কলকাতা, 30 মে : বাস্তবের সঙ্গে মুখ্যমন্ত্রীর ঘোষণার কোনো মিল নেই বলে মনে করেছে রাজ্য কো-অর্ডিনেশন কমিটি । আগামী মাসের ৮ জুন থেকে সরকারি এবং বেসরকারি সমস্ত অফিসগুলিতে হাজিরার নির্দেশ মুখ্যমন্ত্রী দিলেও, বাস্তব পরিস্থিতির সঙ্গে তার কোনও সাযুজ্য নেই বলে আজ মন্তব্য করেছেন রাজ্য কো-অর্ডিনেশন কমিটির সাধারণ সম্পাদক বিজয় শংকর সিংহ ।
সরকারি এবং বেসরকারি সংস্থার কর্মচারীদের যাতায়াতের জন্য পরিবহন ব্যবস্থার বিষয়ে কোনো কথা ঘোষণা করেননি মুখ্যমন্ত্রী । ইতিপূর্বে ভারতীয় রেল আগামী ৩০ জুন পর্যন্ত সমস্ত লোকাল ও দূরপাল্লার ট্রেন বন্ধ রাখার কথা ঘোষণা করেছে । রাজ্যে এখনও পর্যন্ত সড়ক পরিবহন স্বাভাবিক হয়নি ।
বিজয় শংকর সিংহ বলেন, "সড়ক ও রেল পরিবহন ব্যবস্থা স্বাভাবিক না হওয়া পর্যন্ত কর্মচারীদের অফিসে উপস্থিত হতে হলে চরম দুর্ভোগের সম্মুখীন হতে হবে । রাস্তায় কম সংখ্যক বাস চলাচল করায় বিঘ্নিত হতে পারে সামাজিক ও শারীরিক দূরত্ব বৃদ্ধি । কোরোনা সংক্রমণ দ্রুতগতিতে বেড়ে যাওয়ার আশঙ্কা থেকেই যায় । পরিস্থিতি ক্রমশ জটিলতর হচ্ছে । এই পরিস্থিতিতে শারীরিক দূরত্ব বিধি মেনে এই অপ্রতুল পরিবহন ব্যবস্থায় কর্মচারীরা হাজিরা দেবেন কীভাবে । কোনও পরিকল্পনা ব্যতিরেকে এই সিদ্ধান্ত প্রশাসনিক অব্যবস্থারই প্রতিফলন । যার শিকার হতে চলেছেন কর্মচারীরা ।"
রাজ্য কো-অর্ডিনেশন কমিটি এই অব্যবস্থার তীব্র বিরোধিতা করেছে । রাজ্য সরকারি দপ্তরগুলোতে কর্মচারীদের উপস্থিতির জন্য যানবাহন ও সুরক্ষা ব্যবস্থাসহ নিরাপত্তা সুনিশ্চিত করতে রাজ্য সরকারকে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের অনুরোধ জানিয়েছে রাজ্য কো-অর্ডিনেশন কমিটি ।