ETV Bharat / state

Mamata Banerjee: পরিদর্শক দল রাজ্যে আসা নিয়ে কেন্দ্রকে ঘুরপথে আক্রমণ মমতার

author img

By

Published : Jan 5, 2023, 8:22 AM IST

Updated : Jan 5, 2023, 8:46 AM IST

আবাস যোজনা নিয়ে চলতি সপ্তাহেই রাজ্যে আসছে কেন্দ্রীয় প্রতিনিধি দল ৷ এনিয়ে মুখ্যমন্ত্রী বলছেন, 'রাজনীতি না-করে 100 দিনের কাজের টাকা দিন'৷ গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) গঙ্গাসাগরে (Gangasagar) গিয়েছিলেন সেখানের মেলার প্রস্তুতি খতিয়ে দেখতে ৷ সেখানে তাঁকে আবাস যোজনা নিয়ে কেন্দ্রীয় প্রতিনিধি দল রাজ্য়ে আসা নিয়ে জিজ্ঞাসা করা হলে তিনি পালটা কেন্দ্রকে ঘুরপথে আক্রমণ করেন ৷

Mamata Banerjee
মমতা বন্দ্যোপাধ্যায়

কলকাতা, 5 জানুয়ারি: আবাস যোজনা (Awas Yojana) নিয়ে রাজ্য-রাজনীতি উত্তাল। রাজ্যের বিভিন্ন প্রান্তে এই আবাস যোজনা নিয়ে বিক্ষোভের মুখে পড়তে হয়েছে সরকারি কর্মচারী থেকে শুরু করে আশা কর্মীদের। মারধর বা বাড়িতে আটকে রাখার ঘটনাও ঘটেছে রাজ্যের একাধিক জেলায় । বিষয়টি শেষমেশ আদালত পর্যন্ত গড়িয়েছে ৷ এই অবস্থায় আবাস যোজনার কাজ কেমন এগোচ্ছে তা সরেজমিনে খতিয়ে দেখতে বিশেষ পরিদর্শক দল পাঠাচ্ছে কেন্দ্র। জানুয়ারির প্রথম সপ্তাহেই রাজ্যে আসছে ওই কেন্দ্রীয় পরিদর্শক দল। এনিয়ে কেন্দ্রীয় সরকারকে তোপ দাগলেন মুখ্যমন্ত্রী ৷

বুধবার গঙ্গাসাগরে এই নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) কাছে জানতে চাওয়া হলে কেন্দ্রের বিরুদ্ধে রাজনীতির অভিযোগ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, "ওই সব রাজনীতিতে আমি নেই। কপিল মুনির আশ্রমে দাঁড়িয়ে রয়েছি। পরমুহূর্তেই তিনি বলেন, "রাজনীতি না-করে 100 দিনের কাজের (100 Days Work) টাকা দিতে বলুন।" কেন্দ্রীয় পরিদর্শক দল যে রাজ্যে আসছে তা কেন্দ্রীয় পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রকের তরফে রাজ্যের পঞ্চায়েত দফতরকে ইতিমধ্যেই চিঠি দিয়ে জানানো হয়েছে।

প্রসঙ্গত, এই 100 দিনের কাজ নিয়ে অতীতেও সরব হয়েছেন মুখ্যমন্ত্রী। এনিয়ে মুখ্যমন্ত্রী নিজেই কেন্দ্রের কাছে দরবার করেন। একাধিকবার প্রধানমন্ত্রীকে চিঠি দেন। রাজ্যের মন্ত্রীকে পাঠিয়ে দিল্লি দরবার করেও এখনও মেলেনি 100 দিনের কাজের টাকা। ইতিমধ্যেই গ্রামোন্নয়ন মন্ত্রক থেকে রাজ্যের প্রাপ্য প্রায় 7 হাজার 654 কোটি টাকা। এর মধ্যে মজুরি বাবদ পাওনা 4 হাজার 448 কোটি টাকা। তাই আজ ওই দিন আরও একবার এই নিয়ে সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

পঞ্চায়েত নির্বাচনের আগে আবাস যোজনা ক্রমশ রাজনীতির হাতিয়ার হয়ে উঠছে । বিরোধীরা চাইছে এই ইস্যুতে শাসকদলকে বিপাকে ফেলতে । অন্য়দিকে এই আক্রমণের মোকাবিলা করতে পালটা রণকৌশল নিয়েছে তৃণমূলও । এমতাবস্থায় প্রধানমন্ত্রী আবাস যোজনা নিয়ে কোনও অনিয়ম হয়েছে কিনা তা খতিয়ে দেখতে রাজ্যে আসছে কেন্দ্রীয় দল । এই প্রথম নয় গত কয়েক বছরে বিভিন্ন কারণে দল পাঠিয়েছে কেন্দ্রীয় সরকার । দিল্লির এ হেন আচরণে রাজনীতির ছায়া দেখেছে তৃণমূল । গত বিধানসভা নির্বাচনের পর সন্ত্রাসের অভিযোগ উঠেছে বিভিন্ন জেলায় । সে সবও খতিয়ে দেখতে দল পাঠিয়েছিল কেন্দ্র । সেই দলের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তুলেছিল তৃণমূল । এবার আবারও কেন্দ্রীয় দল আসছে রাজ্যে । এ নিয়েও যে নতুন করে রাজ্য রাজনীতি সরহগরম হবে তা বলাই বাহুল্য ।

আরও পড়ুন: হেলিপ্যাড উদ্বোধন করেই অসুস্থ সাংবাদিককে এয়ারলিফট করানোর নির্দেশ মমতা

কলকাতা, 5 জানুয়ারি: আবাস যোজনা (Awas Yojana) নিয়ে রাজ্য-রাজনীতি উত্তাল। রাজ্যের বিভিন্ন প্রান্তে এই আবাস যোজনা নিয়ে বিক্ষোভের মুখে পড়তে হয়েছে সরকারি কর্মচারী থেকে শুরু করে আশা কর্মীদের। মারধর বা বাড়িতে আটকে রাখার ঘটনাও ঘটেছে রাজ্যের একাধিক জেলায় । বিষয়টি শেষমেশ আদালত পর্যন্ত গড়িয়েছে ৷ এই অবস্থায় আবাস যোজনার কাজ কেমন এগোচ্ছে তা সরেজমিনে খতিয়ে দেখতে বিশেষ পরিদর্শক দল পাঠাচ্ছে কেন্দ্র। জানুয়ারির প্রথম সপ্তাহেই রাজ্যে আসছে ওই কেন্দ্রীয় পরিদর্শক দল। এনিয়ে কেন্দ্রীয় সরকারকে তোপ দাগলেন মুখ্যমন্ত্রী ৷

বুধবার গঙ্গাসাগরে এই নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) কাছে জানতে চাওয়া হলে কেন্দ্রের বিরুদ্ধে রাজনীতির অভিযোগ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, "ওই সব রাজনীতিতে আমি নেই। কপিল মুনির আশ্রমে দাঁড়িয়ে রয়েছি। পরমুহূর্তেই তিনি বলেন, "রাজনীতি না-করে 100 দিনের কাজের (100 Days Work) টাকা দিতে বলুন।" কেন্দ্রীয় পরিদর্শক দল যে রাজ্যে আসছে তা কেন্দ্রীয় পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রকের তরফে রাজ্যের পঞ্চায়েত দফতরকে ইতিমধ্যেই চিঠি দিয়ে জানানো হয়েছে।

প্রসঙ্গত, এই 100 দিনের কাজ নিয়ে অতীতেও সরব হয়েছেন মুখ্যমন্ত্রী। এনিয়ে মুখ্যমন্ত্রী নিজেই কেন্দ্রের কাছে দরবার করেন। একাধিকবার প্রধানমন্ত্রীকে চিঠি দেন। রাজ্যের মন্ত্রীকে পাঠিয়ে দিল্লি দরবার করেও এখনও মেলেনি 100 দিনের কাজের টাকা। ইতিমধ্যেই গ্রামোন্নয়ন মন্ত্রক থেকে রাজ্যের প্রাপ্য প্রায় 7 হাজার 654 কোটি টাকা। এর মধ্যে মজুরি বাবদ পাওনা 4 হাজার 448 কোটি টাকা। তাই আজ ওই দিন আরও একবার এই নিয়ে সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

পঞ্চায়েত নির্বাচনের আগে আবাস যোজনা ক্রমশ রাজনীতির হাতিয়ার হয়ে উঠছে । বিরোধীরা চাইছে এই ইস্যুতে শাসকদলকে বিপাকে ফেলতে । অন্য়দিকে এই আক্রমণের মোকাবিলা করতে পালটা রণকৌশল নিয়েছে তৃণমূলও । এমতাবস্থায় প্রধানমন্ত্রী আবাস যোজনা নিয়ে কোনও অনিয়ম হয়েছে কিনা তা খতিয়ে দেখতে রাজ্যে আসছে কেন্দ্রীয় দল । এই প্রথম নয় গত কয়েক বছরে বিভিন্ন কারণে দল পাঠিয়েছে কেন্দ্রীয় সরকার । দিল্লির এ হেন আচরণে রাজনীতির ছায়া দেখেছে তৃণমূল । গত বিধানসভা নির্বাচনের পর সন্ত্রাসের অভিযোগ উঠেছে বিভিন্ন জেলায় । সে সবও খতিয়ে দেখতে দল পাঠিয়েছিল কেন্দ্র । সেই দলের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তুলেছিল তৃণমূল । এবার আবারও কেন্দ্রীয় দল আসছে রাজ্যে । এ নিয়েও যে নতুন করে রাজ্য রাজনীতি সরহগরম হবে তা বলাই বাহুল্য ।

আরও পড়ুন: হেলিপ্যাড উদ্বোধন করেই অসুস্থ সাংবাদিককে এয়ারলিফট করানোর নির্দেশ মমতা

Last Updated : Jan 5, 2023, 8:46 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.