কলকাতা, 16 মে: মধ্যরাতে সরব মমতা বন্দ্যোপাধ্যায় ৷ নিশানায় সেই মোদি সরকার ৷ কেন্দ্রীয় সরকার বাংলাকে বঞ্চিত করছে ৷ এর বিরুদ্ধে তাঁর লড়াই জারি থাকবে ৷ সোমবার মাঝরাতে সামাজিকমাধ্যমে একটি বার্তায় এই কথা আরও স্পষ্ট করে জানালেন মুখ্যমন্ত্রী ৷ প্রসঙ্গত, সোমবার বিকেল নাগাদ নবান্নে প্রায় 25 মিনিট ধরে সাংবাদিক বৈঠক করেন মমতা ৷ তাঁর এই বার্তার নেপথ্যে কি কংগ্রেসের কর্ণাটক জয় ? রাজনৈতিক ওয়াকিবহাল মহলের একাংশ তেমনটাই মনে করছে ৷
রাজ্যবাসীর উদ্দেশ্যে তিনি লেখেন, "আজ (সোমবার) নবান্নে আমি একটি সাংবাদিক বৈঠক করেছি ৷ সেখানে কয়েকটি ইস্যু আমার দৃষ্টি আকর্ষণ করেছে এবং তা নিয়ে আমি সাংবাদিকদের জানিয়েছি ৷ আমার মনে হয়েছে, সেই বিষয়গুলি নিয়ে জরুরি ভিত্তিতে আমার মত জানানো উচিত ৷"
সামাজিক মাধ্যমের বার্তায় তিনি আরও জানান, বাংলার মানুষ তাঁর সম্পদ ৷ বাংলার মানুষের ভালো থাকাকে তিনি সবসময় অগ্রাধিকার দিয়েছেন ৷ তাদের প্রয়োজন পূরণে জীবন উৎসর্গ করেছেন তিনি ৷ তাঁর কথায়, "ভবিষ্য়তেও আমি জনস্বার্থে এই কঠোর পরিশ্রম চালিয়ে যেতে চাই ৷" জনগণের কাছে মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতি, রাজ্যে কেউ যেন একটি সামগ্রিক জীবন যাপনের অধিকার থেকে বঞ্চিত না-হয়, সেই বিষয়টি তিনি নিশ্চিত করবেন ৷ উন্নয়ন প্রতিটি মানুষের প্রাপ্য ৷ আর এটা তিনি সুনিশ্চিত করবেন ৷
এরপরই কেন্দ্রীয় সরকারের বঞ্চনার প্রসঙ্গটি উঠে আসে ৷ কেন্দ্রে বিজেপি সরকার বাংলার প্রতি উদাসীন ৷ এতে রাজ্যের সাধারণ মানুষ কষ্টের মধ্যে রয়েছে এবং তা যেন আর শেষ হচ্ছে না ৷ কেন্দ্রের প্রতিহিংসার রাজনীতির কারণে রাজ্যের মানুষ দুর্দশার মধ্যে দিন কাটাচ্ছে ৷ তিনি রাজ্যবাসীকে আশ্বস্ত করে লেখেন, "আমি কথা দিচ্ছি, যতদিন না জয় আসছে, ততদিন কেন্দ্রের এই স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে আমাদের লড়াই জারি থাকবে ৷" শেষ তিনি লেখেন, 'জয় বাংলা' ৷
বিকেলের সাংবাদিক বৈঠকে একদফা কেন্দ্রের বঞ্চনার কথা উল্লেখ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ 27 মে নীতি আয়োগের বৈঠকে যোগ দিতে দিল্লি যাচ্ছেন তিনি ৷ সেখানে গিয়ে তাঁকে অনেকক্ষণ অপেক্ষা করতে হয় বলে ক্ষোভ প্রকাশও করেছেন এদিন ৷ তিনি বলেন, "সূর্যোদয় নয়, সূর্যাস্তের পর বলার সুযোগ পাই" ৷ উল্লেখ্য, কর্ণাটকে কংগ্রেসের বিপুল জয় নিয়ে বারবার সাংবাদিকরা মুখ্যমন্ত্রীর মত জানতে চেয়েছেন ৷ তৃণমূল সুপ্রিমো বিজেপির বিরোধিতার করার বার্তা দিয়েছেন ৷ এদিনও ফের কর্ণাটকে কংগ্রেসের বিজেপিকে হারানো নিয়ে প্রশ্ন করা হয় ৷ রাজনৈতিক বিশেষজ্ঞ মহলের একাংশের মত, প্রতিপক্ষ বিরোধী দল কংগ্রেসের কর্ণাটক জয়কে তিনি বিজেপির পরাজয় হিসেবে উল্লেখ করেছেন ৷ দক্ষিণে বিজেপিকে ধরাশায়ী করে জাতীয় রাজনীতিতে ফের গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে কংগ্রেস ৷ এই সময় তিনিও বাংলায় তৃণমূলের অবস্থান স্পষ্ট করতে কেন্দ্র-বিরোধী এই বার্তা দিলেন ৷
আরও পড়ুন: লোকসভা ভোটে কংগ্রেসকে শর্তসাপেক্ষে সমর্থনের কথা মমতার গলায়