কলকাতা, 21 নভেম্বর: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ট্রেডমার্ক তাঁর সাদামাটা পরিচ্ছদ । হাওয়াই চটি আর সাদা সুতির শাড়িতেই গোটা বিশ্ব তাঁকে চেনে । বিদেশের মাটিতেও এই সাধারণ শাড়িতেই তাঁকে দেখতে পাওয়া যায় ৷ কিন্তু মঙ্গলবার বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে আদ্যন্ত কর্পোরেট লুকে দেখা গেল বাংলার মুখ্যমন্ত্রীকে । শাড়ির উপর সাদা রঙের একটি হাফকোটে ক্যামেরার সামনে ধরা দিলেন তিনি । আর মমতা বন্দ্যোপাধ্যায়ের এই কর্পোরেট লুকই 2023-এর বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের অন্যতম বড় চমক বলে মনে করছে রাজনৈতিক মহল ।
অতীতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির 10 লাখি স্যুট বারবার আলোচনায় এসেছে । জানা গিয়েছিল, এক ব্যবসায়ী সেটি উপহার দিয়েছিলেন প্রধানমন্ত্রীকে । কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রে তাঁর চেনা পরিধান ছেড়ে অতীতে এ ধরনের চমকের পথে হাঁটতে তাঁকে সে ভাবে দেখা যায় না । শেষবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে উত্তর-পূর্বের ভোট প্রচারে গিয়ে শীত পোশাকে দেখা দিয়েছিল মুখ্যমন্ত্রীকে । তা না হলে সাদা শাড়ির উপর সাদা শাল, নয়তো কখনও কখনও সাদা সোয়েটারে তাঁকে বিভিন্ন সময়ে দেখা গিয়েছে ।
তবে এ দিন বিশ্ববঙ্গ সম্মেলনে সাদা শাড়ির উপর দিয়ে সাদা হাফকোটে একেবারে অন্য রকম চেহারায় ধরা দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ এখানে মুখ্যমন্ত্রীর পরিধানের দামটা সেভাবে বিশেষ আলোচিত হয়নি । মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তাঁর চেনা পরিধান ছেড়ে এই কর্পোরেট লুকে দেখাটাই বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের আলোচনার বিষয় হয়ে উঠেছে । তাহলে এতদিন যে সাদামাটা শাড়ি আর হাওয়াই চটিতে মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখা যেত, তিনিও কি তাহলে এ বার সময়ের সঙ্গে সঙ্গে বদলাচ্ছেন, এই নিয়েই চর্চা চলেছে রাজনৈতিক মহলে ।
আরও পড়ুন: