ETV Bharat / state

Brinda Karat on RSS: রাজ্যে আরএসএসের বাড়বাড়ন্তের দায় মমতারই, দলীয় সভায় দাবি বৃন্দার - রাজ্যে আরএসএস বৃদ্ধিতে তৃণমূলকে দুষলেন বৃন্দা

মেয়রের বাড়ির খুব কাছেই দলীয় সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলকে একহাত নিলেন সিপিএমের পলিটব্যুরো সদস্য বৃন্দা কারাত (Brinda Karat Slams TMC)৷

ETV Bharat
বৃন্দা কারাত
author img

By

Published : Jan 29, 2023, 7:15 AM IST

কলকাতা, 29 জানুয়ারি: "আরএসএস ভালো আর বিজেপি খারাপ, এই মতো কথা বলে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য়ে আরএসএসের বিস্তারে সাহায্য করছেন (Mamata Banerjee is Responsible for RSS Growth in WB)। এর প্রতিরোধ করতে পারেন কেবলমাত্র বামপন্থীরা ।" এমনটাই বললেন সিপিআইএম নেত্রী তথা পলিটব্যুরো সদস্য বৃন্দা কারাত (Brinda Karat)। শনিবার রাতে রাজ্যের মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের বাড়ির পাশে চেতলার অহীন্দ্র মঞ্চের সামনে এক জনসভার আয়োজন করে সিপিআই(এম) ভবানীপুর এরিয়া কমিটি । সেই সভায় এমনটাই বললেন সিপিআই(এম)'এর পলিটব্যুরো সদস্য বৃন্দা কারাত । উপস্থিত নেতা কর্মীদের উদ্দেশ্যে তাঁর দাবি, "রাজ্য সরকার প্রতি পদে বিজেপির সুবিধা করে দিতে চাইছে । মমতা বন্দ্যোপাধ্যায় তথা তৃণমূলের এহেন আচরণের একমাত্র মোকাবিলা করতে পারে বামপন্থীরাই । তাই, রাজ্যের সমস্ত প্রান্তে ছড়িয়ে দিতে হবে এই বার্তা ।"

আগামীকাল সোমবার অর্থাৎ 30 জানুয়ারি গান্ধি হত্যা দিবসে কলকাতার রানী রাসমণি অ্যাভিনিউতে একটি জনসভার ডাক দিয়েছে সিপিএমের কলকাতা জেলা কমিটি । সেই সমাবেশের সমর্থনেই অহীন্দ্র মঞ্চের সামনে এদিন এক জনসভার আয়োজন করা হয় । সেই সভায় বৃন্দা কারাত বলেন, "কেন্দ্রের মোদি সরকার মুখে গান্ধিজীকে শ্রদ্ধা করার কথা বলে । অথচ মধ্যপ্রদেশের বিজেপি পরিচালিত সরকারের মুখ্যমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী গান্ধিজীর খুনি নাথুরাম গডসের মূর্তিকে পুজো করে । গান্ধিজী সাম্প্রদায়িকতার বিরোধিতা করেছিলেন । অথচ স্বাধীনতার 75তম বর্ষে সেই সাম্প্রদায়িক শক্তিগুলিই দেশ পরিচালনা করছে । এর বিরুদ্ধে জনমত গঠন করতে হবে । গড়ে তুলতে হবে প্রতিরোধ ।"

বৃন্দা কারাতের আরও অভিযোগ, কেন্দ্রের বিজেপি সরকার উগ্র হিন্দুত্বের রাজনীতি করছে । আর পশ্চিম বাংলার শাসকদল তৃণমূল নরম হিন্দুত্বের চাষ করছে । ধর্ম-নিরপেক্ষতার নামে সরকারি ব্যবস্থাপনায় ধর্মীয় আচারের পালনে উৎসাহ যোগানো হচ্ছে । যার মাধ্যমে বিজেপির রাজনীতি ছড়ানোর সুযোগ করে দিচ্ছে তৃণমূল । এই অভিযোগের পক্ষে যুক্তি দিতে গিয়ে বৃন্দা কারাতের দাবি, "মমতা বন্দ্যোপাধ্যায় একাধিকবার বলেছেন, বিজেপি খারাপ কিন্তু আরএসএস ভালো । অথচ একথা মমতা বন্দ্যোপাধ্যায়ের অজানা নয়, যে বিজেপিকে পরিচালনা করে আরএসএস । আরএসএস এবং বিজেপি পৃথক কোনও শক্তি নয় । আসলে মমতা জেনে বুঝেই সবটা করছেন । তিনি আসলে বিজেপি বিরোধিতার অভিনয় করে চলেছেন প্রতিদিন এবং তাঁর এই নীতি বিজেপিকেই সুবিধা করে দিচ্ছে ।"

নয়া জাতীয় শিক্ষানীতি নিয়েও এদিন মুখ খোলেন বৃন্দা কারাত । তিনি বলেন, "নতুন জাতীয় শিক্ষানীতির মাধ্যমে আরএসএস দেশের শিক্ষা ব্যবস্থা ধ্বংস করতে চলেছে । যার মাধ্যমে পাঠ্যক্রমে যেমন উগ্র দক্ষিণপন্থী মতাদর্শ ঠাঁই পাবে, তেমনি শিক্ষাক্ষেত্রে ঢালাও বেসরকারিকরণের রাস্তা খোলার ব্যবস্থা থাকছে । যার বিরুদ্ধে গোটা দেশ জুড়ে বামপন্থীরাই একমাত্র এর বিরোধিতা করছে । ঠিক তেমনি এ রাজ্যের সরকারের শিক্ষাদফতর দুর্নীতির অভিযোগে জেলে বন্দি । তৃণমূল বিজেপি দুইদল নিজেদের মধ্যে বোঝাপড়া চালাচ্ছে । সেই বোঝাপড়া সাধারণ মানুষের সামনে তুলে হবে ।"

কলকাতা, 29 জানুয়ারি: "আরএসএস ভালো আর বিজেপি খারাপ, এই মতো কথা বলে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য়ে আরএসএসের বিস্তারে সাহায্য করছেন (Mamata Banerjee is Responsible for RSS Growth in WB)। এর প্রতিরোধ করতে পারেন কেবলমাত্র বামপন্থীরা ।" এমনটাই বললেন সিপিআইএম নেত্রী তথা পলিটব্যুরো সদস্য বৃন্দা কারাত (Brinda Karat)। শনিবার রাতে রাজ্যের মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের বাড়ির পাশে চেতলার অহীন্দ্র মঞ্চের সামনে এক জনসভার আয়োজন করে সিপিআই(এম) ভবানীপুর এরিয়া কমিটি । সেই সভায় এমনটাই বললেন সিপিআই(এম)'এর পলিটব্যুরো সদস্য বৃন্দা কারাত । উপস্থিত নেতা কর্মীদের উদ্দেশ্যে তাঁর দাবি, "রাজ্য সরকার প্রতি পদে বিজেপির সুবিধা করে দিতে চাইছে । মমতা বন্দ্যোপাধ্যায় তথা তৃণমূলের এহেন আচরণের একমাত্র মোকাবিলা করতে পারে বামপন্থীরাই । তাই, রাজ্যের সমস্ত প্রান্তে ছড়িয়ে দিতে হবে এই বার্তা ।"

আগামীকাল সোমবার অর্থাৎ 30 জানুয়ারি গান্ধি হত্যা দিবসে কলকাতার রানী রাসমণি অ্যাভিনিউতে একটি জনসভার ডাক দিয়েছে সিপিএমের কলকাতা জেলা কমিটি । সেই সমাবেশের সমর্থনেই অহীন্দ্র মঞ্চের সামনে এদিন এক জনসভার আয়োজন করা হয় । সেই সভায় বৃন্দা কারাত বলেন, "কেন্দ্রের মোদি সরকার মুখে গান্ধিজীকে শ্রদ্ধা করার কথা বলে । অথচ মধ্যপ্রদেশের বিজেপি পরিচালিত সরকারের মুখ্যমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী গান্ধিজীর খুনি নাথুরাম গডসের মূর্তিকে পুজো করে । গান্ধিজী সাম্প্রদায়িকতার বিরোধিতা করেছিলেন । অথচ স্বাধীনতার 75তম বর্ষে সেই সাম্প্রদায়িক শক্তিগুলিই দেশ পরিচালনা করছে । এর বিরুদ্ধে জনমত গঠন করতে হবে । গড়ে তুলতে হবে প্রতিরোধ ।"

বৃন্দা কারাতের আরও অভিযোগ, কেন্দ্রের বিজেপি সরকার উগ্র হিন্দুত্বের রাজনীতি করছে । আর পশ্চিম বাংলার শাসকদল তৃণমূল নরম হিন্দুত্বের চাষ করছে । ধর্ম-নিরপেক্ষতার নামে সরকারি ব্যবস্থাপনায় ধর্মীয় আচারের পালনে উৎসাহ যোগানো হচ্ছে । যার মাধ্যমে বিজেপির রাজনীতি ছড়ানোর সুযোগ করে দিচ্ছে তৃণমূল । এই অভিযোগের পক্ষে যুক্তি দিতে গিয়ে বৃন্দা কারাতের দাবি, "মমতা বন্দ্যোপাধ্যায় একাধিকবার বলেছেন, বিজেপি খারাপ কিন্তু আরএসএস ভালো । অথচ একথা মমতা বন্দ্যোপাধ্যায়ের অজানা নয়, যে বিজেপিকে পরিচালনা করে আরএসএস । আরএসএস এবং বিজেপি পৃথক কোনও শক্তি নয় । আসলে মমতা জেনে বুঝেই সবটা করছেন । তিনি আসলে বিজেপি বিরোধিতার অভিনয় করে চলেছেন প্রতিদিন এবং তাঁর এই নীতি বিজেপিকেই সুবিধা করে দিচ্ছে ।"

নয়া জাতীয় শিক্ষানীতি নিয়েও এদিন মুখ খোলেন বৃন্দা কারাত । তিনি বলেন, "নতুন জাতীয় শিক্ষানীতির মাধ্যমে আরএসএস দেশের শিক্ষা ব্যবস্থা ধ্বংস করতে চলেছে । যার মাধ্যমে পাঠ্যক্রমে যেমন উগ্র দক্ষিণপন্থী মতাদর্শ ঠাঁই পাবে, তেমনি শিক্ষাক্ষেত্রে ঢালাও বেসরকারিকরণের রাস্তা খোলার ব্যবস্থা থাকছে । যার বিরুদ্ধে গোটা দেশ জুড়ে বামপন্থীরাই একমাত্র এর বিরোধিতা করছে । ঠিক তেমনি এ রাজ্যের সরকারের শিক্ষাদফতর দুর্নীতির অভিযোগে জেলে বন্দি । তৃণমূল বিজেপি দুইদল নিজেদের মধ্যে বোঝাপড়া চালাচ্ছে । সেই বোঝাপড়া সাধারণ মানুষের সামনে তুলে হবে ।"

আরও পড়ুন : 'দুর্নীতির রাজধানী পশ্চিমবঙ্গ', কটাক্ষ বৃন্দা কারাতের

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.