কলকাতা, 17 অক্টোবর: গুজরাতে কাজ করতে গিয়ে গণপিটুনিতে মৃত্যু হয় বাংলার দুই পরিযায়ী শ্রমিক সুমন শেখ ও রাহুল শেখের । পূর্ব বর্ধমানের কালনার কৃষ্ণদেবপুর পঞ্চায়েতের নতুনচরের বাসিন্দা ছিলেন তাঁরা । মঙ্গলবার তাঁদের মৃত্যুর ঘটনায় সিআইডি তদন্তের নির্দেশ দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । মঙ্গলবার কলকাতার বলরাম বসু ঘাট সর্বজনীনের পুজো ভার্চুয়ালি উদ্বোধনের সময় একথাই বলেন তিনি । তবে গুজরাতের বদলে সেখানে তিনি উত্তরপ্রদেশে মৃত্যুর ঘটনা বলে উল্লেখ করেছেন ।
এ দিন মুখ্যমন্ত্রী বলেন, ‘‘দুর্গাপুজো আনন্দের উৎসব । এই আনন্দের মধ্যেও যেন আমরা দুঃখী লোকেদের না ভুলি । কালনার দু’টি ছেলেকে যেভাবে নির্মমভাবে হত্যা করা হয়েছে । তাঁদের পরিবারকে আমরা বলতে চাই, আপনারা একটা লোকালি (স্থানীয় থানায়) এফআইআর করুন । তাঁদের কেসটা আমি সিআইডিকে দেব । আমি চাই দোষীদের বিচার হোক ।’’
তিনি আরও বলেন, ‘‘আমাদের রাজ্যেও অনেক রাজ্যের পরিযায়ী শ্রমিক আছে । আবার আমাদের রাজ্য থেকেও অন্য রাজ্যে পরিযায়ী শ্রমিকের কাজ করতে যান । কিন্তু যেভাবে তাঁদের নির্মমভাবে হত্যা করা হয়েছে, এই ঘটনাকে আমরা ধিক্কার জানাই ।’’
এ দিন এই মঞ্চ থেকেই ওই পরিবারগুলির পাশে থাকার বার্তা দেন মুখ্যমন্ত্রী ৷ একই সঙ্গে তিনি ঘোষণা করেন কালনায় নিহত পরিযায়ী শ্রমিকদের পরিবারকে 2 লক্ষ টাকা করে অর্থ সাহায্য করা হবে । পশ্চিমবঙ্গ থেকে ভিনরাজ্যে কাজ করতে গিয়ে সাম্প্রতিক সময় বারবার মৃত্যুর ঘটনা প্রকাশ্যে আসছে । ইতিমধ্যে তা নিয়ে রাজনৈতিক তরজা শুরু হয়েছে ।
শাসক দলকে এই ঘটনার জন্য দায়ী করছে বিরোধীপক্ষ । বিরোধী দলের তরফ থেকে বলা হচ্ছে রাজ্যে পর্যাপ্ত কর্মসংস্থানের সুযোগ করতে না পারার জন্যই এই ধরনের ঘটনা বারবার করছে । পরিযায়ী শ্রমিকের মৃত্যুর ঘটনায় সরাসরি সিআইডি তদন্ত দেওয়া অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল ।
আরও পড়ুন: জাগো বাংলার উৎসব সংখ্যায় বিজেপিকেই নিশানা মমতা ও অভিষেকের