ETV Bharat / state

Mamata on Mukul Delhi Visit: মুকুলকে নিয়ে জল্পনাকে ছোট্ট ব্যাপার বলে কিসের ইঙ্গিত দিলেন মমতা ! - অভিষেক বন্দ্যোপাধ্যায়

দিল্লিতে মুকুল রায় ৷ তাঁকে নিয়ে চক্রান্ত করা হচ্ছে বলে অভিযোগ করেছেন শুভ্রাংশু রায় ৷ কিন্তু গোটা বিষয়টিকে ছোট্ট ব্যাপার বলে এড়িয়ে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় ৷ তিনি কিসের ইঙ্গিত দিয়েছেন ? তাহলে কি তৃণমূল মুকুল রায় এখন গুরুত্বহীন ?

Mamata on Mukul Delhi Visit
Mamata on Mukul Delhi Visit
author img

By

Published : Apr 19, 2023, 8:19 PM IST

Updated : Apr 19, 2023, 8:49 PM IST

কলকাতা, 19 এপ্রিল: তৃণমূল নেত্রীর কাছে মুকুল এখন ছোট ব্যাপার । একদা তাঁর সহকর্মী ও একসময় তৃণমূল কংগ্রেসের 2 নম্বর ব্যক্তি থাকা মুকুল রায় সম্পর্কে কি আগ্রহ হারাচ্ছে তৃণমূল কংগ্রেস ? মমতার মন্তব্যের উঠছে এই প্রশ্ন ৷

একুশের বিধানসভা নির্বাচনে পর পদ্ম ছেড়ে ঘাসফুলে ফিরেছিলেন মুকুল । তখন ঘটা করে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে হয়েছিল মুকুলের যোগদান পর্ব । এরপর তাঁকে সামনে রেখেই বিধানসভায় পাবলিক অ্যাকাউন্টস কমিটির মতো গুরুত্বপূর্ণ পদ বিজেপির কাছে যাওয়া থেকে আটকানো হয় । সেই মুকুলকে নিয়ে বুধবার মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, ‘‘এটা খুব স্মল ম্যাটার, সো উই ডোন্ট কেয়ার । বেটার টু ইগনোর ।’’

তিনি আরও বলেন, ‘‘কে দিল্লি যাবে, না বম্বে যাবে, না পাঞ্জাব যাবে, সেটা একদমই তাঁর নিজস্ব অধিকার । উনি তো এখনও বিজেপিতেই আছেন ।’’ এরপর মমতার কাছে প্রশ্ন করা হয় উনি কি তৃণমূল কংগ্রেসের যোগদান করেছিলেন ? সেই প্রসঙ্গ এড়িয়ে যান বাংলার মুখ্যমন্ত্রী ৷ বরং তিনি টেনে আনেন মুকুল রায়ের ছেলে শুভ্রাংশু রায়ের মিসিং ডায়েরির প্রসঙ্গ । মুখ্যমন্ত্রী বলেন, ‘‘ওঁর ছেলে একটা মিসিং ডায়েরি করেছে । এখন কেউ যদি ডায়েরি করে যে আমার বাবা মিসিং, এজেন্সি ধরে নিয়ে গিয়েছে, তাহলে প্রশাসনের যা কাজ, তদন্ত করে দেখা, সত্যিই মিসিং কি না, তা প্রশাসন দেখছে । সেসব প্রশাসন প্রশাসনের মতো করবে ।’’

মুকুলের দিল্লি যাত্রার পিছনে কোনও এজেন্সি কিংবা বিজেপি রয়েছে কি না, এই নিয়ে মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘‘ওর ছেলে এফআইআর করেছে । যেখানে তাঁর বাবাকে নিখোঁজ বলে জানিয়েছেন । এমনকি দু’জন নাকি কোনও এজেন্সির মাধ্যমে নিয়ে গিয়েছে । তবে বিজেপি কি না তা বলতে পারব না ।’’ এরপরই মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে প্রশ্ন করা হয় মুকুল রায় দিল্লিতে বলছেন তিনি নাকি কখনোই তৃণমূল কংগ্রেসের যোগদান করেননি । এর জবাবে মমতা বলেন, ‘‘এটা খুব ছোট ব্যাপার, পাত্তা দেওয়ার দরকার নেই ইগনোর করুন ।’’

মুকুল যে ক্রমেই গুরুত্বহীন হয়ে পড়েছেন গতকাল কুণাল ঘোষের কথাতেই তার আঁচ পাওয়া গিয়েছিল । মুকুলের দিল্লি যাত্রা নিয়ে শাসকদল যে ভাবিত নয়, তা একরকম বুঝিয়েই দিয়েছিলেন কুণাল । তখন যদিও বা কেউ কেউ মনে করেছিলেন, এটা হয়তো দলের নয় ব্যক্তিগত মত বলছেন তৃণমূলের মুখপাত্র । কিন্তু এদিন তৃণমূল নেত্রীর বক্তব্যের পর রাজনৈতিক মহলের বক্তব্য, এই মুহূর্তে তৃণমূলে আর প্রয়োজন নেই মুকুলের । কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ই মুকুল ইস্যুকে গুরুত্বহীন বলে দেখছেন ।

আরও পড়ুন: 'বিজেপির সঙ্গেই আছি', রাজধানীতে সাংবাদিক সম্মেলন করে জানালেন মুকুল

কলকাতা, 19 এপ্রিল: তৃণমূল নেত্রীর কাছে মুকুল এখন ছোট ব্যাপার । একদা তাঁর সহকর্মী ও একসময় তৃণমূল কংগ্রেসের 2 নম্বর ব্যক্তি থাকা মুকুল রায় সম্পর্কে কি আগ্রহ হারাচ্ছে তৃণমূল কংগ্রেস ? মমতার মন্তব্যের উঠছে এই প্রশ্ন ৷

একুশের বিধানসভা নির্বাচনে পর পদ্ম ছেড়ে ঘাসফুলে ফিরেছিলেন মুকুল । তখন ঘটা করে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে হয়েছিল মুকুলের যোগদান পর্ব । এরপর তাঁকে সামনে রেখেই বিধানসভায় পাবলিক অ্যাকাউন্টস কমিটির মতো গুরুত্বপূর্ণ পদ বিজেপির কাছে যাওয়া থেকে আটকানো হয় । সেই মুকুলকে নিয়ে বুধবার মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, ‘‘এটা খুব স্মল ম্যাটার, সো উই ডোন্ট কেয়ার । বেটার টু ইগনোর ।’’

তিনি আরও বলেন, ‘‘কে দিল্লি যাবে, না বম্বে যাবে, না পাঞ্জাব যাবে, সেটা একদমই তাঁর নিজস্ব অধিকার । উনি তো এখনও বিজেপিতেই আছেন ।’’ এরপর মমতার কাছে প্রশ্ন করা হয় উনি কি তৃণমূল কংগ্রেসের যোগদান করেছিলেন ? সেই প্রসঙ্গ এড়িয়ে যান বাংলার মুখ্যমন্ত্রী ৷ বরং তিনি টেনে আনেন মুকুল রায়ের ছেলে শুভ্রাংশু রায়ের মিসিং ডায়েরির প্রসঙ্গ । মুখ্যমন্ত্রী বলেন, ‘‘ওঁর ছেলে একটা মিসিং ডায়েরি করেছে । এখন কেউ যদি ডায়েরি করে যে আমার বাবা মিসিং, এজেন্সি ধরে নিয়ে গিয়েছে, তাহলে প্রশাসনের যা কাজ, তদন্ত করে দেখা, সত্যিই মিসিং কি না, তা প্রশাসন দেখছে । সেসব প্রশাসন প্রশাসনের মতো করবে ।’’

মুকুলের দিল্লি যাত্রার পিছনে কোনও এজেন্সি কিংবা বিজেপি রয়েছে কি না, এই নিয়ে মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘‘ওর ছেলে এফআইআর করেছে । যেখানে তাঁর বাবাকে নিখোঁজ বলে জানিয়েছেন । এমনকি দু’জন নাকি কোনও এজেন্সির মাধ্যমে নিয়ে গিয়েছে । তবে বিজেপি কি না তা বলতে পারব না ।’’ এরপরই মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে প্রশ্ন করা হয় মুকুল রায় দিল্লিতে বলছেন তিনি নাকি কখনোই তৃণমূল কংগ্রেসের যোগদান করেননি । এর জবাবে মমতা বলেন, ‘‘এটা খুব ছোট ব্যাপার, পাত্তা দেওয়ার দরকার নেই ইগনোর করুন ।’’

মুকুল যে ক্রমেই গুরুত্বহীন হয়ে পড়েছেন গতকাল কুণাল ঘোষের কথাতেই তার আঁচ পাওয়া গিয়েছিল । মুকুলের দিল্লি যাত্রা নিয়ে শাসকদল যে ভাবিত নয়, তা একরকম বুঝিয়েই দিয়েছিলেন কুণাল । তখন যদিও বা কেউ কেউ মনে করেছিলেন, এটা হয়তো দলের নয় ব্যক্তিগত মত বলছেন তৃণমূলের মুখপাত্র । কিন্তু এদিন তৃণমূল নেত্রীর বক্তব্যের পর রাজনৈতিক মহলের বক্তব্য, এই মুহূর্তে তৃণমূলে আর প্রয়োজন নেই মুকুলের । কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ই মুকুল ইস্যুকে গুরুত্বহীন বলে দেখছেন ।

আরও পড়ুন: 'বিজেপির সঙ্গেই আছি', রাজধানীতে সাংবাদিক সম্মেলন করে জানালেন মুকুল

Last Updated : Apr 19, 2023, 8:49 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.