ETV Bharat / state

রাজ্যে উদ্বাস্তুদের জমির অধিকার দিল সরকার

উদ্বাস্তুদের জমির অধিকারের দাবিতে শিলমোহর দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । আজ নবান্নে মন্ত্রিসভার বৈঠক শেষে রাজ্য সরকারের এই সিদ্ধান্তের কথা জানালেন মুখ্যমন্ত্রী  ৷

author img

By

Published : Nov 25, 2019, 9:37 PM IST

স্বীকৃতি উদ্বাস্তুদের অধিকারে

কলকাতা, 25 নভেম্বর : উদ্বাস্তুদের জমির অধিকারের দাবিতে শিলমোহর দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । আজ নবান্নে মন্ত্রিসভার বৈঠক শেষে রাজ্য সরকারের এই সিদ্ধান্তের কথা জানালেন মুখ্যমন্ত্রী ৷ মন্ত্রিসভার বৈঠক শেষে তিনি বলেন, " উদ্বাস্তুদের, রাজ্য সরকারের তরফে তাঁদের জমির অধিকার দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে । এর ফলে জমির বৈধ কাগজপত্র থাকবে তাঁদের হাতে ।"

NRC আতঙ্কে ভুগছে বাংলার একটা বড় অংশের মানুষ ৷ এরই মাঝে মুখ্যমন্ত্রীর জমির অধিকার সংক্রান্ত ঘোষণায় কিছুটা স্বস্তি এল উদ্বাস্তুদের মধ্যে ৷ বাংলার উদ্বাস্তুরা দীর্ঘদিন ধরে জমির অধিকার থেকে বঞ্চিত ৷ আজ বৈঠক শেষে উদ্বাস্তুদের জমির অধিকারের দাবিকে স্বীকৃতি দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, "আমি মনে করি তাঁদের (উদ্বাস্তুদের) অধিকার দেওয়া প্রয়োজন । ইতিমধ্যে 94 টি উদ্বাস্তু কলোনিকে রাজ্য সরকার জমির অধিকার দিয়েছে । কেন্দ্রের জমিতে মোট 11 হাজার 986 টি উদ্বাস্তু পরিবার রয়েছে । তাঁদেরও জমির অধিকার দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ।"

ভিডিয়োয় দেখুন কী বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়

পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকায় রেল লাইনের পাশে, বন্দর এলাকা সহ কেন্দ্রীয় সরকারের জমিতে বহু উদ্বাস্তু বসবাস করেন । আজকের ঘোষণায় তাঁদের জমির অধিকার দেওয়ার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার।

কলকাতা, 25 নভেম্বর : উদ্বাস্তুদের জমির অধিকারের দাবিতে শিলমোহর দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । আজ নবান্নে মন্ত্রিসভার বৈঠক শেষে রাজ্য সরকারের এই সিদ্ধান্তের কথা জানালেন মুখ্যমন্ত্রী ৷ মন্ত্রিসভার বৈঠক শেষে তিনি বলেন, " উদ্বাস্তুদের, রাজ্য সরকারের তরফে তাঁদের জমির অধিকার দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে । এর ফলে জমির বৈধ কাগজপত্র থাকবে তাঁদের হাতে ।"

NRC আতঙ্কে ভুগছে বাংলার একটা বড় অংশের মানুষ ৷ এরই মাঝে মুখ্যমন্ত্রীর জমির অধিকার সংক্রান্ত ঘোষণায় কিছুটা স্বস্তি এল উদ্বাস্তুদের মধ্যে ৷ বাংলার উদ্বাস্তুরা দীর্ঘদিন ধরে জমির অধিকার থেকে বঞ্চিত ৷ আজ বৈঠক শেষে উদ্বাস্তুদের জমির অধিকারের দাবিকে স্বীকৃতি দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, "আমি মনে করি তাঁদের (উদ্বাস্তুদের) অধিকার দেওয়া প্রয়োজন । ইতিমধ্যে 94 টি উদ্বাস্তু কলোনিকে রাজ্য সরকার জমির অধিকার দিয়েছে । কেন্দ্রের জমিতে মোট 11 হাজার 986 টি উদ্বাস্তু পরিবার রয়েছে । তাঁদেরও জমির অধিকার দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ।"

ভিডিয়োয় দেখুন কী বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়

পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকায় রেল লাইনের পাশে, বন্দর এলাকা সহ কেন্দ্রীয় সরকারের জমিতে বহু উদ্বাস্তু বসবাস করেন । আজকের ঘোষণায় তাঁদের জমির অধিকার দেওয়ার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার।

Intro:কলকাতা, ২৫ নভেম্বর : এবারে বাংলার উদ্বাস্তুদের স্বীকৃতি দিতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ নবান্নে মন্ত্রিসভার বৈঠকের পরে তিনি ঘোষণা করলেন, 'কেন্দ্রীয় সরকারের জমিতে যে সমস্ত উদ্বাস্তু মানুষেরা রয়েছেন, রাজ্য সরকারের তরফ থেকে তাঁদের অধিকার দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে বৈধ কাগজপত্র থাকবে উদ্বাস্তু মানুষদের।


Body:এনআরসি আতঙ্কে যখন জেরবার বাংলার উদ্বাস্তু মানুষেরা এমন সময় মুখ্যমন্ত্রীর ঘোষণায় ফিরছে স্বস্তি। আজ নবান্নের মন্ত্রিসভার বৈঠকে মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে সিদ্ধান্ত হয় কেন্দ্রীয় জমিতে বসবাসকারী উদ্বাস্তুদের অধিকার দেওয়ার বিষয়। বৈঠকের পর মুখ্যমন্ত্রী বলেন, '৪৮ বছর ধরে উদ্বাস্তু মানুষেরা এখানে না ঘরকা না ঘটকা হয়ে পরে রয়েছেন। আমি মনে করি তাঁদের অধিকার দেওয়া প্রয়োজন রয়েছে । কেন্দ্রীয় সরকারের জমিতে বসবাসকারীদের বার বার উচ্ছেদের নোটিশ দেওয়া হয়। ইতিমধ্যেই ৯৪ টি উদ্বাস্তু কলোনিকে রাজ্য সরকার আগেই অধিকার দিয়েছে। কিন্তু এতো বছর উদ্বাস্তুরা আছেন তারা কোনও অধিকার পান না। সেই কারণেই তাদের অধিকার দেওয়া হলো। কেন্দ্রের জমিতে মোট ১১,৯৮৬ পরিবার রয়েছে। মোট জমির পরিমাণ ৯৭৭,২৯৩ /১৯৯ , ৭২। সবটাকেই অধিকার দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।' প্রসঙ্গত, পশ্চিমবঙ্গের রেল লাইনের পাশে, পোর্ট এলাকা সহ কেন্দ্রীয় সরকারের জায়গায় বহু উদ্বাস্তু মানুষ বসবাস করেন। এদেরই এবারে অধিকার দেওয়ার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার।


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.