ETV Bharat / state

Mamata Banerjee Criticises Amit Shah : বাংলাকে কালিমালিপ্ত করতে চক্রান্ত চলছে, শাহকে নিশানা মমতার - mamata banerjee criticises amit shah and bjp

রাজ্যভাগ নিয়ে বিজেপি সাংসদ, নেতাদের মন্তব্যেরও কড়া সমালোচনা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee Criticises BJP) ৷ বলেছেন, "বাংলা বিভাজনের রাজনীতি করে না ৷"

mamata banerjee on amit shah
কেন্দ্রের সমালোচনায় মমতা
author img

By

Published : May 5, 2022, 5:59 PM IST

কলকাতা, 5 মে :বাজেট অধিবেশন চলাকালীন সংসদের উচ্চকক্ষে দাঁড়িয়ে বাংলাকে প্রবল কটাক্ষ ছুড়ে বলেছিলেন, ‘‘বাংলায় যাবেন না ৷ গেলেই খুন হতে পারেন।’’ শুক্রবার দু'দিনের সফরে শাহ যখন উত্তর থেকে দক্ষিণবঙ্গে একাধিক সরকারি কর্মসূচিতে যোগ দিচ্ছেন, ঠিক তখন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে সরকারি অনুষ্ঠানের মঞ্চ থেকে নাম না করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর উদ্দেশ্যে আক্রমণ শানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee Criticises Amit Shah) ৷

এদিন নেতাজি ইন্ডোরের অনুষ্ঠান মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী বলেন, "বাংলায় যেও না খুন হয়ে যাবে, এই কথা কেউ বললে আমার গায়ে লাগে । বাংলার অবস্থা এমন নয় । অথচ বাংলাকে কালিমালিপ্ত করার জন্য চক্রান্ত চলছে ।" এদিন নিজের বক্তব্যে কোথাও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নাম মুখে নেননি মমতা বন্দ্যোপাধ্যায় ৷ কিন্তু তাতে তাঁর লক্ষ্য বুঝতে অসুবিধা হয়নি কারও ৷ তিনি আরও বলেন, "বাংলা অন্য রাজ্যের থেকে অনেক ভাল । উত্তরপ্রদেশে বিচার চাইতে গেলে পুলিশ নির্যাতিতাকেই অত্যাচার করে । বাংলায় সেটা করার সাহস কারও হবে না । কেউ যদি এমন কাজ করে, তাহলে আমার চেয়ে খারাপ কেউ হবে না । এটা ইউপি নয়। এমপি নয়। এটা বাংলা। এখানে একটা ঘটনা ঘটলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হয়, রং দেখা হয় না ।" দুর্গাপুজো, সরস্বতীপুজো নিয়েও এদিন বিজেপি নেতৃত্বের মন্তব্যের সমালোচনা শোনা গিয়েছে মুখ্যমন্ত্রীর মুখে ৷

আরও পড়ুন : শুক্রে সৌরভের বাড়ি যাচ্ছেন শাহ ! শুরু রাজনৈতিক জল্পনা

এদিন উন্নয়ন প্রসঙ্গেও সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় । তিনি বলেন, "11 বছরে যা করেছি বাংলায়, কোনও রাজ্যে কেউ কখনও পারবে না । ক্ষমতা থাকলে আমার মুখোমুখি হন । আমি মুখোমুখি হতে রাজি । আমায় ভয় দেখিয়ে কিছু করাতে পারবেন না । আমরা লক্ষ্মীর ভাণ্ডার করেছি । আর ওরা করেছে কুৎসার ভাণ্ডার । আমরা মা-বোনেদের কথা দিয়েছিলাম, দায়িত্ব পেলে লক্ষ্মীর ভাণ্ডার করব । যা কথা দিয়েছিলাম তা করেছি । আর ওরা শুধু ভাষণ দিয়েই বেরিয়েছে ।" একুশের ভোটের পরেই উত্তরবঙ্গকে পৃথক রাজ্য করার দাবি তুলেছিলেন বিজেপি সাংসদ জন বারলা । এদিন নেতাজি ইন্ডোরের অনুষ্ঠান থেকে এই নিয়ে সরাসরি বিজেপি'কে নিশানা করে মমতা ৷ বলেছেন, "ভাঙনের রাজনীতি তৃণমূল কংগ্রেস করে না । উত্তরবঙ্গ-দক্ষিণবঙ্গ করে না । বাংলাকে দুর্বল ভাবার কারণ নেই । বাংলা বিভাজন করে না, সকলকে নিয়ে চলে, সব ধর্মকেই মর্যাদা দেয় । আমাদের নতুন করে শিক্ষা দেওয়ার কোনও দরকার নেই । বাংলা শিক্ষার আলোকে আলোকিত । সংস্কৃতির আলোকে সুরভিত । সভ্যতার আলোকে বিকশিত । বাংলা মা-বোনেদের আবেগে গর্বিত । বাংলা ছাত্রছাত্রীদের আবেগে সমৃদ্ধ । তাই এই বাংলা বিশ্ববাংলা ।"

কলকাতা, 5 মে :বাজেট অধিবেশন চলাকালীন সংসদের উচ্চকক্ষে দাঁড়িয়ে বাংলাকে প্রবল কটাক্ষ ছুড়ে বলেছিলেন, ‘‘বাংলায় যাবেন না ৷ গেলেই খুন হতে পারেন।’’ শুক্রবার দু'দিনের সফরে শাহ যখন উত্তর থেকে দক্ষিণবঙ্গে একাধিক সরকারি কর্মসূচিতে যোগ দিচ্ছেন, ঠিক তখন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে সরকারি অনুষ্ঠানের মঞ্চ থেকে নাম না করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর উদ্দেশ্যে আক্রমণ শানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee Criticises Amit Shah) ৷

এদিন নেতাজি ইন্ডোরের অনুষ্ঠান মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী বলেন, "বাংলায় যেও না খুন হয়ে যাবে, এই কথা কেউ বললে আমার গায়ে লাগে । বাংলার অবস্থা এমন নয় । অথচ বাংলাকে কালিমালিপ্ত করার জন্য চক্রান্ত চলছে ।" এদিন নিজের বক্তব্যে কোথাও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নাম মুখে নেননি মমতা বন্দ্যোপাধ্যায় ৷ কিন্তু তাতে তাঁর লক্ষ্য বুঝতে অসুবিধা হয়নি কারও ৷ তিনি আরও বলেন, "বাংলা অন্য রাজ্যের থেকে অনেক ভাল । উত্তরপ্রদেশে বিচার চাইতে গেলে পুলিশ নির্যাতিতাকেই অত্যাচার করে । বাংলায় সেটা করার সাহস কারও হবে না । কেউ যদি এমন কাজ করে, তাহলে আমার চেয়ে খারাপ কেউ হবে না । এটা ইউপি নয়। এমপি নয়। এটা বাংলা। এখানে একটা ঘটনা ঘটলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হয়, রং দেখা হয় না ।" দুর্গাপুজো, সরস্বতীপুজো নিয়েও এদিন বিজেপি নেতৃত্বের মন্তব্যের সমালোচনা শোনা গিয়েছে মুখ্যমন্ত্রীর মুখে ৷

আরও পড়ুন : শুক্রে সৌরভের বাড়ি যাচ্ছেন শাহ ! শুরু রাজনৈতিক জল্পনা

এদিন উন্নয়ন প্রসঙ্গেও সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় । তিনি বলেন, "11 বছরে যা করেছি বাংলায়, কোনও রাজ্যে কেউ কখনও পারবে না । ক্ষমতা থাকলে আমার মুখোমুখি হন । আমি মুখোমুখি হতে রাজি । আমায় ভয় দেখিয়ে কিছু করাতে পারবেন না । আমরা লক্ষ্মীর ভাণ্ডার করেছি । আর ওরা করেছে কুৎসার ভাণ্ডার । আমরা মা-বোনেদের কথা দিয়েছিলাম, দায়িত্ব পেলে লক্ষ্মীর ভাণ্ডার করব । যা কথা দিয়েছিলাম তা করেছি । আর ওরা শুধু ভাষণ দিয়েই বেরিয়েছে ।" একুশের ভোটের পরেই উত্তরবঙ্গকে পৃথক রাজ্য করার দাবি তুলেছিলেন বিজেপি সাংসদ জন বারলা । এদিন নেতাজি ইন্ডোরের অনুষ্ঠান থেকে এই নিয়ে সরাসরি বিজেপি'কে নিশানা করে মমতা ৷ বলেছেন, "ভাঙনের রাজনীতি তৃণমূল কংগ্রেস করে না । উত্তরবঙ্গ-দক্ষিণবঙ্গ করে না । বাংলাকে দুর্বল ভাবার কারণ নেই । বাংলা বিভাজন করে না, সকলকে নিয়ে চলে, সব ধর্মকেই মর্যাদা দেয় । আমাদের নতুন করে শিক্ষা দেওয়ার কোনও দরকার নেই । বাংলা শিক্ষার আলোকে আলোকিত । সংস্কৃতির আলোকে সুরভিত । সভ্যতার আলোকে বিকশিত । বাংলা মা-বোনেদের আবেগে গর্বিত । বাংলা ছাত্রছাত্রীদের আবেগে সমৃদ্ধ । তাই এই বাংলা বিশ্ববাংলা ।"

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.