কলকাতা, 15 অগস্ট : 'যিনি রাধেন তিনি চুলও বাঁধেন' । এই ভাবনায় বিশ্বাসী বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ প্রশাসনিক দক্ষতার পাশাপাশি বহুমুখী প্রতিভার অধিকারী তিনি ৷ কখনও কবিতা লিখে, কখনও ছবি এঁকে তাক লাগিয়ে দেন ৷ 75তম স্বাধীনতা দিবসে লিরিসিস্ট মমতার পরিচয় পেল বাংলা ৷ আজকের দিনে রাজ্যবাসীকে নিজের লেখা একটি দেশাত্মবোধক গান উপহার দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । এই গানের মূল বিষয় বাংলার 'বৈচিত্রের মধ্যে ঐক্য' । রাজ্যে সাম্প্রদায়িক সম্প্রীতিকে তুলে ধরেছেন মুখ্যমন্ত্রী ।
মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা এই গানে কন্ঠ দিয়েছেন ইন্দ্রনীল সেন, মনোময় ভট্টাচার্য, তৃষা পাড়ুই এবং দেবজ্যোতি বোস ৷ গানের দৈর্ঘ্য চার মিনিট তিন সেকেন্ড ৷ গানের কথায় বাংলার মাটির উৎকর্ষতাকে তুলে ধরেছেন মুখ্যমন্ত্রী । কৃষক আন্দোলনের প্রেক্ষাপটে উত্থান হওয়া বাংলার মুখ্যমন্ত্রীর সৃষ্টির একটা বড় অংশ জুড়ে থাকেন কৃষিজীবী বা শ্রমজীবী মানুষ । এবারও তার ব্যতিক্রম হয়নি । বাংলার সর্ব ধর্ম মিলেমিশে চলার যে সংস্কৃতি, মনীষীদের সম্মান দিয়ে দেশ মাতৃকাকে বরণের যে প্রথা এই ভিডিয়োর পরতে পরতে রয়েছে তার ছোঁয়া ।
ভিডিয়োটি নিজের ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করে মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, "এই ধরণীর মাটির বাঁধন বাঁধুক জোরে মোদের, সোনার চেয়েও যে খাঁটি দেশটা সবার নিজের ।" ভারতবর্ষের 75তম স্বাধীনতা দিবসে দেশমাতৃকাকে আমার প্রণাম জানাই । আজকের এই শুভ দিনে আমার রচনা ও ভাবনায় একটি গান রইল সবার জন্য । গানটিতে কণ্ঠ দিয়েছেন ইন্দ্রনীল সেন, মনোময় ভট্টাচার্য, তৃষা পাড়ুই ও দেবজ্যোতি বোস । দেশবাসীকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন । ঐক্য, সম্প্রীতি ও সর্বধর্ম সমন্বয়ের পরম্পরা এই দেশের গৌরব বৃদ্ধি করেছে । নাগরিক হিসেবে সেই ঐতিহ্য অটুট রাখাই হোক আমাদের আজকের শপথ ।"
আরও পড়ুন : Bhagat Singh : খণ্ডঘোষের পাতাল ঘরে বসেই দিল্লি গণপরিষদে বোমা নিক্ষেপের পরিকল্পনা ভগৎ সিংয়ের
মধ্যরাত্রে পোস্ট করা এই ভিডিয়ো ইতিমধ্যেই প্রায় হাজার কুড়ি মানুষের কাছে পৌঁছে গিয়েছে । গানটি লাইক করেছেন প্রায় 13 হাজার মানুষ । 1100 জন এই গানটিতে মন্তব্য করেছেন ৷ 1 হাজার 700টি শেয়ার হয়েছে ৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শিল্পী সত্ত্বার বিষয়টি নতুন নয় ৷ কিন্তু স্বাধীনতা দিবসের মুহূর্তে তাঁর এই গান বাংলার মানুষের কাছে যে নতুন উপহার, তাতে কোনও সন্দেহ নেই ৷
একইসঙ্গে রাজ্যবাসীকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছাও জানিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী । বিভিন্ন মনীষী স্বামী বিবেকানন্দ, নেতাজি সুভাষচন্দ্র বসু, রবীন্দ্রনাথ, নজরুল ইসলাম, গান্ধিজি সহ বিভিন্ন দেশনায়কদের স্মরণ করে মুখ্যমন্ত্রী লিখেছেন, ‘'ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা ৷'’