কলকাতা, 2 এপ্রিল : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভিডিয়ো কনফারেন্স করবেন । সেখানে যোগ দেবেন না বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । তাঁর জায়গায় প্রতিনিধিত্ব করবেন রাজ্যের মুখ্য সচিব রাজীব সিনহা । মুখ্যমন্ত্রী গতকালই জানিয়েছিলেন, এই বৈঠকে অন্য রাজ্যের বলার থাকলেও তাঁর বলার কিছু নেই । এই কারণে বৈঠকে যোগ না দিয়ে সে সময় অন্য কাজ করবেন তিনি । তবে কেন প্রধানমন্ত্রীর বৈঠক এড়াচ্ছেন মুখ্যমন্ত্রী, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে বিভিন্ন মহলে ।
যেভাবে দেশজুড়ে ক্রমাগত কোরোনা আক্রান্তের সংখ্যা বেড়ে চলেছে তা নিয়ে উদ্বিগ্ন কেন্দ্র ও রাজ্য । লকডাউনের আগে দেশের সমস্ত মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে এক প্রস্থ বৈঠক সেরে নিয়েছিলেন প্রধানমন্ত্রী । সেখানে কোরোনা মোকাবিলা নিয়ে নিজের নিজের মত পেশ করেছিলেন মুখ্যমন্ত্রীরা । রাজ্যের তরফ থেকে দাবিও জানিয়েছিলেন তাঁরা । বাংলার মুখ্যমন্ত্রী বার বারই বলছেন বর্তমান পরিস্থিতিতে কেন্দ্রের সাহায্য বেশি পেলে আরও সুবিধা হতো রাজ্যের । চাহিদা অনুযায়ী মিলছে না সার্বিক সাহায্য । ফলে আজকের বৈঠক খুবই গুরুত্বপূর্ণ ।
যদিও আজ প্রধানমন্ত্রীর ডাকা ভিডিয়ো কনফারেন্সে উপস্থিত থাকবেন না মমতা বন্দ্যোপাধ্যায় । আজকের বৈঠকে বাংলার তরফে তাঁর কিছুই বলার নেই বলে দাবি করেছেন মুখ্যমন্ত্রী । তবুও আর্থিক সাহায্য সহ রাজ্যের জন্য প্রধানমন্ত্রীর কাছে মুখ্যসচিব কী কী দাবি রাখেন সেটাই দেখার ।