মাদ্রিদ, 14 সেপ্টেম্বর: মমতা বন্দ্যোপাধ্যায় যখন স্পেনে, তখনই গুরুত্বপূর্ণ বিশেষ অধিবেশন বসতে চলেছে সংসদে । বিদেশ সফরে যাওয়ার আগে এই অধিবেশনে আসা বিল নিয়ে কোনও প্রতিক্রিয়া দিতে চাননি তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সভানেত্রী । বরং তিনি বলেছিলেন, কী বিল আসছে আগে দেখি, তারপরে এই নিয়ে প্রতিক্রিয়া দেব । তবে এ বার স্পেনে গিয়ে সেখান থেকেই তৃণমূল কংগ্রেসের সংসদীয় দলকে মুখ্য নির্বাচন কমিশনার নিয়োগের বিল নিয়ে দলকে সর্বাত্মক বিরোধিতার নির্দেশ দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ।
সংসদের বিশেষ অধিবেশনে এই বিল আনার কথা জানিয়েছে কেন্দ্রীয় সরকার । এরপর এই নিয়ে সর্বাত্মক বিরোধিতার কথা বললেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । এই বিলের মাধ্যমে মুখ্য নির্বাচন কমিশনার নিয়োগের প্যানেল থেকে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে সরিয়ে একজন মন্ত্রীকে রাখার কথা ভাবছে কেন্দ্রীয় সরকার । আর কেন্দ্রের এই সিদ্ধান্তের প্রথম থেকেই বিরোধিতা করে আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ।
মঙ্গলবার সিইসি বিল বিশেষ অধিবেশনে আসছে শোনামাত্রই মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "মগের মুলুক নাকি ! বিনাশকালে বুদ্ধিনাশ হচ্ছে ।" তৃণমূল সূত্র থেকে জানা গিয়েছে, এর পরই তিনি দলকে এর বিরুদ্ধে সর্বাত্মক বিরোধিতার নির্দেশ দেন । সংসদে এই বিলের বিরুদ্ধে ঝড় তোলার কথাও বলেন তিনি । এখানেই শেষ নয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, এই সিদ্ধান্তের মাধ্যমে আদতে দেশের জুডিশিয়াল সিস্টেম বা বিচারব্যবস্থাকে বুলডোজ করতে চাইছে কেন্দ্র । আর সে কারণেই ইন্ডিয়া জোটকে ঐক্যবদ্ধভাবে এর বিরোধিতার কথা বলেছেন তিনি ।
আরও পড়ুন: অ্যাকর্ডিয়নে ‘উই শ্যাল ওভারকাম’, মাদ্রিদেও শিল্পানুরাগী মমতার ছবি দেখল বিশ্ব
যতদূর জানা যাচ্ছে, মুখ্যমন্ত্রীর এই নির্দেশের পর তৃণমূল কংগ্রেসের তরফ থেকে ইন্ডিয়া জোটের প্রতিনিধিদের সঙ্গে কথা বলা হবে এবং কীভাবে সর্বাত্মক বিরোধিতা করে এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা যায়, তারই পরিকল্পনা করা হচ্ছে । দলনেত্রীর নির্দেশে এমনও সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, বিরোধী রাজনৈতিক দলগুলির কাছে সিইসি বিল নিয়ে ঐক্যবদ্ধ বিরোধিতার জন্য অনুরোধ করা হবে । মোটের উপর এটা নিশ্চিত, 18 তারিখ থেকে শুরু হতে চলা সংসদের বিশেষ অধিবেশনে মূলত এই বিলকে সামনে রেখে বিজেপির বিরুদ্ধে কোমর বাঁধছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস ।
প্রসঙ্গত, যেহেতু এই মুহূর্তে তৃণমূল নেত্রী রয়েছেন স্পেনে, সেখান থেকেই এই বক্তব্য তিনি লিখেছেন । আমাদের তরফ থেকে মুখ্যমন্ত্রীর এই বক্তব্যের সত্যতা যাচাই করতে তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল । তিনিও এই বক্তব্যের সত্যতা স্বীকার করে নিয়েছেন ।