ETV Bharat / state

Mamata Banerjee: বেহাত হয়ে যাওয়ার সরকারি সম্পত্তি উদ্ধার করতে হবে, বার্তা মমতার - মমতা বন্দ্যোপাধ্যায়

রাজ্যের বিভিন্ন দফতরের বিভিন্ন জমি বেদখল হয়ে যাওয়ার অভিযোগ উঠেছে ৷ এই বিষয়ে মুখ্যসচিবকে কড়া পদক্ষেপ করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷

ETV Bharat
মমতা বন্দ্যোপাধ্যায়
author img

By

Published : Aug 7, 2023, 10:27 PM IST

কলকাতা, 7 অগস্ট: দখল হয়ে যাচ্ছে বিভিন্ন দফতরের সরকারি জমি । বিষয়টি বিয়ে উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । দখলদারদের হঠাতে রাজ্যের প্রশাসনকে আরও কড়া হওয়ার নির্দেশ দিলেন তিনি । প্রসঙ্গত কিছুদিন আগেই কলকাতার অদূরে রাজারহাটে হাউসিং ডেভেলপমেন্ট কর্পোরেশনের জমি বেহাত হয়ে যাওয়ার অভিযোগ উঠছিল । অভিযোগ উঠছিল কতিপয় অসাধু ব্যবসায়ী হিডকোর সরকারি জমি বিক্রি করে দিচ্ছে । আর যাঁরা সেই কিনছেন তাঁরা যখন এই জমি রেজিস্ট্রেশন করতে আসছেন তখন বিষয়টি নজরে আসছে প্রশাসনের । এরপর এই বিষয়টি নিয়ে সক্রিয় হন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম ।

রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী নির্দেশ দেন, অসাধু চক্রের সঙ্গে যারা যুক্ত তাদের বিরুদ্ধে থানায় অভিযোগ করতে দবে । তবে এই ধরনের সমস্যা যে শুধু হিডকোর তা নয় । একই সমস্যা একাধিক দফতরের । বহু ক্ষেত্রে দেখা যাচ্ছে সরকারি জমি জবরদখল হয়ে যাচ্ছে । আর রাজ্য সরকারের তরফ থেকে তা উদ্ধার করতে গেলে তা উদ্ধার করা সম্ভব হচ্ছে না । এই নিয়ে যথেষ্ট উদ্বেগ প্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী । তিনি গোটা বিষয়টি কড়া হাতে মোকাবিলা করার নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্য সচিব হরিকৃষ্ণ দ্বিবেদীকে ।

আরও পড়ুন: বেসরকারি স্কুলগুলিকে নিয়ন্ত্রণে এবার শিক্ষা কমিশনে অনুমোদন রাজ্য মন্ত্রিসভার

সোমবার মন্ত্রিসভার বৈঠকের এই নির্দিষ্ট বিষয়টি ক্যাবিনেটে আলোচনার এজেন্ডায় না থাকলেও রাজ্যের একাধিক মন্ত্রী যেমন কৃষি, শ্রম দফতরের মন্ত্রীরা বিষয়টি নিয়ে মুখ্যমন্ত্রীর কাছে অভিযোগ জানান ৷ এক্ষেত্রে মুখ্যমন্ত্রীর স্পষ্ট বার্তা, "সরকারি সম্পদ রক্ষা করা আমাদের দায়িত্ব । যেভাবেই হোক এই সম্পত্তিগুলিকে রক্ষা করতে হবে ।"

নবান্ন সূত্রে জানা গিয়েছে, এদিন মন্ত্রিসভার বৈঠকে কৃষি খামারের জমির একটা অংশ বেহাত হয়ে যাওয়ার বিষয়টি নিয়ে মুখ্যমন্ত্রীকে জানিয়েছেন রাজ্যের কৃষি মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় । একইভাবে রাজ্যের শ্রম মন্ত্রী মলয় ঘটকও আসানসোলে সরকারি পয়সায় তৈরি হয়ে যাওয়া 100 বেশি আবাসন হস্তান্তরিত করা যাচ্ছে না বলে মুখ্যমন্ত্রীকে জানিয়েছেন । যতদূর জানা গিয়েছে, একদিকে জবরদখল হয়ে যাওয়া জমি উদ্ধারের জন্য যেমন মুখ্যমন্ত্রী মুখ্য সচিবকে সক্রিয় হওয়ার পরামর্শ দিয়েছেন । একইভাবে আসানসোলের আবাসনগুলি বিক্রয় করা যায় কিনা তাও খতিয়ে দেখতে বলেছেন তিনি ।

কলকাতা, 7 অগস্ট: দখল হয়ে যাচ্ছে বিভিন্ন দফতরের সরকারি জমি । বিষয়টি বিয়ে উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । দখলদারদের হঠাতে রাজ্যের প্রশাসনকে আরও কড়া হওয়ার নির্দেশ দিলেন তিনি । প্রসঙ্গত কিছুদিন আগেই কলকাতার অদূরে রাজারহাটে হাউসিং ডেভেলপমেন্ট কর্পোরেশনের জমি বেহাত হয়ে যাওয়ার অভিযোগ উঠছিল । অভিযোগ উঠছিল কতিপয় অসাধু ব্যবসায়ী হিডকোর সরকারি জমি বিক্রি করে দিচ্ছে । আর যাঁরা সেই কিনছেন তাঁরা যখন এই জমি রেজিস্ট্রেশন করতে আসছেন তখন বিষয়টি নজরে আসছে প্রশাসনের । এরপর এই বিষয়টি নিয়ে সক্রিয় হন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম ।

রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী নির্দেশ দেন, অসাধু চক্রের সঙ্গে যারা যুক্ত তাদের বিরুদ্ধে থানায় অভিযোগ করতে দবে । তবে এই ধরনের সমস্যা যে শুধু হিডকোর তা নয় । একই সমস্যা একাধিক দফতরের । বহু ক্ষেত্রে দেখা যাচ্ছে সরকারি জমি জবরদখল হয়ে যাচ্ছে । আর রাজ্য সরকারের তরফ থেকে তা উদ্ধার করতে গেলে তা উদ্ধার করা সম্ভব হচ্ছে না । এই নিয়ে যথেষ্ট উদ্বেগ প্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী । তিনি গোটা বিষয়টি কড়া হাতে মোকাবিলা করার নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্য সচিব হরিকৃষ্ণ দ্বিবেদীকে ।

আরও পড়ুন: বেসরকারি স্কুলগুলিকে নিয়ন্ত্রণে এবার শিক্ষা কমিশনে অনুমোদন রাজ্য মন্ত্রিসভার

সোমবার মন্ত্রিসভার বৈঠকের এই নির্দিষ্ট বিষয়টি ক্যাবিনেটে আলোচনার এজেন্ডায় না থাকলেও রাজ্যের একাধিক মন্ত্রী যেমন কৃষি, শ্রম দফতরের মন্ত্রীরা বিষয়টি নিয়ে মুখ্যমন্ত্রীর কাছে অভিযোগ জানান ৷ এক্ষেত্রে মুখ্যমন্ত্রীর স্পষ্ট বার্তা, "সরকারি সম্পদ রক্ষা করা আমাদের দায়িত্ব । যেভাবেই হোক এই সম্পত্তিগুলিকে রক্ষা করতে হবে ।"

নবান্ন সূত্রে জানা গিয়েছে, এদিন মন্ত্রিসভার বৈঠকে কৃষি খামারের জমির একটা অংশ বেহাত হয়ে যাওয়ার বিষয়টি নিয়ে মুখ্যমন্ত্রীকে জানিয়েছেন রাজ্যের কৃষি মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় । একইভাবে রাজ্যের শ্রম মন্ত্রী মলয় ঘটকও আসানসোলে সরকারি পয়সায় তৈরি হয়ে যাওয়া 100 বেশি আবাসন হস্তান্তরিত করা যাচ্ছে না বলে মুখ্যমন্ত্রীকে জানিয়েছেন । যতদূর জানা গিয়েছে, একদিকে জবরদখল হয়ে যাওয়া জমি উদ্ধারের জন্য যেমন মুখ্যমন্ত্রী মুখ্য সচিবকে সক্রিয় হওয়ার পরামর্শ দিয়েছেন । একইভাবে আসানসোলের আবাসনগুলি বিক্রয় করা যায় কিনা তাও খতিয়ে দেখতে বলেছেন তিনি ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.