কলকাতা, 5 সেপ্টেম্বর : একাধিক ইশুতে রাজ্যের শিক্ষক-শিক্ষিকাদের মধ্যে বাড়ছে ক্ষোভ ৷ তা নিয়ে একাধিকবার পথেও নেমেছে রাজ্যের বিভিন্ন শিক্ষক সংগঠন ৷ সেই ক্ষোভ প্রশমন করতে এবার শিক্ষক দিবসের মঞ্চ থেকে বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ দাবি করলেন, রাজ্যের আর্থিক টানাটানির জন্য তাঁর হাত-পা বাধা ৷ তবুও যথাসম্ভব চেষ্টা করছেন শিক্ষকদের দাবি পূরণের ৷
আজ নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে রাজ্য সরকারের তরফে শিক্ষারত্ন সম্মান প্রদান করা হয় ৷ অনুষ্ঠানে ছিলেন মুখ্যমন্ত্রী, শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় সহ অন্যরা ৷ সেই মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী বলেন, "মাইনে দিতে পারছি, আশা করছি দিয়ে যাব ৷ সব ব্যাঙ্কই যদি বাংলা থেকে চলে যায়, কোথা থেকে (টাকা) রাখা হবে ? পরিস্থিতি খুব খারাপ ৷ শিক্ষকরা একবার ভেবে দেখবেন ৷" তাঁর আশ্বাস, রাজ্যের তহবিল সীমাবদ্ধ হলেও শিক্ষকদের দাবি পূরণের চেষ্টা করবেন ৷ তিনি বলেন, "অনেক সমস্যা রয়েছে ৷ যখন যতটুকু পারব, দেব ৷"
শুধু বেতন সংক্রান্ত নয়, বদলি নিয়েও শিক্ষক-অধ্যাপকদের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে ৷ তাতেও প্রলেপ লাগানোর চেষ্টা করেন মুখ্যমন্ত্রী ৷ শিক্ষকদের বদলি ও পদোন্নতির বিষয়টি মানবিকভাবে দেখার জন্য শিক্ষামন্ত্রী ও শিক্ষা দপ্তরকে নির্দেশ দেন ৷ শিক্ষক মহলের উদ্দেশে তাঁর বার্তা, "বিশ্বাস ও ভরসা রাখবেন ৷ " শিক্ষকদের পারস্পরিক বদলির বিষয়টি দেখার পরামর্শ দেন তিনি ৷
এই সংক্রান্ত আরও খবর : আর্থিক সীমাবন্ধতা আছে, সুযোগ পেলেই শিক্ষকদের দাবি মেটানোর আশ্বাস মমতার
তবে মুখ্যমন্ত্রীর এই 'নরম' হওয়ার মধ্যে অন্য সমীকরণ রয়েছে বলে মত ওয়াকিবহল মহলের ৷ তাদের বক্তব্য, এ রাজ্যের শিক্ষকদের বেতন সর্বভারতীয় হারের তুলনায় কম ৷ এনিয়ে একাধিকবার আন্দোলনে নেমেছে রাজ্যের বিভিন্ন শিক্ষক সংগঠন ৷ হয়েছে অনশনও ৷ চাপে পড়ে বেতন বাড়িয়েছে সরকার ৷ তবে তা সর্বভারতীয় বেতনক্রমের তুলনায় কম ৷ ফলে ক্ষোভ সাময়িকভাবে চাপা পড়লেও ফের তা বাড়ছে ৷ সঙ্গে যোগ হয়েছে ষষ্ঠ বেতন কমিশন কার্যকর না হওয়া ৷ দ্রুত সেই কমিশনের সুপারিশ বাস্তবায়নের আশ্বাস দিলেও রাজ্যের ভূমিকা সদর্থক নয় বলে অভিযোগ শিক্ষক সংগঠনগুলির ৷ ফলে শিক্ষকদের মধ্যে পাল্লা দিয়ে বাড়ছে ক্ষোভ ৷ আর তাই ক্ষতে প্রলেপ লাগাতে ময়দানে খোদ মুখ্যমন্ত্রী নামলেন বলে মত শিক্ষক মহলের ৷