ETV Bharat / state

মমতার মাস্টারস্ট্রোক ! দলিত মুখ ও দাক্ষিণাত্য নীতি মেনেই খাড়গের নাম প্রস্তাব - PM face

Mamata Banerjee: ইন্ডিয়া ব্লকের চতুর্থ বৈঠকে বিরোধীদের প্রধানমন্ত্রী মুখ হিসেবে মল্লিকার্জুন খাড়গের নাম প্রস্তাব করেছেন মমতা বন্দ্যোপাধ্য়ায় ৷ তাঁর এই সিদ্ধান্তকে মাস্টারস্ট্রোক বলছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা ৷ লিখছেন সুরজিৎ দত্ত ৷

Mallikarjun Kharge
খাড়গে ও মমতা
author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 19, 2023, 8:10 PM IST

কলকাতা, 19 ডিসেম্বর: সাম্প্রতিক অতীতে বিরোধী জোটের বৈঠক যখনই হয়েছে, তখনই বারবার প্রশ্ন উঠেছে জোটের মুখ কে ! তৃণমূলের অন্দর থেকে কখনও বলা হয়েছে বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে সফল একমাত্র তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ এই অবস্থায় ইন্ডিয়া জোটের মুখ করা হোক তাঁকে । আবার কখনও বিহার থেকে আওয়াজ উঠেছে, বিজেপির সঙ্গে ঘর করেছেন নীতীশ । কাজেই বিজেপির শক্তি এবং দুর্বলতা দুই জানেন তিনি । অতএব মুখ করা হোক তাঁকে । মঙ্গলবার দিল্লির অশোকা হোটেলে সবাইকে চমকে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ইন্ডিয়া জোটের মুখ হিসাবে মল্লিকার্জুন খাড়গের নাম ঘোষণা করেছেন । আর একেই মাস্টারস্ট্রোক হিসেবে দেখছে রাজনৈতিক মহল ।

সূত্রের খবর, মঙ্গলবার মমতা বন্দ্যোপাধ্যায় প্রস্তাব দেন,এই মুহূর্তে দেশে দলিত রাষ্ট্রপতি রয়েছে । দলিত প্রধানমন্ত্রীর মুখকে সামনে রেখে ভোটে যাওয়া হোক । মমতা বিরোধী জোটের প্রধানমন্ত্রীর মুখ হিসাবে মল্লিকার্জুন খাড়গের নাম প্রস্তাব করেন । একইসঙ্গে তাঁর প্রস্তাব, দাক্ষিণাত্যে সাম্প্রতিক সময়ে ভালো ফল করছে কংগ্রেস তথা ইন্ডিয়া জোট ৷ ফলে এই সিদ্ধান্ত জোটের পক্ষে যাবে । যদিও কংগ্রেসের তরফ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্যকে প্রকাশ্যে স্বীকার করা হচ্ছে না । তারা বলেছে, নির্বাচন পরবর্তী সময়ে মুখ ঠিক করা হবে ।

  • #WATCH | After the conclusion of the INDIA Alliance meeting, Congress president Mallikarjun Kharge says" Our first priority is to win (elections). We will think about winning before deciding the name of the Prime Minister. If there will be no MPs, it makes no sense talking about… pic.twitter.com/11rf9YoCOz

    — ANI (@ANI) December 19, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

সাম্প্রতিক অতীতে গান্ধি পরিবার থেকে বেরিয়ে এই প্রথম কোনও কংগ্রেসী নেতাকে বিরোধী জোটের প্রধানমন্ত্রীর মুখ হিসাবে মেনে নেওয়ার প্রস্তাব অত্যন্ত তাৎপর্যপূর্ণ । আর সেই দাবি উঠল পশ্চিমবঙ্গ থেকে । আর যাকে সমর্থন জানালেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল । রাজনৈতিক মহল বলছে, আসলে এই প্রস্তাবের মাধ্যমে এক ঢিলে দুই পাখি মেরেছেন বাংলার মুখ্যমন্ত্রী । রাজনৈতিক বিশ্লেষক তথা রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষক রাজু রাহা বলেন, "আসলে এই প্রস্তাবের মাধ্যমে এক ঢেলে দুই পাখি মেরেছেন তৃণমূল নেত্রী । কারণ, চাইলেও এই সিদ্ধান্তকে বিরোধিতা করতে পারবে না জাতীয় কংগ্রেস । কারণ এতদিন ধরে কংগ্রেস বলে আসছিল, জোটের মুখ হোক কংগ্রেস থেকেই । সে ক্ষেত্রে গান্ধি পরিবার থেকে বেরিয়ে মল্লিকার্জুন খাড়গের নাম প্রস্তাব করা কোনও সন্দেহ নেই বড় সংকটের মধ্যে ফেলবে কংগ্রেসকেই । একইসঙ্গে যেহেতু এই প্রস্তাব আসছে অরবিন্দ কেজরিওয়াল, মমতা বন্দ্যোপাধ্যায়, অখিলেশ যাদবের মতো নেতাদের কাছ থেকে, তাই শরিকদের সমন্বয়ের ক্ষেত্রেও তা গুরুত্বপূর্ণ হতে পারে ।"

  • #WATCH | After the INDIA Alliance meeting, CPI(M) leader Sitaram Yechury says, "Yes, it (EVM issue) was discussed. A proposal was passed...We will raise the matter before EC..." pic.twitter.com/O9LudhXcVX

    — ANI (@ANI) December 19, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

তিনি আরও বলেন, "এই সিদ্ধান্ত যদি শেষ পর্যন্ত জোটের মধ্যে মেনে নেওয়া হয়, তাহলে বিরোধী ইন্ডিয়া জোটের গুরুত্বপূর্ণ চালিকাশক্তি অবশ্যই হবেন মমতা বন্দ্যোপাধ্যায় । এই মুহূর্তে ভুলে গেলে চলবে না, বিজেপি দক্ষিণাত্যে এখনও সাফল্য পায়নি । সে ক্ষেত্রে দক্ষিণাত্যের কোনও নেতাকে মুখ করে ভোটে গেলে এর ভালো প্রভাব অবশ্যই ভোটে পড়বে ।"

যদিও এ দিন এই প্রস্তাবের পর মল্লিকার্জুন খাড়গে নিজে বলেছেন, "আগে তো জিতি তারপর দেখা যাবে । আমি কিছু চাই না ।" এ দিনের বৈঠকের পরে অনেক জোটের নেতাই সরাসরি বিষয়টি এড়িয়ে যেতে চেয়েছেন । যেমন সিপিএমের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সিতারাম ইয়েচুরী বলেন, "এ বিষয়ে আমি কিছু জানি না । তবে সিট শেয়ারিং এবং কমন মিনিমাম প্রোগ্রাম নিয়ে আলোচনা হয়েছে । একইসঙ্গে আলোচনা হয়েছে ইভিএম নিয়েও ।"

  • #WATCH | After the INDIA Alliance meeting, Congress MP and general secretary KC Venugopal says, "It was a very successful, fruitful meeting. Everybody opened their mind and spoke, there was a little criticism here and there because we are 25-26 parties. The main focus was to… pic.twitter.com/rDnMoefeeN

    — ANI (@ANI) December 19, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

যদিও এই বৈঠকে উপস্থিত একাধিক নেতা জানিয়েছেন, এ দিন মমতা বন্দ্যোপাধ্যায় মল্লিকার্জুন খাড়গের নাম জোটের মুখ হিসাবে প্রস্তাব করেছেন । তিনি এও বলেছেন, দেশে এই মুহূর্তে একজন দলিত প্রধানমন্ত্রীকে মুখ করে ভোটে যাওয়া যেতে পারে । যদিও পর মুহূর্তেই মল্লিকার্জুন খাড়গে নিজে বিষয়টিকে খারিজ করে দিয়েছেন ।

কংগ্রেস নেতা পিসি থমাস বলেন, "মমতাজি এ দিনের বৈঠকে দলিত প্রধানমন্ত্রী মুখ সামনে রেখে ভোটে যাওয়ার প্রস্তাব দিয়েছিলেন কিন্তু এই বিষয়ে প্রস্তাব আর এগোয়নি ।" কিন্তু প্রশ্ন উঠছে কংগ্রেসের এই অস্বীকার । তাহলে কি নির্বাচনের আগে গান্ধি পরিবার থেকে বেরিয়ে কারওকে মুখ করতে চাইছে না কংগ্রেস । যদিও তৃণমূল কংগ্রেসের নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় বলছেন, "মমতা বন্দ্যোপাধ্যায় দেশের মানুষের নার্ভ খুব ভালো বোঝেন । তাই তিনি যখন প্রস্তাব দিয়েছেন, তার পেছনে বিজেপিকে হারানোর বৃহত্তর স্বার্থ রয়েছে । আগেই মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন তিনি মুখ হতে চান না । তিনি চান বিজেপির বিদায় সুনিশ্চিত করতে । এই প্রস্তাব আরও একবার সেটাই প্রমাণ করল ।"

আরও পড়ুন:

  1. 'ইন্ডিয়া' জোটের প্রধানমন্ত্রী পদের মুখ হোন খাড়গে, বৈঠকে প্রস্তাব মমতার; সমর্থন কেজরির
  2. 'ইন্ডিয়া'র বৈঠকে মমতা-অভিষেক, জট কাটিয়ে আসন সমঝোতা সম্ভব হবে ? উঠছে প্রশ্ন
  3. সংসদ চত্বরে ধনকড়কে নকল করে ব্যঙ্গ কল্যাণের, কড়া প্রতিক্রিয়া রাজ্যসভার চেয়ারম্যানের

কলকাতা, 19 ডিসেম্বর: সাম্প্রতিক অতীতে বিরোধী জোটের বৈঠক যখনই হয়েছে, তখনই বারবার প্রশ্ন উঠেছে জোটের মুখ কে ! তৃণমূলের অন্দর থেকে কখনও বলা হয়েছে বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে সফল একমাত্র তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ এই অবস্থায় ইন্ডিয়া জোটের মুখ করা হোক তাঁকে । আবার কখনও বিহার থেকে আওয়াজ উঠেছে, বিজেপির সঙ্গে ঘর করেছেন নীতীশ । কাজেই বিজেপির শক্তি এবং দুর্বলতা দুই জানেন তিনি । অতএব মুখ করা হোক তাঁকে । মঙ্গলবার দিল্লির অশোকা হোটেলে সবাইকে চমকে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ইন্ডিয়া জোটের মুখ হিসাবে মল্লিকার্জুন খাড়গের নাম ঘোষণা করেছেন । আর একেই মাস্টারস্ট্রোক হিসেবে দেখছে রাজনৈতিক মহল ।

সূত্রের খবর, মঙ্গলবার মমতা বন্দ্যোপাধ্যায় প্রস্তাব দেন,এই মুহূর্তে দেশে দলিত রাষ্ট্রপতি রয়েছে । দলিত প্রধানমন্ত্রীর মুখকে সামনে রেখে ভোটে যাওয়া হোক । মমতা বিরোধী জোটের প্রধানমন্ত্রীর মুখ হিসাবে মল্লিকার্জুন খাড়গের নাম প্রস্তাব করেন । একইসঙ্গে তাঁর প্রস্তাব, দাক্ষিণাত্যে সাম্প্রতিক সময়ে ভালো ফল করছে কংগ্রেস তথা ইন্ডিয়া জোট ৷ ফলে এই সিদ্ধান্ত জোটের পক্ষে যাবে । যদিও কংগ্রেসের তরফ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্যকে প্রকাশ্যে স্বীকার করা হচ্ছে না । তারা বলেছে, নির্বাচন পরবর্তী সময়ে মুখ ঠিক করা হবে ।

  • #WATCH | After the conclusion of the INDIA Alliance meeting, Congress president Mallikarjun Kharge says" Our first priority is to win (elections). We will think about winning before deciding the name of the Prime Minister. If there will be no MPs, it makes no sense talking about… pic.twitter.com/11rf9YoCOz

    — ANI (@ANI) December 19, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

সাম্প্রতিক অতীতে গান্ধি পরিবার থেকে বেরিয়ে এই প্রথম কোনও কংগ্রেসী নেতাকে বিরোধী জোটের প্রধানমন্ত্রীর মুখ হিসাবে মেনে নেওয়ার প্রস্তাব অত্যন্ত তাৎপর্যপূর্ণ । আর সেই দাবি উঠল পশ্চিমবঙ্গ থেকে । আর যাকে সমর্থন জানালেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল । রাজনৈতিক মহল বলছে, আসলে এই প্রস্তাবের মাধ্যমে এক ঢিলে দুই পাখি মেরেছেন বাংলার মুখ্যমন্ত্রী । রাজনৈতিক বিশ্লেষক তথা রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষক রাজু রাহা বলেন, "আসলে এই প্রস্তাবের মাধ্যমে এক ঢেলে দুই পাখি মেরেছেন তৃণমূল নেত্রী । কারণ, চাইলেও এই সিদ্ধান্তকে বিরোধিতা করতে পারবে না জাতীয় কংগ্রেস । কারণ এতদিন ধরে কংগ্রেস বলে আসছিল, জোটের মুখ হোক কংগ্রেস থেকেই । সে ক্ষেত্রে গান্ধি পরিবার থেকে বেরিয়ে মল্লিকার্জুন খাড়গের নাম প্রস্তাব করা কোনও সন্দেহ নেই বড় সংকটের মধ্যে ফেলবে কংগ্রেসকেই । একইসঙ্গে যেহেতু এই প্রস্তাব আসছে অরবিন্দ কেজরিওয়াল, মমতা বন্দ্যোপাধ্যায়, অখিলেশ যাদবের মতো নেতাদের কাছ থেকে, তাই শরিকদের সমন্বয়ের ক্ষেত্রেও তা গুরুত্বপূর্ণ হতে পারে ।"

  • #WATCH | After the INDIA Alliance meeting, CPI(M) leader Sitaram Yechury says, "Yes, it (EVM issue) was discussed. A proposal was passed...We will raise the matter before EC..." pic.twitter.com/O9LudhXcVX

    — ANI (@ANI) December 19, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

তিনি আরও বলেন, "এই সিদ্ধান্ত যদি শেষ পর্যন্ত জোটের মধ্যে মেনে নেওয়া হয়, তাহলে বিরোধী ইন্ডিয়া জোটের গুরুত্বপূর্ণ চালিকাশক্তি অবশ্যই হবেন মমতা বন্দ্যোপাধ্যায় । এই মুহূর্তে ভুলে গেলে চলবে না, বিজেপি দক্ষিণাত্যে এখনও সাফল্য পায়নি । সে ক্ষেত্রে দক্ষিণাত্যের কোনও নেতাকে মুখ করে ভোটে গেলে এর ভালো প্রভাব অবশ্যই ভোটে পড়বে ।"

যদিও এ দিন এই প্রস্তাবের পর মল্লিকার্জুন খাড়গে নিজে বলেছেন, "আগে তো জিতি তারপর দেখা যাবে । আমি কিছু চাই না ।" এ দিনের বৈঠকের পরে অনেক জোটের নেতাই সরাসরি বিষয়টি এড়িয়ে যেতে চেয়েছেন । যেমন সিপিএমের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সিতারাম ইয়েচুরী বলেন, "এ বিষয়ে আমি কিছু জানি না । তবে সিট শেয়ারিং এবং কমন মিনিমাম প্রোগ্রাম নিয়ে আলোচনা হয়েছে । একইসঙ্গে আলোচনা হয়েছে ইভিএম নিয়েও ।"

  • #WATCH | After the INDIA Alliance meeting, Congress MP and general secretary KC Venugopal says, "It was a very successful, fruitful meeting. Everybody opened their mind and spoke, there was a little criticism here and there because we are 25-26 parties. The main focus was to… pic.twitter.com/rDnMoefeeN

    — ANI (@ANI) December 19, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

যদিও এই বৈঠকে উপস্থিত একাধিক নেতা জানিয়েছেন, এ দিন মমতা বন্দ্যোপাধ্যায় মল্লিকার্জুন খাড়গের নাম জোটের মুখ হিসাবে প্রস্তাব করেছেন । তিনি এও বলেছেন, দেশে এই মুহূর্তে একজন দলিত প্রধানমন্ত্রীকে মুখ করে ভোটে যাওয়া যেতে পারে । যদিও পর মুহূর্তেই মল্লিকার্জুন খাড়গে নিজে বিষয়টিকে খারিজ করে দিয়েছেন ।

কংগ্রেস নেতা পিসি থমাস বলেন, "মমতাজি এ দিনের বৈঠকে দলিত প্রধানমন্ত্রী মুখ সামনে রেখে ভোটে যাওয়ার প্রস্তাব দিয়েছিলেন কিন্তু এই বিষয়ে প্রস্তাব আর এগোয়নি ।" কিন্তু প্রশ্ন উঠছে কংগ্রেসের এই অস্বীকার । তাহলে কি নির্বাচনের আগে গান্ধি পরিবার থেকে বেরিয়ে কারওকে মুখ করতে চাইছে না কংগ্রেস । যদিও তৃণমূল কংগ্রেসের নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় বলছেন, "মমতা বন্দ্যোপাধ্যায় দেশের মানুষের নার্ভ খুব ভালো বোঝেন । তাই তিনি যখন প্রস্তাব দিয়েছেন, তার পেছনে বিজেপিকে হারানোর বৃহত্তর স্বার্থ রয়েছে । আগেই মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন তিনি মুখ হতে চান না । তিনি চান বিজেপির বিদায় সুনিশ্চিত করতে । এই প্রস্তাব আরও একবার সেটাই প্রমাণ করল ।"

আরও পড়ুন:

  1. 'ইন্ডিয়া' জোটের প্রধানমন্ত্রী পদের মুখ হোন খাড়গে, বৈঠকে প্রস্তাব মমতার; সমর্থন কেজরির
  2. 'ইন্ডিয়া'র বৈঠকে মমতা-অভিষেক, জট কাটিয়ে আসন সমঝোতা সম্ভব হবে ? উঠছে প্রশ্ন
  3. সংসদ চত্বরে ধনকড়কে নকল করে ব্যঙ্গ কল্যাণের, কড়া প্রতিক্রিয়া রাজ্যসভার চেয়ারম্যানের
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.