যে এইগুলো তোমরা কম্পিউটারে ঢুকিয়েছো, ওর কম্পিউটারে ঢোকানোও ছিল না । সময় দিয়ে সব তথ্য বের করেছি আর এই কারণেই ডায়েরি করা হয়েছে ।" তবে মমতার অভিযোগ, যিনি ডায়েরি করেছেন, তাঁকেও নাকি গ্রেফতার করা হবে । এই নিয়ে মমতার হুঁশিয়ারি, ‘‘সবাইকে গ্রেফতার করো । একদিন দেখবে গ্রেফতার করতে করতে তোমাদের জেল তোমাদেরকে নিয়েই ভরে গিয়েছে ।"

আরও পড়ুন: আমি আসার পরদিনই ইডিকে পাঠিয়েছে তল্লাশির জন্য, অভিষেকের নিশানায় বিজেপি

মমতা বন্দ্যোপাধ্যায়ের আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ও ইডির তল্লাশি অভিযান নিয়ে ওই সভা থেকে মুখ খোলেন ৷ তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড বলেন, ‘‘আমি যেদিন এসেছি ৷ পরের দিন পাঠিয়ে দিয়েছে ইডিকে তল্লাশি চালাতে ৷ ইডি তল্লাশি চালাতে গিয়েছে, সেখানে আমার অফিসে গিয়ে তল্লাশি চালিয়েছে ৷ তার সঙ্গে সঙ্গে 16টা ফাইল একটা কম্পিউটারে ডাউনলোড করে দিয়ে চলে এসেছে ৷’’

তিনি আরও বলেন, ‘‘এবার আমি যদি আপনাদের প্রশ্ন করি এই 16টা ফাইল যদি সিবিআই সাতদিন পর তল্লাশি চালিয়ে উদ্ধার করত, তখন সংবাদমাধ্যম বলত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সংস্থার অফিস থেকে কলেজের লিস্ট উদ্ধার হয়েছে ৷ যাঁরা মিডিয়া ট্রায়াল করেন, তদন্তে বিশ্বাস করেন না, ধৈর্য রাখতে পারেন না, মানুষকে কলুষিত করেন, এটা ব়্যাগিং নয় !’’

লিপস অ্যান্ড বাউন্ডসে ইডির তল্লাশি: দিনকয়েক আগে লিপস অ্য়ান্ড বাউন্ডসের একাধিক অফিসে তল্লাশি চালায় ইডি ৷ সেই তল্লাশির পর প্রেস বিবৃতি দেয় ইডি ৷ সেখানে জানানো হয়, ওই লিপস অ্য়ান্ড বাউন্ডসের সঙ্গে অভিষেকের যোগ রয়েছে ৷ তার পর কলকাতা পুলিশের কাছে পালটা অভিযোগ জানানো হয় লিপস অ্যান্ড বাউন্ডসের তরফে ৷ তাদের অভিযোগ, তল্লাশির সময় 16টি অজ্ঞাত ফাইল ডাউনলোড করেছে ইডি ৷ যদিও ইডির তরফে কলকাতা পুলিশকে চিঠি দিয়ে জানানো হয়, তাদের এক আধিকারিক মেয়ের জন্য হস্টেল খুঁজছিলেন বলে ওই ফাইলগুলো ডাউনলোড করেছিলেন ৷

আরও পড়ুন: 'গোলি মারো বললেই গ্রেফতার, পুজোর পরে ছাত্র সংসদ নির্বাচন'; বললেন মমতা

কলকাতা, 28 অগস্ট: 2024 সালের আগে গ্রেফতার হতে পারেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ! এমনই আশঙ্কার কথা শোনা গেল তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গলায় ৷ সোমবার তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের মঞ্চ থেকে অভিষেক সম্পর্কে এমনই আশঙ্কার কথা শোনান তিনি ৷ এ দিন ভাষণ দেওয়ার সময় তাঁর ফোনে আসা একটি মেসেজের কথা মমতা বন্দ্যোপাধ্য়ায় তুলে ধরেন । তিনি বলেন, ‘‘আমার ফোনে কাল একটা মেসেজ আসে । সেখানে বলা হয় অভিষেককে 2024 সালের আগে গ্রেফতার করব ।"

এই গ্রেফতারের প্রসঙ্গে টেনে আনেন লিপস অ্যান্ড বাউন্ডস সংস্থার কথা । মমতা বন্দ্যোপাধ্য়ায় বলেন, "ওর কম্পিউটারে যা ছিল, সব নিয়ে নিয়েছে । কাউকে এক ফোঁটা জানায়নি । নিজের ইচ্ছামতো ঢুকে গিয়েছে, নিজের ইচ্ছে মতো সবকিছু করেছে । তারপর কতগুলো ফাইল সেটা নিজেরা তৈরি করে নিয়ে গিয়ে ওই কম্পিউটার ভেতরে ঢুকিয়ে দিয়েছে ।’’

তিনি আরও বলেন, ‘‘আমরা সেই সব তথ্য বের করে নিয়েছি । যে এইগুলো তোমরা কম্পিউটারে ঢুকিয়েছো, ওর কম্পিউটারে ঢোকানোও ছিল না । সময় দিয়ে সব তথ্য বের করেছি আর এই কারণেই ডায়েরি করা হয়েছে ।" তবে মমতার অভিযোগ, যিনি ডায়েরি করেছেন, তাঁকেও নাকি গ্রেফতার করা হবে । এই নিয়ে মমতার হুঁশিয়ারি, ‘‘সবাইকে গ্রেফতার করো । একদিন দেখবে গ্রেফতার করতে করতে তোমাদের জেল তোমাদেরকে নিয়েই ভরে গিয়েছে ।"

আরও পড়ুন: আমি আসার পরদিনই ইডিকে পাঠিয়েছে তল্লাশির জন্য, অভিষেকের নিশানায় বিজেপি

মমতা বন্দ্যোপাধ্যায়ের আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ও ইডির তল্লাশি অভিযান নিয়ে ওই সভা থেকে মুখ খোলেন ৷ তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড বলেন, ‘‘আমি যেদিন এসেছি ৷ পরের দিন পাঠিয়ে দিয়েছে ইডিকে তল্লাশি চালাতে ৷ ইডি তল্লাশি চালাতে গিয়েছে, সেখানে আমার অফিসে গিয়ে তল্লাশি চালিয়েছে ৷ তার সঙ্গে সঙ্গে 16টা ফাইল একটা কম্পিউটারে ডাউনলোড করে দিয়ে চলে এসেছে ৷’’

তিনি আরও বলেন, ‘‘এবার আমি যদি আপনাদের প্রশ্ন করি এই 16টা ফাইল যদি সিবিআই সাতদিন পর তল্লাশি চালিয়ে উদ্ধার করত, তখন সংবাদমাধ্যম বলত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সংস্থার অফিস থেকে কলেজের লিস্ট উদ্ধার হয়েছে ৷ যাঁরা মিডিয়া ট্রায়াল করেন, তদন্তে বিশ্বাস করেন না, ধৈর্য রাখতে পারেন না, মানুষকে কলুষিত করেন, এটা ব়্যাগিং নয় !’’

লিপস অ্যান্ড বাউন্ডসে ইডির তল্লাশি: দিনকয়েক আগে লিপস অ্য়ান্ড বাউন্ডসের একাধিক অফিসে তল্লাশি চালায় ইডি ৷ সেই তল্লাশির পর প্রেস বিবৃতি দেয় ইডি ৷ সেখানে জানানো হয়, ওই লিপস অ্য়ান্ড বাউন্ডসের সঙ্গে অভিষেকের যোগ রয়েছে ৷ তার পর কলকাতা পুলিশের কাছে পালটা অভিযোগ জানানো হয় লিপস অ্যান্ড বাউন্ডসের তরফে ৷ তাদের অভিযোগ, তল্লাশির সময় 16টি অজ্ঞাত ফাইল ডাউনলোড করেছে ইডি ৷ যদিও ইডির তরফে কলকাতা পুলিশকে চিঠি দিয়ে জানানো হয়, তাদের এক আধিকারিক মেয়ের জন্য হস্টেল খুঁজছিলেন বলে ওই ফাইলগুলো ডাউনলোড করেছিলেন ৷

আরও পড়ুন: 'গোলি মারো বললেই গ্রেফতার, পুজোর পরে ছাত্র সংসদ নির্বাচন'; বললেন মমতা

Last Updated : Aug 29, 2023, 7:18 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.