কলকাতা, 23 মে : রাজ্য মানবাধিকার কমিশনের চেয়ারম্যানের নাম চূড়ান্ত করতে সোমবার নবান্নে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে আমন্ত্রণ জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । তবে শুভেন্দু অধিকারী সেই আমন্ত্রণ প্রত্যাখ্যান করে এদিনের বৈঠকে যোগ দেননি । তাঁর অনুপস্থিতিতেই এদিন রাজ্য মানবাধিকার কমিশনের পরবর্তী চেয়ারম্যান হিসেবে প্রাক্তন বিচারপতি জ্যোতির্ময় ভট্টাচার্যের নাম প্রস্তাব করেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee proposed the name of Human Rights Commission Chairman) । একইসঙ্গে, লোকায়ুক্ত পদে অসীম কুমার রায়ের নামও প্রস্তাব করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷
মুখ্যমন্ত্রী এদিন জানান, গত 27 ডিসেম্বর লোকায়ুক্ত নিয়ে বৈঠক হয়েছিল । তখন থেকেই অসীম রায় কাজ করছেন । ফের তাঁকেই দায়িত্ব দেওয়া হয়েছে । আর দীর্ঘদিন ধরে মানবধিকার কমিশনের চেয়ারম্যান পদ ফাঁকা, ফলে প্রচুর ফাইল জমে রয়েছে । এদিনের বৈঠকে মানবাধিকার কমিশনের পরবর্তী চেয়ারম্যান হিসেবে হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি জ্যোতির্ময় ভট্টাচার্যের নাম সুপারিশ করা হয়েছে । বিচারপতি মধুমিতা মিত্রকেও কমিশনের সদস্য হিসেবে নিযুক্ত করা হবে । তথ্য কমিশনার হিসেবে রাজ্য পুলিশের প্রাক্তন ডিজি তথা অবসরপ্রাপ্ত আইপিএস বীরেন্দ্র ও অবসরপ্রাপ্ত আইএএস নবীন প্রকাশের নাম প্রস্তাব করা হয়েছে ।
আরও পড়ুন : রাজ্য তেলের উপর ভ্যাট ছাড়ে অপারগ : মমতা
সোমবার নবান্নে মন্ত্রিসভার বৈঠকও অনুষ্ঠিত হয় । এই বৈঠকে রাজ্যের আইন-শৃঙ্খলা ব্যবস্থাকে আরও মজবুত করতে নতুন করে প্রায় 2 হাজার পুলিশ কর্মী নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে । মন্ত্রিসভার বৈঠকের পর মুখ্যমন্ত্রী বলেন, "রাজ্য পুলিশে 600 কনস্টেবল নিয়োগ করা হবে । এছাড়া জঙ্গলমহলে বিশেষ মহিলা পুলিশ বাহিনী উইনার্সে 1 হাজার 420 জনকে নিয়োগ করা হবে । জঙ্গলমহলে 105 জন স্পেশাল হোম গার্ড নিয়োগেরও সিদ্ধান্ত নেওয়া হয়েছে । এর মধ্যে 48টি শূন্যপদে সমাজের মূলস্রোতে ফিরে আসা মাওবাদীদের নেওয়া হবে, বাকি পদে তাঁদের পরিবারের ছেলেমেয়েদের নিয়োগ করা হবে ।" উল্লেখ্য, মুখ্যমন্ত্রী তাঁর সাম্প্রতিক জঙ্গলমহল সফরে মাওবাদীদের উন্নয়নের মূল স্রোতে ফেরাতে এবং আর্থসামাজিক উন্নয়নের লক্ষ্যে তাঁদের পরিবারের ছেলেমেয়েদের স্পেশাল হোমগার্ড বাহিনীতে নিয়োগের কথা ঘোষণা করেছিলেন ।