ETV Bharat / state

Mamata Banerjee in Spain: লক্ষ্য বিনিয়োগ! মাদ্রিদে ইনডিটেক্স-জারার মতো জনপ্রিয় ব্র্যান্ডের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে মমতা - Madrid

Mamata Banerjee in Spain: স্পেন সফরে মুখ্যমন্ত্রী মমতা ৷ বাণিজ্য টানতে প্রথম দিনেই মাদ্রিদে ইনডিটেক্স-জারা-সহ জনপ্রিয় ব্র্যান্ডের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক সারেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷

Etv Bharat
প্রতিনিধিদের সঙ্গে বৈঠক মমতার
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 14, 2023, 10:53 PM IST

মাদ্রিদ, 14 সেপ্টেম্বর: দীর্ঘ পাঁচ বছর পর বিদেশ সফরে গিয়েছেন মুখ্যমন্ত্রী। লক্ষ্য বাংলার শিল্পে বিনিয়োগ। বৃহস্পতিবার সন্ধ্যায় মাদ্রিদে শিল্পমহলের সঙ্গে বৈঠক করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন স্পেনের রাজধানীতে বাংলার মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে উপস্থিত ছিলেন ইনডিটেক্স গ্রুপ, জারা-সহ স্পেনের জনপ্রিয় ব্র্যান্ডের প্রতিনিধিরা।

সূত্রের খবর, মুখ্যমন্ত্রী মমতা এই বৈঠকে বাংলায় বিনিয়োগের জন্য আহ্বান জানান। রাজ্যে যে শিল্পের জন্য অনুকূল পরিবেশ রয়েছে তা তুলে ধরেন তিনি ৷ তুলে ধরেন বাংলায় শ্রমিকদের দক্ষতার কথা ৷ তিনি জানিয়েছেন, তাঁর সরকার বাংলায় প্রতিষ্ঠিত হওয়ার পর পশ্চিমবঙ্গে কর্মবিরতি বা বনধ হয়নি একদিনও। তিনি জানান, বাংলায় শ্রমিকদের মজুরি অনেক কম ৷ একইসঙ্গে বিদ্যুৎ-সহ অন্যান্য পরিকাঠামো আরও সুন্দর করে তৈরি রয়েছে।

একই সঙ্গে এই বৈঠক থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সে দেশের শিল্প মহলের প্রতিনিধিদের বিভিন্ন প্যাকেজ, শিল্পপতিদের জন্য দেওয়া ইনসেন্টিভের কথা তুলে ধরেন। রাজ্য সরকারের যে আলাদা শিল্পনীতি রয়েছে, ল্যান্ড পলিসি, ল্যান্ড ইউজ ম্যাপ, সবটাই তুলে ধরে বাংলায় বিনিয়োগের জন্য আমন্ত্রণ জানান মুখ্যমন্ত্রী।

  • An exciting development is on the horizon!

    Tempe Grupo Inditex (Zara) , a major player in the textile industry, is expanding its operations. They are partnering with private entities to shift manufacturing to West Bengal, with production set to begin before Christmas 2023.… pic.twitter.com/5sww9Saqdh

    — Mamata Banerjee (@MamataOfficial) September 14, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এদিনের এই বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়াও উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্য সচিব হরিকৃষ্ণ দ্বিবেদী, মুখ্যমন্ত্রীর ব্যক্তিগত সচিব গৌতম সান্যাল ৷ ছিলেন শিল্প সচিব তথা ডব্লিউবিআইডিসি চেয়ারম্যান বন্দনা যাদব ৷ এছাড়া উপস্থিত ছিলেন স্পেনে থাকা ভারতের রাষ্ট্রদূতও। এদিন এই বৈঠক থেকেই তিনি শিল্পপতিদের বাংলায় আসার জন্য আমন্ত্রণ জানিয়েছেন। পাঁচ বছর বাদে এই স্পেন সফরে মমতা বন্দ্যোপাধ্যায়ের মূল লক্ষ্য স্পেন থেকে শিল্প নিয়ে আসা ৷ প্রথম দিনেই মমতা বন্দ্যোপাধ্যায়ের এই কর্মসূচি শিল্পের বিষয়টা আরও স্পষ্ট করেছে।

আরও পড়ুন: মাদ্রিদে বসেই তৃণমূল সংসদীয় দলকে সিইসি বিল নিয়ে সর্বাত্মক বিরোধিতার নির্দেশ মমতার

জানা গিয়েছে, স্পেনে প্রথম তিন দিন মাদ্রিদ শহরেই থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ সেখানে একাধিক বিজনেস সামিট রয়েছে তাঁর ৷ তবে এদিন সকালে মুখ্যমন্ত্রীকে দেখা গিয়েছে একেবারে অন্য ছন্দে ৷ শাড়ি পড়ে মাদ্রিদের রাস্তায় জগিং করার পাশাপাশি, রাস্তায় পিয়ানো অ্যাকর্ডিয়নেও 'আমরা করব জয়' সুর তুলেছেন ৷

মাদ্রিদ, 14 সেপ্টেম্বর: দীর্ঘ পাঁচ বছর পর বিদেশ সফরে গিয়েছেন মুখ্যমন্ত্রী। লক্ষ্য বাংলার শিল্পে বিনিয়োগ। বৃহস্পতিবার সন্ধ্যায় মাদ্রিদে শিল্পমহলের সঙ্গে বৈঠক করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন স্পেনের রাজধানীতে বাংলার মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে উপস্থিত ছিলেন ইনডিটেক্স গ্রুপ, জারা-সহ স্পেনের জনপ্রিয় ব্র্যান্ডের প্রতিনিধিরা।

সূত্রের খবর, মুখ্যমন্ত্রী মমতা এই বৈঠকে বাংলায় বিনিয়োগের জন্য আহ্বান জানান। রাজ্যে যে শিল্পের জন্য অনুকূল পরিবেশ রয়েছে তা তুলে ধরেন তিনি ৷ তুলে ধরেন বাংলায় শ্রমিকদের দক্ষতার কথা ৷ তিনি জানিয়েছেন, তাঁর সরকার বাংলায় প্রতিষ্ঠিত হওয়ার পর পশ্চিমবঙ্গে কর্মবিরতি বা বনধ হয়নি একদিনও। তিনি জানান, বাংলায় শ্রমিকদের মজুরি অনেক কম ৷ একইসঙ্গে বিদ্যুৎ-সহ অন্যান্য পরিকাঠামো আরও সুন্দর করে তৈরি রয়েছে।

একই সঙ্গে এই বৈঠক থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সে দেশের শিল্প মহলের প্রতিনিধিদের বিভিন্ন প্যাকেজ, শিল্পপতিদের জন্য দেওয়া ইনসেন্টিভের কথা তুলে ধরেন। রাজ্য সরকারের যে আলাদা শিল্পনীতি রয়েছে, ল্যান্ড পলিসি, ল্যান্ড ইউজ ম্যাপ, সবটাই তুলে ধরে বাংলায় বিনিয়োগের জন্য আমন্ত্রণ জানান মুখ্যমন্ত্রী।

  • An exciting development is on the horizon!

    Tempe Grupo Inditex (Zara) , a major player in the textile industry, is expanding its operations. They are partnering with private entities to shift manufacturing to West Bengal, with production set to begin before Christmas 2023.… pic.twitter.com/5sww9Saqdh

    — Mamata Banerjee (@MamataOfficial) September 14, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এদিনের এই বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়াও উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্য সচিব হরিকৃষ্ণ দ্বিবেদী, মুখ্যমন্ত্রীর ব্যক্তিগত সচিব গৌতম সান্যাল ৷ ছিলেন শিল্প সচিব তথা ডব্লিউবিআইডিসি চেয়ারম্যান বন্দনা যাদব ৷ এছাড়া উপস্থিত ছিলেন স্পেনে থাকা ভারতের রাষ্ট্রদূতও। এদিন এই বৈঠক থেকেই তিনি শিল্পপতিদের বাংলায় আসার জন্য আমন্ত্রণ জানিয়েছেন। পাঁচ বছর বাদে এই স্পেন সফরে মমতা বন্দ্যোপাধ্যায়ের মূল লক্ষ্য স্পেন থেকে শিল্প নিয়ে আসা ৷ প্রথম দিনেই মমতা বন্দ্যোপাধ্যায়ের এই কর্মসূচি শিল্পের বিষয়টা আরও স্পষ্ট করেছে।

আরও পড়ুন: মাদ্রিদে বসেই তৃণমূল সংসদীয় দলকে সিইসি বিল নিয়ে সর্বাত্মক বিরোধিতার নির্দেশ মমতার

জানা গিয়েছে, স্পেনে প্রথম তিন দিন মাদ্রিদ শহরেই থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ সেখানে একাধিক বিজনেস সামিট রয়েছে তাঁর ৷ তবে এদিন সকালে মুখ্যমন্ত্রীকে দেখা গিয়েছে একেবারে অন্য ছন্দে ৷ শাড়ি পড়ে মাদ্রিদের রাস্তায় জগিং করার পাশাপাশি, রাস্তায় পিয়ানো অ্যাকর্ডিয়নেও 'আমরা করব জয়' সুর তুলেছেন ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.