ETV Bharat / state

ভরসা ও বিশ্বাস রাখুন, শিক্ষকদের পাশে থাকার বার্তা মমতার

আজ রাজ্য সরকারের তরফে শিক্ষারত্ন সম্মান প্রদান করা হয় ৷ সেই মঞ্চ থেকে শিক্ষকদের পাশে থাকার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷

মমতা
author img

By

Published : Sep 5, 2019, 8:27 PM IST

Updated : Sep 5, 2019, 8:51 PM IST

কলকাতা, 5 সেপ্টেম্বর : একাধিক ইশুতে রাজ্যের শিক্ষক-শিক্ষিকাদের মধ্যে বাড়ছে ক্ষোভ ৷ তা নিয়ে একাধিকবার পথেও নেমেছে রাজ্যের বিভিন্ন শিক্ষক সংগঠন ৷ সেই ক্ষোভ প্রশমন করতে এবার শিক্ষক দিবসের মঞ্চ থেকে বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ দাবি করলেন, রাজ্যের আর্থিক টানাটানির জন্য তাঁর হাত-পা বাধা ৷ তবুও যথাসম্ভব চেষ্টা করছেন শিক্ষকদের দাবি পূরণের ৷

আজ নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে রাজ্য সরকারের তরফে শিক্ষারত্ন সম্মান প্রদান করা হয় ৷ অনুষ্ঠানে ছিলেন মুখ্যমন্ত্রী, শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় সহ অন্যরা ৷ সেই মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী বলেন, "মাইনে দিতে পারছি, আশা করছি দিয়ে যাব ৷ সব ব্যাঙ্কই যদি বাংলা থেকে চলে যায়, কোথা থেকে (টাকা) রাখা হবে ? পরিস্থিতি খুব খারাপ ৷ শিক্ষকরা একবার ভেবে দেখবেন ৷" তাঁর আশ্বাস, রাজ্যের তহবিল সীমাবদ্ধ হলেও শিক্ষকদের দাবি পূরণের চেষ্টা করবেন ৷ তিনি বলেন, "অনেক সমস্যা রয়েছে ৷ যখন যতটুকু পারব, দেব ৷"

শুধু বেতন সংক্রান্ত নয়, বদলি নিয়েও শিক্ষক-অধ্যাপকদের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে ৷ তাতেও প্রলেপ লাগানোর চেষ্টা করেন মুখ্যমন্ত্রী ৷ শিক্ষকদের বদলি ও পদোন্নতির বিষয়টি মানবিকভাবে দেখার জন্য শিক্ষামন্ত্রী ও শিক্ষা দপ্তরকে নির্দেশ দেন ৷ শিক্ষক মহলের উদ্দেশে তাঁর বার্তা, "বিশ্বাস ও ভরসা রাখবেন ৷ " শিক্ষকদের পারস্পরিক বদলির বিষয়টি দেখার পরামর্শ দেন তিনি ৷

এই সংক্রান্ত আরও খবর : আর্থিক সীমাবন্ধতা আছে, সুযোগ পেলেই শিক্ষকদের দাবি মেটানোর আশ্বাস মমতার

তবে মুখ্যমন্ত্রীর এই 'নরম' হওয়ার মধ্যে অন্য সমীকরণ রয়েছে বলে মত ওয়াকিবহল মহলের ৷ তাদের বক্তব্য, এ রাজ্যের শিক্ষকদের বেতন সর্বভারতীয় হারের তুলনায় কম ৷ এনিয়ে একাধিকবার আন্দোলনে নেমেছে রাজ্যের বিভিন্ন শিক্ষক সংগঠন ৷ হয়েছে অনশনও ৷ চাপে পড়ে বেতন বাড়িয়েছে সরকার ৷ তবে তা সর্বভারতীয় বেতনক্রমের তুলনায় কম ৷ ফলে ক্ষোভ সাময়িকভাবে চাপা পড়লেও ফের তা বাড়ছে ৷ সঙ্গে যোগ হয়েছে ষষ্ঠ বেতন কমিশন কার্যকর না হওয়া ৷ দ্রুত সেই কমিশনের সুপারিশ বাস্তবায়নের আশ্বাস দিলেও রাজ্যের ভূমিকা সদর্থক নয় বলে অভিযোগ শিক্ষক সংগঠনগুলির ৷ ফলে শিক্ষকদের মধ্যে পাল্লা দিয়ে বাড়ছে ক্ষোভ ৷ আর তাই ক্ষতে প্রলেপ লাগাতে ময়দানে খোদ মুখ্যমন্ত্রী নামলেন বলে মত শিক্ষক মহলের ৷

কলকাতা, 5 সেপ্টেম্বর : একাধিক ইশুতে রাজ্যের শিক্ষক-শিক্ষিকাদের মধ্যে বাড়ছে ক্ষোভ ৷ তা নিয়ে একাধিকবার পথেও নেমেছে রাজ্যের বিভিন্ন শিক্ষক সংগঠন ৷ সেই ক্ষোভ প্রশমন করতে এবার শিক্ষক দিবসের মঞ্চ থেকে বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ দাবি করলেন, রাজ্যের আর্থিক টানাটানির জন্য তাঁর হাত-পা বাধা ৷ তবুও যথাসম্ভব চেষ্টা করছেন শিক্ষকদের দাবি পূরণের ৷

আজ নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে রাজ্য সরকারের তরফে শিক্ষারত্ন সম্মান প্রদান করা হয় ৷ অনুষ্ঠানে ছিলেন মুখ্যমন্ত্রী, শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় সহ অন্যরা ৷ সেই মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী বলেন, "মাইনে দিতে পারছি, আশা করছি দিয়ে যাব ৷ সব ব্যাঙ্কই যদি বাংলা থেকে চলে যায়, কোথা থেকে (টাকা) রাখা হবে ? পরিস্থিতি খুব খারাপ ৷ শিক্ষকরা একবার ভেবে দেখবেন ৷" তাঁর আশ্বাস, রাজ্যের তহবিল সীমাবদ্ধ হলেও শিক্ষকদের দাবি পূরণের চেষ্টা করবেন ৷ তিনি বলেন, "অনেক সমস্যা রয়েছে ৷ যখন যতটুকু পারব, দেব ৷"

শুধু বেতন সংক্রান্ত নয়, বদলি নিয়েও শিক্ষক-অধ্যাপকদের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে ৷ তাতেও প্রলেপ লাগানোর চেষ্টা করেন মুখ্যমন্ত্রী ৷ শিক্ষকদের বদলি ও পদোন্নতির বিষয়টি মানবিকভাবে দেখার জন্য শিক্ষামন্ত্রী ও শিক্ষা দপ্তরকে নির্দেশ দেন ৷ শিক্ষক মহলের উদ্দেশে তাঁর বার্তা, "বিশ্বাস ও ভরসা রাখবেন ৷ " শিক্ষকদের পারস্পরিক বদলির বিষয়টি দেখার পরামর্শ দেন তিনি ৷

এই সংক্রান্ত আরও খবর : আর্থিক সীমাবন্ধতা আছে, সুযোগ পেলেই শিক্ষকদের দাবি মেটানোর আশ্বাস মমতার

তবে মুখ্যমন্ত্রীর এই 'নরম' হওয়ার মধ্যে অন্য সমীকরণ রয়েছে বলে মত ওয়াকিবহল মহলের ৷ তাদের বক্তব্য, এ রাজ্যের শিক্ষকদের বেতন সর্বভারতীয় হারের তুলনায় কম ৷ এনিয়ে একাধিকবার আন্দোলনে নেমেছে রাজ্যের বিভিন্ন শিক্ষক সংগঠন ৷ হয়েছে অনশনও ৷ চাপে পড়ে বেতন বাড়িয়েছে সরকার ৷ তবে তা সর্বভারতীয় বেতনক্রমের তুলনায় কম ৷ ফলে ক্ষোভ সাময়িকভাবে চাপা পড়লেও ফের তা বাড়ছে ৷ সঙ্গে যোগ হয়েছে ষষ্ঠ বেতন কমিশন কার্যকর না হওয়া ৷ দ্রুত সেই কমিশনের সুপারিশ বাস্তবায়নের আশ্বাস দিলেও রাজ্যের ভূমিকা সদর্থক নয় বলে অভিযোগ শিক্ষক সংগঠনগুলির ৷ ফলে শিক্ষকদের মধ্যে পাল্লা দিয়ে বাড়ছে ক্ষোভ ৷ আর তাই ক্ষতে প্রলেপ লাগাতে ময়দানে খোদ মুখ্যমন্ত্রী নামলেন বলে মত শিক্ষক মহলের ৷

Intro: বিশ্বাস ও ভরসা রাখুন : শিক্ষকদের পাশে থাকার বার্তা মমতার



কলকাতা, ৫ সেপ্টেম্বর: তার প্রতি বিশ্বাস ও ভরসা রাখার জন্য শিক্ষকদের কাছে আবেদন রাখলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজ নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে শিক্ষক দিবসের মঞ্চ তিনি আশ্বস্তের সুরে জানান, 'যখন যতটুকু পারব দেব।' একই সঙ্গে তিনি শিক্ষা মন্ত্রীকে পরামর্শ দেন, শিক্ষকদের বদলি নীতি শিথিল করতে। অন্যদিকে, সাম্প্রতিক বউবাজারের ঘটনার উদাহরণ টেনে তিনি বার্তা দেন, অযথা সমালোচনা নয়, মানুষের পাশে দাঁড়ানোটাই মূল উদ্দেশ্য ।




Body:

শিক্ষক দিবসের মঞ্চ থেকে কার্যত শিক্ষকদের আস্থা অর্জন করার চেষ্টা চালালেন মুখ্যমন্ত্রী। বকেয়া মহার্ঘভাতা, ষষ্ঠ বেতন কমিশন কার্যকর করা নিয়ে দীর্ঘ ক্ষোভ রয়েছে শিক্ষকদের। এই ক্ষোভ প্রশমনের জন্য আজ প্রলেপ লাগালেন বলেই মনে করছেন ওয়াকিবহাল মহল। ৬২ জন শিক্ষককে শিক্ষা রত্ন সম্মান দিলেন মুখ্যমন্ত্রী। এরপর তাঁদের উদ্দেশ্যে তিনি বলেন, 'আজ পরিস্থিতি খুব খারাপ । সব ব্যাঙ্ক যদি বাংলা থেকে চলে যায়, তাহলে ব্যাঙ্কের টাকা কোথা থেকে দেওয়া হবে।আর কোথায় রাখা হবে। শিক্ষকরা ভেবে দেখবেন, অর্থনীতিতে ধ্বস নামলে সেই ধ্বস রুখবে কি করে।' বউবাজারের ঘটনার প্রসঙ্গ তুলে বলেন, 'মেট্রোতে এত লোকের বাড়ি ভেঙেছে আমি সমালোচনা করিনি । মানুষ এখন বিপদে পড়েছে। মানুষের পাশে দাঁড়িয়ে লড়াই করতে হবে । মানুষকে সাহায্য করতে হবে।' শিক্ষকদের বদলি নীতি শিথিল করতে মঞ্চ থেকেই শিক্ষামন্ত্রীকে বলেন তিনি । এর পাশাপাশি শিক্ষকদের নিজেদের মধ্যেও মিউচুয়াল বদলির পরামর্শ দেন মুখ্যমন্ত্রী। উল্লেখ্য, গোটা বক্তব্যে শিক্ষকদের পাশে থাকার বার্তা দেন মমতা । তাদের বলেন, বিশ্বাস ও ভরসা রাখতে।


Conclusion:
Last Updated : Sep 5, 2019, 8:51 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.