ETV Bharat / state

মতুয়ারা দেশের নাগরিক , তাদের আলাদা সার্টিফিকেটের দরকার নেই : মমতা

সিএএ নিয়ে কেন্দ্রকে আক্রমণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায় । রাজ্যে সিএএ , এনসিআর করতে দেওয়া হবে না বলে জানিয়ে দিলেন তিনি ।

Mamata Banerjee
মমতা বন্দ্যোপাধ্যায়
author img

By

Published : Dec 9, 2020, 1:48 PM IST

Updated : Dec 9, 2020, 2:35 PM IST

বনগাঁ , 9 ডিসেম্বর : গোপালনগরে জনসভায় বক্তব্য রাখছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় । তিনি মঞ্চ থেকে বলেন ,

  • মানুষ আছে সঙ্গে , তৃণমূল আছে বঙ্গে ।
  • রেশন বিনা পয়সায় দিচ্ছে ও দেবেও আমাদের সরকার ।
  • অনেক কষ্ট করে সরকার চালাতে হচ্ছে । আমি যতটা পারি চেষ্টা করছি ।
  • অনলাইনে পড়াশোনার জন্য 9 লাখ ট্যাব দেওয়া হবে ।
  • তপশিলিদের জন্য পেনশন চালু করা হয়েছে । যারা অন্য কোনও পেনশন পান না তারা এই পেনশন পাবেন । দুয়ারে দুয়ারে সরকার-এ গিয়ে নাম লেখান ।
  • অনেক জায়গায় সরকাররা সময়ে টাকা দিতে পারে না । কিন্তু আমাদের রাজ্যে তা হয় না ।
  • বিজেপি সরকার কোনও কাজ করে না । আমফানে কোনও টাকা দেয়নি । আমরা আপনাদের জন্য কাজ করেছি ।
  • কৃষক বন্ধু-র জন্য দুয়ারে দুয়ারে সরকার-এ গিয়ে আবেদন জানান ।
  • কৃষকদের জন্য কোনও নিরাপত্তা থাকবে না । কৃষক আন্দোলনকে সমর্থন করছি ।
  • কৃষি আইন প্রত্যাহার করতে হবে । কৃষকদের থেকে সব কেড়ে নেবে বিজেপি । মানুষের আলু সেদ্ধ ভাত খাওয়া হবে না ।
  • বিজেপির বিভাজনের রাজনীতি করছে । ঠাকুর পরিবারকে ভেঙে দিয়েছে ।
  • বাইরে থেকে গুণ্ডা নিয়ে আসছে । আর এসএসের লোক নিয়ে আসছে ।
  • বাংলা থেকে সবাইকে তাড়াতে চায় বিজেপি । সবাইকে তাড়িয়ে গুজরাত বানাতে চায় বিজেপি ।
  • বাংলায় সিএএ , এনআরসি চালু করতে দেব না । রাজ্যে কে থাকবে তা ঠিক করবে রাজ্য সরকার ।
  • মতুয়া সবাই দেশের নাগরিক । তাদের আলাদা কোনও সার্টিফিকেটের দরকার নেই । সিএএ নিয়ে কেন্দ্রকে আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়ের ।
  • বিশ্ববিদ্যালয়ের কাজ শুরু করে দিয়েছি । আমরা BJP পার্টি নই । আমি কথা দিলে কথা রাখি ।
  • সরকারের পাঠ্পুস্তকে হরিচাঁদ ঠাকুরের জীবনী আমরা রেখেছি ।
  • শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের জন্মথিতিতে সরকার ছুটি ঘোষণা করবে ।
  • বাউড়ি সম্প্রদায়ের জন্য আমরা করেছি । মতুয়া ডেভেলপমেন্ট বোর্ড তৈরি করেছি । 10 কোটি টাকা দেওয়া আছে । কমিটি তৈরি হলে কাজ শুরু হবে ।
  • বড়মা অসুস্থ হলে আমি-ই তাঁর চিকিৎসা করিয়েছি ।

আরও পড়ুন , হেস্টিংসে কালো পতাকা নাড্ডাকে

বনগাঁ , 9 ডিসেম্বর : গোপালনগরে জনসভায় বক্তব্য রাখছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় । তিনি মঞ্চ থেকে বলেন ,

  • মানুষ আছে সঙ্গে , তৃণমূল আছে বঙ্গে ।
  • রেশন বিনা পয়সায় দিচ্ছে ও দেবেও আমাদের সরকার ।
  • অনেক কষ্ট করে সরকার চালাতে হচ্ছে । আমি যতটা পারি চেষ্টা করছি ।
  • অনলাইনে পড়াশোনার জন্য 9 লাখ ট্যাব দেওয়া হবে ।
  • তপশিলিদের জন্য পেনশন চালু করা হয়েছে । যারা অন্য কোনও পেনশন পান না তারা এই পেনশন পাবেন । দুয়ারে দুয়ারে সরকার-এ গিয়ে নাম লেখান ।
  • অনেক জায়গায় সরকাররা সময়ে টাকা দিতে পারে না । কিন্তু আমাদের রাজ্যে তা হয় না ।
  • বিজেপি সরকার কোনও কাজ করে না । আমফানে কোনও টাকা দেয়নি । আমরা আপনাদের জন্য কাজ করেছি ।
  • কৃষক বন্ধু-র জন্য দুয়ারে দুয়ারে সরকার-এ গিয়ে আবেদন জানান ।
  • কৃষকদের জন্য কোনও নিরাপত্তা থাকবে না । কৃষক আন্দোলনকে সমর্থন করছি ।
  • কৃষি আইন প্রত্যাহার করতে হবে । কৃষকদের থেকে সব কেড়ে নেবে বিজেপি । মানুষের আলু সেদ্ধ ভাত খাওয়া হবে না ।
  • বিজেপির বিভাজনের রাজনীতি করছে । ঠাকুর পরিবারকে ভেঙে দিয়েছে ।
  • বাইরে থেকে গুণ্ডা নিয়ে আসছে । আর এসএসের লোক নিয়ে আসছে ।
  • বাংলা থেকে সবাইকে তাড়াতে চায় বিজেপি । সবাইকে তাড়িয়ে গুজরাত বানাতে চায় বিজেপি ।
  • বাংলায় সিএএ , এনআরসি চালু করতে দেব না । রাজ্যে কে থাকবে তা ঠিক করবে রাজ্য সরকার ।
  • মতুয়া সবাই দেশের নাগরিক । তাদের আলাদা কোনও সার্টিফিকেটের দরকার নেই । সিএএ নিয়ে কেন্দ্রকে আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়ের ।
  • বিশ্ববিদ্যালয়ের কাজ শুরু করে দিয়েছি । আমরা BJP পার্টি নই । আমি কথা দিলে কথা রাখি ।
  • সরকারের পাঠ্পুস্তকে হরিচাঁদ ঠাকুরের জীবনী আমরা রেখেছি ।
  • শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের জন্মথিতিতে সরকার ছুটি ঘোষণা করবে ।
  • বাউড়ি সম্প্রদায়ের জন্য আমরা করেছি । মতুয়া ডেভেলপমেন্ট বোর্ড তৈরি করেছি । 10 কোটি টাকা দেওয়া আছে । কমিটি তৈরি হলে কাজ শুরু হবে ।
  • বড়মা অসুস্থ হলে আমি-ই তাঁর চিকিৎসা করিয়েছি ।

আরও পড়ুন , হেস্টিংসে কালো পতাকা নাড্ডাকে

Last Updated : Dec 9, 2020, 2:35 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.